স্টাটাস

২১ শে ফেব্রুয়ারি স্ট্যাটাস, ক্যাপশন, ফেসবুক পোস্ট ২০২৪

একুশে ফেব‌্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেসবুক, হোয়াটস অ‌্যাপ স্ট‌্যাটাস এই নিবন্ধে আলোচনা করা হবে। সম্মাানিত পাঠক আপনি কি একুশে ফেব‌্রুয়ারির স্ট‌্যাটাস অনলাইনে অনুসন্ধান করছেন? তাহরে আপনি সঠিক জায়গায় এসেছেন।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নামে এদেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক মজুরসহ আপমর জনসাধারণ। সেই আন্দলনকে স্থিথিমিত করার জন‌্য তৎকালীন পাকিস্থান সরকার ঢাকাসহ আশেপাশে ১৪৪ ধারা জারি করেন। ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের কার্জন হলের বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র,শিক্ষকসহ সর্ব সাধারণের সম্মতি ক্রমে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ছাত্ররা ১০ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে রাজপথে নামে। কিন্তু বিশ্ববিদ‌্যালয়ের প্রধান ফটকে ছাত্রদের সাথে বিবাদে জরিয়ে পরে পুলিশ বাহিনী।  এক পর্যায় ছাত্রদের উপর নির্বিচারে গুলি বর্ষন করে পুলিশ। সেই ‍গুলিতে শহিদ হয় সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। সেই দিনে একুশে ফেব‌্রুয়ারি শহিদ দিবস পালনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ইউনেসকো একুশে ফেব‌্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন।

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক পোস্ট, ক্যাপশন, স্ট্যাটাস ২০২৪

রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান
সকাল বেলা পান্তা খেয়ে
দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে,
বিন্নি ধানের খৈ ভাজে,
খোকা তার কখন আসে
কখন আসে।
মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।
আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
জান দিয়েছে
দেয়নি তবু বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।

প্রানটা জুরে যায়
যখন শুনি গ্রাম বাংলার গান,
মন ভরে যায়
যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
যারা জীবন দিয়েছে ভাষার তরে।

ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।

যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button