উক্তিস্টাটাস

চোখ নিয়ে ছন্দ, স্ট্যাটাস, উক্তি, বানী, কিছু কথা ২০২৪

“চোখ” মুখমন্ডলের ভিতরে সবথেকে সৌন্দর্য স্থান। আমরা যখন কারো মুখমণ্ডলের দিক তাকিয়ে দেখি তখন প্রথমেই চোখের উপড় দৃষ্টি পড়ে। একে অন্যের উপর। চোখ হচ্ছে মানুষের দুঃখ ,সুখ ,হাসি,কান্না অনুভূতিগুলো প্রকাশ করার মাধ্যম। চোখ হচ্ছে একটা মানুষের আত্মার আয়না। চোখের দৃষ্টিশক্তি আল্লাহ পাক এমন বিষয় যে আমরা যখন কাউকে ভালোবাসি চোখ বন্ধ করলে সে যেন তাকে দেখতে পারি মনের ভিতরে যে চোখ আছে তা দিয়ে অনুভব করতে থাকি।

চোখের ভাষা দিয়ে কথা বললে মুখের ভাষার প্রয়োজন হয় না। দুটো চোখ কখনো মিথ্যা কথা বলে না। মুখের ভাষা কোনক্রমে মিথ্যা বলা হলেও চোখের ভাষা মিথ্যা বলতে জানেনা। যখন কোন ব্যক্তি কোন ব্যক্তির সাথে যে কোন ব্যাপারে কথা বলবে মুখের বলা কথার সাথে চোখের ভাষা পড়তে পারলে সে বুঝতে পারবে ওই ব্যক্তিটি কি বলতে চাচ্ছে। চোখ এমনই সৌন্দর্যের আধার আর সেই চোখে যখন কেউ কাজল পরিয়ে সাজিয়ে থাকে তখন সৌন্দর্য আরো বেশি দ্বিগুণ হয়ে যায়।

কথিত আছে, তোমার কাজল কালো মায়াতে আমি পাগল হয়ে যাই। আমরা অনেকেই চোখ নিয়ে ছন্দ ও স্ট্যাটাস গুগলে সার্চ করে থাকি। তাদের জন্য আমাদের এই পোস্ট-টি সাজিয়েছি। আশা করছি আমাদের দেওয়া পোস্টটি আপনার ভালো লাগবে এবং আপনারা এই পোস্টটি থেকে ছন্দ স্ট্যাটাস সংগ্রহ করে প্রিয় মানুষদেরকে দিতে পারবেন। তবে চলুন আর দেরি নয় তবে দেখা যাক আপনাদের জন্য কি দেওয়া হল।

চোখ নিয়ে ছন্দ

মানুষের দেহের প্রতিটি অঙ্গ আল্লাহপাক সুন্দর করে বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। প্রতিটি অঙ্গের সৌন্দর্য এক এক রকম। প্রতিটি অঙ্গই মানুষের জীবনে কাজের জন্য ব্যবহার করা হয়। তারমধ্যে চোখ ও একটি অঙ্গ শরীরের। চোখের সৌন্দর্য অধিক। যদি চোখ না থাকতো তবে বোধহয় এই সুন্দর পৃথিবী দেখতে পারতাম না। আর পৃথিবীতে জন্মগ্রহণ করা স্বাদ ও খুঁজে পেতাম না। পৃথিবীতে জন্মগ্রহণ বৃথা হয়ে যেত। আমরা আল্লাহকে হাজার শুকরিয়া দুটো চোখ সৌন্দর্যের অধিকারী আমাদের দেওয়ার জন্য। এই দুচোখে আমরা হাজারো স্বপ্ন দেখি আমাদের প্রিয় মানুষকে ঘিরে। তাই চোখ কে কেন্দ্র করে প্রিয় মানুষের উদ্দেশ্যে কিছু ছন্দ নিম্নে দেয়া হল।

