স্টাটাস

প্রথম প্রেমের ছন্দ, এস এম এস, ফেসবুক স্ট্যাটাস, কিছু কথা

প্রিয় পাঠক-পাঠিকা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমাদের এই পেজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রেম হচ্ছে পবিত্র স্বর্গ থেকে আসে। যা কিনা একান্ত মনের গভীর থেকে আপনি চাইলে কাউকে ভালোবাসতে পারবেন না। যদি আপনার মধ্যে কোন অনুভূতি না জাগে অপর ব্যক্তির জন্য। আর একবার যদি প্রেমিক প্রেমিকার মনে প্রেমের অনুভূতি জাগে তবে সে প্রেম ছেড়ে চলে যায় না। প্রেম একটা মানুষকে জীবনে বাঁচতে শেখায় ,প্রেম হাসতে শেখায়, প্রেম জীবনের অন্য কষ্টগুলো দূর করে দেয়। প্রেম হচ্ছে নতুন করে সেই ব্যক্তিকে অর্থাৎ প্রেমিক-প্রেমিকাকে সুন্দর একটা জীবন দান করে।

প্রথম প্রেম হচ্ছে কখন ,কারে ,কোন ,কারনে ,কি দেখে ভালোবাসা সৃষ্টি হবে মনে কেউ তা জানে না শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। প্রথম প্রেম সে কি কখনো ভোলা যায় মৃত্যুর পূর্বমূহুর্তে পর্যন্ত মনে থাকবে প্রেমিক-প্রেমিকার। আজকের এই পেজটি প্রথম প্রেমের ছন্দ, এস এম এস নিয়ে সাজানো হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এর থেকে আপনারা আপনাদের পছন্দমত এসএমএস ,ছন্দ সংগ্রহ করে আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিতে পারবেন।

প্রথম প্রেমের রোমান্টিক ছন্দ

প্রেম হচেছ এমন অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করা যায় না হৃদয় থেকে উপলব্ধি করতে হয়। প্রথম প্রেম হচ্ছে মানুষের জীবনে এমন এক অনুভূতি যেই অনুভূতির কারণে প্রেমিক প্রেমিকা স্বপ্ন দেখে সুন্দর একটা সংসার গড়ার জন্য দুচোখে। সেই স্বপ্নের কারণে পৃথিবীর সামনে আসা সব বাধা অতিক্রম করে আসে। পরাজয় কে জয় করে থাকে। প্রথম ভালোলাগা থেকে ভালোবাসা প্রেমে পরিণত হয়। প্রেমের টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসে প্রেমিক-প্রেমিকা দুজনের কাছে। প্রেমের টান এতই বড় আটকে রাখতে পারেনা কোনো শিকল দিয়ে। নিম্নে দেয়া হল প্রথম প্রেমের ছন্দ।

  • তোমায় যেদিন প্রথম দেখেছি
    তোমার ছবি মনে এঁকেছি
    তোমার ওই দু চোখের মায়ায় পড়েছি
    তোমায় ভালোবেসে ফেলেছি।
  • তোমার সব খারাপ লাগাগুলো
    আমায় দাও আমার ভালো লাগলো
    আমি তোমায় দিতে চাই
    জীবনের সব থেকে মূল্যবান
    হচ্ছে তুমি আমার কাছে।
  • জীবনে সবকিছু সহ্য করতে পারবো
    শুধু তুমি হারিয়ে যাও কষ্ট সহ্য
    করতে পারব না তুমি শুধু
    আমার আর কারো না।
  • আমি হব তোমার 2 চোখ
    সেই দু চোখের কাজল
    ঝরতে দিব না কখনো জল
    তুমি আর আমি দুজন মিলে
    একটি সংসার গড়বো
    সে সংসার থাকবে চিরকাল।
  • তোমার পায়ের নুপুর হবো
    বাঁজবো রিম ঝিম
    যে আওয়াজ তোমায় মনে
    করিয়ে দেবে সারাক্ষন
    আমি আছি তোমায় জুড়ে।
  • আকাশের ঠিকানায় চিঠি
    লিখে দিও সেই চিঠি পৌঁছে
    যাবে তোমার বাড়ি
    তুমি উত্তর দিও থাকবো
    আমি তোমারি হয়ে তৈরি।
  • এক গুচ্ছ গোলাপ দেবো
    রাখবে তুমি যত্নে
    সেই গোলাপের সুবাস হয়ে
    ভাসবে তুমি আমার স্বপ্নে।

