Pizza Hut বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার
আপনি কি বিকাশ পিৎজা হাট ক্যাশব্যাক অফার সম্পর্কে গুগলে অনুসন্ধান করছেন? অথবা আপনার বিকাশ পেমেন্ট এর পিকচার থেকে পিকচার ঘোড়ায় করে ক্যাশব্যাক অফার সম্পর্কে জানার আগ্রহী? তাহলে আপনি ঠিক জায়গায় আছেন। পিৎজা হাট থেকে বিচার করলে বিকাশ পেমেন্ট করলে 100 টাকা ক্যাশব্যাক অফার। নিচের এই অফার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Pizza Hut বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার ২০২১
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা অর্ন্তভুক্ত ও বহির্ভূত বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওর্য়াল্ড ব্যাংক গ্রুপের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।পিৎজা হাট বাংলাদেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট। পিৎজা হাট আমেরিকান কম্পানি।
পিৎজা হাট বর্তমানে বাংলাদেশে অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রদান করছে। বাংলাদেশের অনেক মানুষ যারা পিজ্জা পছন্দ করেন তাদের সবচেয়ে প্রিয় পিৎজা হাটের পিজ্জা।এ জন্য বিকাশ পিজ্জা হাট চুক্তি করে । এ চুক্তি বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো মনিরুল ইসলাম (অবঃ), চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, হেড অফ সেলস ইমন কল্যাণ দত্ত, হেড অব এম কর্মাস মোহাম্মদ মাহবুব সোবহান এবং ট্রান্সকম ফুডস এর ডেপুটি জেনারেল ম্যানেজার ফিন্যান্স কাজী মো: জাফরুল্লাহ-এফসিএ, মার্কেটিং ম্যানেজার আসনা ফারাহ হক, ডেপুটি মার্কেটিং ম্যানেজার তানজিনা আক্তার ও জিয়াউল করিম। এই অফারের আওতায় পিৎজা হাটে বিকাশ অ্যাপ দিয়ে ৬৯৫ টাকা পেমেন্ট করে গ্রাহক ১০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। সে অর্থে ৬৯৫ টাকার প্যান পিৎজার দাম পড়বে মাত্র ৫৯৫ টাকা।অফারের বিস্তারিত বিকাশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এ পাওয়া যাচ্ছে।
Pizza Hut-এ ১০০ টাকা ক্যাশব্যাক!
সেরা খাবারের সঙ্গে এখন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সাথে কাটবে দারুণ সময়! পিৎজা হাটে ১টি ফেভারিট লাইন পিৎজা ও গার্লিক ব্রেড চিজ (২পিস) অর্ডার করে ৫০৩ টাকা পেমেন্ট বিকাশ করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অফারের সময়সূচী
১০ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
অফারের বিস্তারিত
- অফার চলাকালীন ১জন গ্রাহক একবার ক্যাশব্যাক পাবেন;
- অ্যাপ, *২৪৭# বা অনলাইন পেমেন্ট বিকাশ করলে অফারটি পাওয়া যাবে।
Thana | District | Division | Outlet Address |
Motijheel | Dhaka | Dhaka | 3, New Baily Road, 10, Natok Sarani,Gold Hunt Shopping Complex, Dhaka-1000 |
Chittagong Port | Chittagong | Chittagong | 805/B, CDA Avenue, JB Complex, GEC Circle, Dampara,Chittagong-4100 |
Wari | Dhaka | Dhaka | A.K. Famous Tower, 41 Rankin Street, Wari, Dhaka-1203 |
Badda | Dhaka | Dhaka | Adept N. R. Complex, Plot- Ka 5/2,Bashundhara Link Road,Jagannathpur, Badda, Dhaka-1229 |
Dakshin Surma | Sylhet | Sylhet | Baro Bhuiyan Siddik Plaza, Polashi- 15, Zindabazar, Sylhet-3100 |
Dhanmondi | Dhaka | Dhaka | Dr. Refat Ullahs Happy Arcade, House-03, Road-03, Dhanmondi, Dhaka-1205 |
Uttara | Dhaka | Dhaka | H-06, Road-02, Ahmed Plaza Gr. Flr,Sector-03, Uttara, Dhaka-1230 |
Savar | Dhaka | Dhaka | Holding-B-16/1, Jaleshwar,Aricha Road, Savar, Dhaka-1340 |
Gulshan | Dhaka | Dhaka | House- 101 2nd Floor, RM Center,Gulshan Avenue, Gulshan – 2,Dhaka- 1212 |
Uttara | Dhaka | Dhaka | Plot – 13, Sec – 13, Sonargaon,Janapath, Uttara, Dhaka-1230 |
Banani | Dhaka | Dhaka | Plot- 50, Road- 11, Block- C,Banani Police Station,Banani,Dhaka-1213 |
Dhanmondi | Dhaka | Dhaka | Plot -754, Satmasjid Road,Dhanmondi, Dhaka- 1205 |
Gulshan | Dhaka | Dhaka | Road-140, SEF- 1,Bir Uttam Mir Shawkat Ali Sarak,South Avenue,Gulshan-1,Dhaka- 1212 |
Gulshan | Dhaka | Dhaka | Shop no. 5C-013 5th Floor,Jamuna Future Park Complex, Ka-244,Kuril, Pragati Sarani, Dhaka-1229 |
Mirpur Dhaka | Dhaka | Dhaka | Sony Cinema Bhaban, Ist Floor, Plot-1, Block-D,Sector-02, Mirpur, Dhaka-1216 |
Mirpur Dhaka | Dhaka | Dhaka | Spring Rahmat E Tuba, Plot-132, Road-2,Block- A, Section- 12, Mirpur, Dhaka-1216 |
Coxs Bazar Sadar | Coxs Bazar | CHITTAGONG | Plot-8, Block-A,Kolatoly,Hotel Motel Zone,Coxs Bazar 4700 |
Gulshan | Dhaka | DHAKA | 5 Bir Uttam Mir Shawkat Ali Sarak,South Avenue,Gulshan-1,Dhaka-1212 |
GULSHAN | DHAKA | DHAKA | 5 Bir Uttam Mir Shawkat Ali Sarak,South Avenue,Gulshan-1,Dhaka-1212 |
অফারের শর্তাবলী
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ঐ লেনদেনের জন্য ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
- বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আশাকরি পুরো বিষয়টি আপনি খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন বিল পে তে বিকাশ ডিসকাউন্ট অফার নিয়ে আলোচনা করি । আপনি যদি বিকাশের আরো অন্যান্য বিল পে ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে আগ্রহী হন । তাহলে আমাদের এই ওয়েবসাইটটি সাথেই থাকুন। পুরো নিবন্ধটি ভালো করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।