  • তোমার দু চোখে আমি
    আমার ভালোবাসা দেখেছি
    যে ভালবাসায় আমি
    মরণ কে ও হার মানাতে পারি।
  • চোখের ভাষাটা বুঝতে হলে
    চোখের মত চোখ থাকা চাই
    ভালোবাসা টি বুঝাতে হলে
    চোখের দৃষ্টিতে তাকাতে চাই
  • তোমার দুটো ঠোট মিথ্যা বলে
    আর তোমার দু’চোখ সত্য বলে
    তুমি যে আমার ভালোবাসা
    আমি যে তোমায় ভালোবাসি
    ও প্রিয় ভালোবাসা শুধু তুমি আমায় দিও।
  • চোখ হলো আত্মার বার্তা
    ঠোঁট হল মুখের বার্তা
    সেই চোখ দুটো বুঝিয়ে দেয়
    মিথ্যা অভিনয় করছো
    আমাকে ভালোবাসার অভিনয়
  • জিহ্বা কে প্রিয় তুমি আড়াল করতে পারো
    তোমার দুচোখ কখনোই তুমি আড়াল করতে পারো না
    দুচোখের দৃষ্টি বলে দিচ্ছে তুমি কত আপন
    সেই আপনজন যে তুমি কে হৃদয় থেকে খুঁজছি
  • চোখ সেটাই বলে দাও
    যেটা বলতে তুমি ভয় পায়
    নিজের চোখ খুলো তো
    দেখো তুমি আদৌ নিজের
    জীবনকে নিয়ে সন্তুষ্ট কিনা।
  • তুমি তোমার অনুভূতি গুলো
    লুকিয়ে রাখতে পারো তবে
    তুমি এটা ভুলে যেওনা আমি
    তোমার চোখের দৃষ্টি বুঝতে পারি ।

চোখ নিয়ে ভালোবাসার স্ট্যাটাস

আমরা অনেকেই চোখ নিয়ে ভালোবাসার মানুষকে এ ফেসবুকে স্ট্যাটাস দিতে চাই। চোখের ইশারাতে ভালোবাসা প্রকাশ করা সম্ভব হয়। চোখে চোখ রাখলে বুঝতে পারবেন যে আপনি তাকেক কতটুকু ভালোবাসেন। বা সে আপনাকে কতটুকু ভালোবাসে। ঠোঁট আপনার সঙ্গে বেইমানি করলে চোখ  আপনার সঙ্গে বেঈমানী করবে না।

  • আঁখির পানে চেয়ে দেখি ছিলাম
    তোমায় আর কখনো
    ভুলবে না আমায়।
  • তোমার চোখের চাউনিতে
    আমি দেখেছি আমার ভালোবাসা
    যা কিনা সর্বদা আমায়
    তোমায় নিয়ে ভাবায়
  • দিন শেষে রাত হয়
    চাঁদ এসে জোসনা দেয়
    তোমায় নিয়ে দেখা স্বপ্ন
    দুচোখে আলো দেখায়
  • তোমার ওই চোখের দৃষ্টিতে
    আমি পড়েছি যে প্রেমে
    ও প্রিয় তুমি যেওনা ভুলে
    আমায় কখনো দূরে রেখে
  • চোখে তার আপন খেয়ালে চলতে দাও
    একটা সময় তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে
  • তোমার ওই দুটি চোখে
    কাজল পড়ো আমি
    তোমার কাজল কালো
    আঁখি দুটি মায়ায় পড়েছি
  • অন্তরের চোখ একটা মানুষকে’
    কখনো খারাপ পথে যেতে দেয় না
  • চোখদুটি হেফাজত করো
    মৃত্যুর পর তুমি শান্তি পাবে
  • সেই তো আপন জন
    যে চোখের ভাষাতে
    বুঝতে পারো ভালোবাসার
    মানুষ কি বলতে চায়

সর্বোপরি বলতে চাচ্ছি যে,চেষ্টা করছি চোখ নিয়ে ছন্দ এবং স্ট্যাটাস দেওয়ার জন্য। জানিনা কতটুকু দিতে পারছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি এগুলো সংগ্রহ করে আপনি আপনার প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিতে পারবেন আপনার ভিতরে থাকা বাণীগুলো। আজ এই পর্যন্ত আবার কোন এক সময় অন্য কোন পোস্ট নিয়ে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button