ট্রাভেলট্রেন

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী, স্টপেজ, ভাড়া, বন্ধের দিন

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী,  টিকেট মূল্য,  স্টপ স্টেশন, এবং বন্ধের দিন এই নিয়ে আলোচনা করা হবে। আপনি যদি ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং বন্ধের দিন সহ বিস্তারিত তথ্য অনুসন্ধান করেন তাহলে এ নিবন্ধটি আপনার জন্য। ঢাকা টু লালমনিরহাট 331 কিলোমিটার। এই রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি হলো লালমনি এক্সপ্রেস। তাই আজকের আমি এই নিবন্ধে লালমনি এক্সপ্রেস সহ এই রুটে চলাচল করার সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যেকোনো ভ্রমণ করার ক্ষেত্রে আপনাকে সেই ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য আগেই জানেন তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আপনি যদি প্রথম বার এই জোটের একজন যাত্রী হয়ে থাকেন তাহলে এই নিবন্ধটি আপনার অনেক উপকার করবে বলে আমি আশা করি।

লালমনি এক্সপ্রেস

লালমনি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে একটি আন্তঃনগর এবং দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়েতে 791 752 নম্বরে চলাচল করে থাকে। প্রথম 2004 সালের 7 ই মার্চ ট্রেনটি এই রুটে চলাচল শুরু করে। তখন থেকে এ অব্দি ট্রেন ঢাকা টু লালমনিরহাট হলুদের নিয়মিতভাবে চলাচল করে আসতেছে।

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী

যে কোন ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে সেই ট্রেনের সময়সূচী জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অনেকেই ঢাকা টু লালমনিরহাট রুটে চলাচল করার জন্য লালমনি এক্সপ্রেস ট্রেন সহ এই রুটে চলাচলকারী সকল-ট্রেনের-সময়সূচি জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন। নিবন্ধন এই অংশে আপনারা খুব সহজেই ঢাকা টু লালমনিরহাট সময়সূচী পেয়ে যাবেন। ঢাকা টু লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে এবং বাকি ছয় দিন নিয়মিতভাবে চলাচল করে। ঢাকা টু লালমনিরহাট রুটে চলাচলকারী এক্সপ্রেস ট্রেন গুলোর মধ্যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত 9 টা 45 মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে প্রতিদিন সকাল 10 টা 20 মিনিটে লালমনিরহাট থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার সন্ধ্যা 7 টা 50 মিনিটে। আমি নিচে একটি টেবিল সংযুক্ত করেছি এই ট্যাবলেট এর বিস্তারিত সময়সূচি পাবেন।

ট্রেননংউৎসপ্রস্থানগন্তব্যপ্রবেশসাপ্তাহিকছুটি
৭৫১কমলাপুর২১:৪৫লালমনিরহাট০৭:২০শুক্রবার
৭৫২লালমনিরহাট১০:২০কমলাপুর১৯:৫৫

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের ভাড়ার তালিকা

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের ভাড়ার তালিকা এই নিবন্ধের আলোচ্য বিষয়। ঢাকা টু লালমনিরহাট আপনি ট্রেনযোগে যাতায়াত করতে চাইলে সকল ধরনের সুযোগ-সুবিধা সম্বলিত টিকিট থেকে শুরু করে ইকনোমি ক্লাস এর টিকেট খুব সহজে পেয়ে যাবেন। অর্থাৎ ঢাকা থেকে লালমনিরহাট রুটে চলাচলকারী একজন প্যাসেঞ্জার শোভন চেয়ার,  এসি সহ এসি বার্থ এবং নরমাল কেবিন ভাড়া করে যত করতে পারবেন। তাই আপনার আসনের উপর ভিত্তি করে টিকিট মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আমি ঢাকাতে লালমনিহাট রুটে চলাচলকারী ট্রেন গুলোর টিকিট মূল্য নিশ্চিত সংযুক্ত করেছে।

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন৪২০ টাকা
শোভন চিয়ার৫০৫ টাকা
প্রথম আসন৬৭৫ টাকা
প্রথম বার্থ১০১০ টাকা
স্নিগ্ধা৮৪০ টাকা
এসি১০১০ টাকা
এসি বার্থ১৫১০ টাকা

ঢাকা টু লালমনিরহাট ট্রেনের বিরতি স্টেশন

ঢাকা টু লালমনিরহাট ট্রেন টি নিম্নলিখিত স্থানগুলোতে বিরতি দিয়ে থাকে। তাই আপনি উত্তরবঙ্গের এই জেলাতে চলাচল করার সময় নিম্নলিখিত স্টেশনগুলো অতিক্রম করে যাতায়াত করবেন। এখান থেকে আপনার কাংখিত স্টপ স্টেশনে প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য একটি লিস্ট দেখে নিতে পারেন।
নিম্নোক্ত তালিকাটি ২০২৩ সাল অব্দি কার্যকর।)

  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • জয়দেবপুর জংশন
  • টাঙ্গাইল
  • বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
  • শহীদ এম মনসুর আলী
  • উল্লাপাড়া
  • বড়ালব্রীজ
  • আজিমনগর
  • নাটোর
  • সান্তাহার জংশন
  • বগুড়া
  • সোনাতলা
  • বোনারপাড়া জংশন
  • গাইবান্ধা
  • বামনডাঙ্গা
  • পীরগাছা
  • কাউনিয়া জংশন

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button