প্রেমের রোমান্টিক এসএমএস

প্রেম যখন হয় যায় প্রেমিক-প্রেমিকার মাঝে তখন প্রেম আরো বেশি গভীর ভালোবাসা দিতে হলে অবশ্যই রোমান্টিক এসএমএস দিয়ে মনের গভীরে পৌঁছে দিতে হবে। প্রথম প্রেম যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর করে দেয়। প্রেম ভালোবাসা মানুষকে জীবনে নতুন ভাবে বাঁচতে শেখায়। প্রেমের সুখ জীবনকে অমর করে তুলে। প্রেমের বন্ধনে আবদ্ধ হলে জীবনটা আবার প্রথম থেকে শুরু করতে ইচ্ছা করে। প্রেমের এমন সব এসএমএস পেতে হলে আপনি সঠিক পেজে এসেছেন আপনাদের জন্য এই পেজটি সাজিয়েছি ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকেন। নিম্নে দেওয়া হল এসএমএস গুলো।

  • নাইচ তোমার চেহারা
    সুইট তোমার হাসি
    তাইতো সত্যি করে বললাম
    আমি তোমায় ভালোবাসি।
  • যখন রাত অন্ধকার
    নিরব পৃথিবী আমি আর তুমি
    সেই নিস্তব্ধতায় জোসনার আলো
    আকাশ দেখবো দুজনে হাতে হাত রেখে।
  • ভালোবাসা মানে না কোন বাধা
    তাই তো সব ছেড়ে বারেবারে
    ছুটে চলে আসি তোমার টানে
    তোমার বুকে বারে বারে।
  • দিনের যেমন সূর্য প্রয়োজন
    রাতে যেমন চাঁদ প্রয়োজন
    মানুষের যেমন অক্সিজেন প্রয়োজন
    তেমনি আমার জন্য তোমায় প্রয়োজন।
  • আমি যদি পাখি হইতাম
    উরে চলে যেতাম তোমার বাড়ি
    যদি ফুল হতাম সুভাষ দিতাম
    তোমার ঘরের জানালা দিয়ে
    কিন্তু হয়েছি মানুষ অনেক
    ভালোবাসি তবুও সব সময়
    ছুটে যেতে পারি না তোমার কাছে।
  • ও সাথী তুমি ছাড়া
    ভালো লাগেনা আমার
    তুমি শুধু তুমি
    তুমি যে আমারই
    চিরদিন কাছে থাকো না।
  • এ জীবনে যারে চেয়েছি
    তোমাকে পেয়েছি
    আমি যেতে দেবোনা দূরে
    রাখবো শুধু আমারই তরে।
  • তুমি আমার এমন একজন
    এক জনমে ভালোবেসে
    ভরবে না এ মন
    পরের জনম আমি তোমাকেই
    পেতে চাই আপনজন।
  • পৃথিবীর সব সুখ
    আমি তোমাকে দিব
    তুমি শুধু ভালবাসা দিও
    ও প্রিয় তুমি শুধু ভালবাসা দিও।
  • পৃথিবীর বুকে আমার
    জন্ম শুধু তোমার জন্য
    আমি তোমাকেই পেয়ে এ জীবনে ধন্য।
    শুধু এ জনম নয়
    পরের জনম বলে
    যদি কিছু থাকে
    সেই জনম ও শুধু তোমাকেই পেতে চাই।
  • চোখ বন্ধ করলেই
    আমি শুধু তোমাকেই দেখি
    তাইতো তোমায় নিয়েই
    মনে মনে ছবি আঁকি
    সেই আঁকা ছবি
    মনের দেওয়ালেই রাখি।
  • প্রিয় তুমি কি জানো
    প্রিয় শব্দের অর্থ কি
    প্রিয় মানে হাত ও চোখ
    হাত যখন আঘাত পায়
    চোখ তখন কাঁদে
    আর চোখ যখন কাঁদে
    তখন হাত মুছিয়ে দেয় সেই জল
    এটাই প্রেম এটাই ভালোবাসা
    আর তুমি হচ্ছে আমার সেই প্রিয়।

পরিশেষে বলতে চাচ্ছি যে ,আমরা আশা করছি আপনাদের উদ্দেশ্যে প্রথম প্রেমের কিছু কথা এখানে প্রেমের রোমান্টিক এসএমএস , ছন্দ দিয়ে আপনাদেরকে ভালো লাগানোর চেষ্টা করেছি। যেন আপনারা আপনাদের প্রেমিক অথবা প্রেমিকাকে এমন সব রোমান্টিক এসএমএস ,ছন্দ দিয়ে ভালোবাসাকে আরো গভীর করতে পারেন। জানিনা কতটুকু আপনাদের কাজে লাগবে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই অন্য কোনদিন অন্য একটি পোস্টে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button