পহেলা বসন্ত ২০২৩ শুভেচ্ছা, স্টাটাস, উক্তি, এসএমএস, মেসেজ, ছন্দ
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, স্ট্যাটাস উক্তি, এসএমএস এই নিবন্ধে আলোচনা করা হবে। আজকে যদি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, স্ট্যাটাস উক্তি, এসএমএস,অনলাইনে অনুসন্ধান করেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই নিবন্ধে আমরা পহেলা ফাল্গুনের উক্তি, এসএমএস, স্ট্যাটাস, শুভেচ্ছাবার্তা আলোচনা করব। পহেলা ফাল্গুন বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের যে কয়েকটি বড় বড় অসম্প্রদায়িক অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে পহেলা ফাল্গুন অন্যতম। পহেলা ফাল্গুনে আমরা বন্ধু-বান্ধব প্রয়োজন আত্মীয়-স্বজনদের বিভিন্ন উক্তি ও শুভেচ্ছা বার্তা দিয়ে অভিনন্দন জানিয়ে থাকি। তাই আপনি পালা ফাল্গুনের শুভেচ্ছা বক্তব্য, উক্তি স্ট্যাটাস, এর জন্য অনলাইনে অনুসন্ধান করে আমাদের এই ওয়েবসাইটে এসে সবচেয়ে ভালো জায়গা এসেছেন।
চৌদ্দশ এক বঙ্গাব্দের যখন শান্তিনিকেতনে পহেলা ফাল্গুনের জন্য গীতিনাট্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা শুরু হয় তখন থেকেই মূলত পহেলা ফাল্গুন বাঙ্গালীদের মনে আলাদাভাবে স্থান করে নেয়। সেই থেকে বাঙালিরা নিয়মিতভাবে পহেলা ফাল্গুন উৎসব পালন করে আছে। সার্বজনীন এই উৎসব সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ সহ সমগ্র বাংলাদেশে ব্যাপক ভাবে এই অনুষ্ঠান পালিত হয়ে থাকে। তাই আজকের এই নিবন্ধে আমরা পহেলা ফাল্গুন সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব।
পহেলা বসন্ত শুভেচ্ছা ২০২৩
পহেলা ফাল্গুন সার্বজনীন এই অনুষ্ঠানটি আমরা আমাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনকে শুভেচ্ছা জানাতে ভুল করিনা। আপনি যদি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা অনুসন্ধান করে এই নিবন্ধে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি এখানে কিছু পহেলা ফাল্গুনের শুভেচ্ছাবার্তা সংযুক্ত করেছি। এগুলো আপনার বন্ধু-বান্ধব প্রিয়জনকে শেয়ার করতে পারেন।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।
ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।
সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।
পহেলা বসন্ত স্ট্যাটাস ২০২৩
বর্তমান আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি করে সময় দেই। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের ভালোলাগা মন্দলাগা সবকিছু শেয়ার করি। বাংলাদেশের সবচেয়ে বড় অসম্প্রদায়িক অনুষ্ঠান পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা অনেকেই ম্যাচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে বন্ধু বন্ধুত্বের শুভেচ্ছা জানাতে ভুল করিনা। সেরকমই কিছু পহেলা ফাল্গুনের স্ট্যাটাস আমরা এই নিবন্ধের সংযুক্ত করেছে। তাই আপনি যদি পহেলা ফাল্গুনের স্ট্যাটাস অনুসন্ধান করেন তাহলে এখান থেকে সম্ভাব্য সকল স্ট্যাটাস পেয়ে যাবেন।
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।
প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।
চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
পহেলা ফাল্গুনের উক্তি
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায় লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
– সংগৃহীত
বিহুরে লগন মধুরে লগন, অকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে অসিল রে
– সংগৃহীত
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয় ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায় জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছড়ায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
– সংগৃহীত
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে
– হেলাল হাফিজ
বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে
– কাজী নজরুল ইসলাম
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক
– নির্মলেন্দু গুণ
একঝাক পাখি এসে ঐকতানে , গান গায় এক সাথে ভোর বিহনে, অচানক দুনিয়াটা আজব লাগে, আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা
– ফররুখ আহমেদ
হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
– সুফিয়া কামাল
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?
– সুফিয়া কামাল
এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?
– সুফিয়া কামাল
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? -শুনি নাই,রাখিনি সন্ধান
– সুফিয়া কামাল
কহিলাম “ওগো কবি, রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি-এ মোর মিনতি।” কহিল সে মৃদু মধুস্বরে- “নাই হ’ল, না হোক এবারে- আমার গাহিতে গান! বসন্তরে আনিতে ধরিয়া- রহেনি,সে ভুলেনি তো, এসেছে তো ফাল্গুন স্মরিয়া
– সুফিয়া কামাল
কহিলাম “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” কহিল সে পরম হেলায়- “বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটে নি শাখে? পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নি সে অর্ঘ্য বিরচন?
– সুফিয়া কামাল
হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” কহিলাম “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?” কহিল সে কাছে সরি আসি- “কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী- গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে
– সুফিয়া কামাল
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে
– রবীন্দ্রনাথ ঠাকুর
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে
– রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
– রবীন্দ্রনাথ ঠাকুর
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো
– জহির রায়হান
তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা । তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান
– রবীন্দ্রনাথ ঠাকুর