২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস, উক্তি, এসএমএস, কিছু কথা, মেসেজ
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশ শহীদ দিবস হিসেবে পরিচিত। সম্মানিত পাঠক, আজকের এই নিবন্ধে আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে স্ট্যাটাস, উক্তি, এসএমএস, সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় কিংবা বন্ধুবান্ধবকে পাঠানোর মত এসএমএস অনলাইনে অনুসন্ধান করেন তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম।
অনেক সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছে 1952 সালে। তৎকালীন পাকিস্তান সরকার চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য। কিন্তু বাংলার আপামর জনসাধারণ এটি মেনে নেয়নি তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামে। সেই সময় তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন স্তিমিত করার জন্য 144 ধারা চালু করুন। সাধারণ শ্রমিক মজুর কুলি সবাই 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। এবং রাস্তার মানুষের ঢল নামে। সেই মিছিলে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে সালাম-রফিক-বরকত শফিকসহ নাম না জানা অনেক কে নিহত করে। সেই শহীদদের ভাষা শহীদ হিসেবে চিনি। তাই আজকের 21 শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
২১শে একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস ২০২৩
সম্মানিত পাঠক, বহু রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা কে পেয়েছে রাষ্ট্রভাষা হিসেবে। আজ একুশে ফেব্রুয়ারীতে সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং ভাষার গুরুত্ব জানিয়ে আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিব। কিন্তু আপনি যদি এই মুহূর্তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুন্দর কোন স্ট্যাটাস মনে করতে না পারেন তাহলে এই নিবন্ধ থেকে অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারবেন। এখানে বিনামূল্যে আপনি একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন।
- ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
- বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।
- যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
- রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।
২১শে ফেব্রুয়ারির উক্তি ২০২৩
ভাষার জন্য যারা জীবন দিয়েছে সেই সকল শহীদদের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা। ভাষার গুরুত্ব যারা বুঝেছিল তারা জীবন দিতেও পিছপা হয়নি। এই সকল অকুতোভয় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গ বিভিন্ন ধরণের উক্তির প্রদান করেছেন। সেই সকল উক্তি আজকের এই নিবন্ধে আমরা সংযুক্ত করব।
ভাষা চিন্তার পোশাক- স্যামুয়েল জনসন
আমার ভাষার সীমা আমার বিশ্বের সীমা” – লুডভিগ উইটগেনস্টাইন
ভাষা হল ওয়াইন অন দ্য লিপস-ভার্জিনিয়া উলফ
ভাষা হল আত্মার রক্ত যার মধ্যে চিন্তাভাবনা চলে এবং যা থেকে তারা বেড়ে ওঠে- অলিভার ওয়েন্ডেল হোমস সিনিয়র।
আমরা ভারতীয়দের জন্য, আমি মনে করি না ইংরেজি কখনো আবেগের সেই জাদুকে উড়িয়ে দিতে পারে যা আমাদের মাতৃভাষা করতে পারে- কৈলাশ খের
আপনি একটি ভাষা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি অন্তত দুটি বুঝতে পারেন – জিওফ্রে উইলানস
এই মহাবিশ্বকে খুব ভালভাবে শব্দ এবং সিলেবলে প্রকাশ করা যেতে পারে যা কারো মাতৃভাষার নয় – তাহার বেন জেলুন
একটি ভিন্ন ভাষা জীবনের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি- ফেদেরিকো ফেলিনি
কোনো ভাষা হারিয়ে গেলে আমি সর্বদা দুঃখিত কারণ ভাষাগুলি জাতির বংশধর- স্যামুয়েল জনসন
ভাষা জোয়ারের উপর চাঁদের মতো লুকানো শক্তি প্রয়োগ করে। – রিটা মে ব্রাউন
আপনি যত বেশি ভাষা স্বীকার করবেন, তত বেশি আপনি মানুষ। – টমাস গ্যারিগু মাসারিক
আমরা প্রেমের জন্ম; ভালোবাসা আমাদের মাতৃভাষা।
আপনি একটি ভাষা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি অন্তত দুটি বুঝতে পারেন।” – জিওফ্রে উইলিয়ামস
ভালবাসা একটি সাময়িক সমাধি – প্লেটো
আবার ফুটেছে দ্যাখ কৃষ্ণচুড়া থরে থরে শহরের পথে কেবল নিবিড় হয়ে কখনো মিছিলে কখনও বা একা হেটে যেতে মনে হয়,ফুল নয় ওরা শহীদের ঝলকানিতে রক্তের বুদবুদ, স্মৃতি – গন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।- শামসুর রহমান।
২১ শে ফেব্রুয়ারী কোনো বিশেষ দিন, ক্ষণ, বা তিথি নয়, একটি জাতির একটা জীবন্ত ইতিহাস। এ ইতিহাস অগ্নিগর্ভ যেন সজীব লাভা স্রাবক আগ্নেয়গিরি, কখনও অনৃতর্দাহে গর্জন করছে,আর কখনও চারিদিকে অগ্নি ছড়াচ্ছে। সত্যি এ ইতিহাস মৃত নয় একেবারে জীবন্ত। – ডক্টর মুহাম্মদ এনামুল হক।
আমি সেই বয়সে আছি যখন আমার বন্ধুরা বাচ্চা হওয়া শুরু করেছে, এবং যখন আমার প্রথম ভাল বন্ধুর বাচ্চা হয়েছিল, প্রথমবার যখন আমি তার মেয়েকে তুলে নিয়েছিলাম তখন আমি ফরাসি ভাষায় কথা বলেছিলাম। আমি এটা নিয়েও ভাবিনি। এটা ঠিক বেরিয়ে এসেছে। হয়তো এটা আমার মাতৃভাষা বলে?– জেসিকা পারে
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি; ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি; আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।।– আবদুল গাফফার চৌধুরী
শহীদদের প্রতি শ্রদ্ধাটা ফুল দিয়ে যেন শেষ না হয়ে যায়, শ্রদ্ধাটা মনের ভেতরে রাখা জরুরি। ইংরেজি যা বলতে হয় সেটা প্রয়োজনের খাতিরেই বলতে হয়। এরমানে এই না যে বেশি ইংরেজি বলাটা আমার জন্য ক্রেডিট।– মাশরাফি বিন মর্তুজা
২১শে ফেব্রুয়ারির মেসেজ ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস, মেসেজ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে থাকি। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে আমরা অনেকেই নিজের বন্ধুবান্ধবকে একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা মেসেজ বিনিময় করে থাকি। সেরকমই কিছু একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা মেসেজ আজকের এই নিবন্ধে আমি সংযুক্ত করব। আপনারা বিনামূল্যে এই সকল মেসেজ এই নিবন্ধ থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
- ভাষা নিজেকে প্রকাশের উপায় হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং মাতৃভাষা এমন একটি ভাষা যা আমাদের অনন্য সংস্কৃতির সাথে আমাদের সংযুক্ত করে। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। কখনও আপনার মাতৃভাষাকে মূল্য দেওয়া বন্ধ করবেন না কারণ এটি সর্বদা শ্রদ্ধা ও লালন করার মতো বিষয়।
- আমাদের মাতৃভাষা হ’ল যা আমাদের পরিচয় দেয় এবং আমাদের অবশ্যই সর্বদা এটির জন্য গর্বিত হওয়া উচিত। আপনাকে অনেক শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে মাতৃভাষা সম্পর্কে এমন একটি বিশেষ কিছু রয়েছে যা এটিকে এত সুন্দর করে তুলেছে। এই দিনটিতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
মাতৃভাষা দিবসের কবিতা ২১শে ফেব্রুয়ারী ২০২৩
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে ।
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা…