অফার

সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার ২০২৪

বর্তমান প্রযুক্তির এই যুগে মোবাইল ছাড়া এক মিনিটও চলে না। প্রতিনিয়তঃ যোগাযোগ রক্ষার খাতিরে অথবা বিনোদনের জন্য আমাদের মোবাইল ব্যবহার করা একান্ত প্রয়োজন। কিন্তু মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের বিপাকে পড়তে হয়। অনেক সময় মোবাইলে বিভিন্ন রকম কোড ব্যবহার করতে হয়। সেটা মোবাইলের ব্যালেন্স দেখার ক্ষেত্রে অথবা মোবাইলের নিজস্ব নাম্বার দেখতে। সেই সময় আমাদের সাহায্য করার মত পাশে কাউকে পাই না এই সমস্যার সমাধান দিতে আজকে আমরা এই নিবন্ধটি তৈরি করছি। এই নিবন্ধের আলোচ্য বিষয় হল সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর। অর্থাৎ এই নিবন্ধে সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর গুলো সরবরাহ করা হবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচটি মোবাইল অপারেটর কোম্পানি আছে। আমরা একে একে সবগুলো কোম্পানির এই প্রয়োজনীয় কোড গুলো উল্লেখ করব। আপনি আপনার প্রয়োজনে করতেই এই নিবন্ধ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।

সকল সিমের ( রবি, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ) কোড এর তালিকায় আজকে আমরা যা যা শিখবো তার একটা সংক্ষিপ্ত লিস্ট দেওয়া হলো-

  • সকল সিমের নিজ নাম্বার দেখার/চেক দেওয়া কোড
  • সকল সিমের মিনিট অফার এবং মিনিট চেক দেওয়ার কোড
  • সকল সিমের ইন্টারনেট অফার এবং ডাটা চেক দেওয়ার কোড
  • সকল সিমের ব্যালেন্স দেখার কোড নাম্বার
  • সকল সিমের মিসডকল এলার্ট বন্ধ এবং চালূ করার কোড
  • সকল সিমের ইন্টারনেট সেটিংস কোড
  • রিকোয়েস্ট কল কোড
  • এড FNF এবং MMS দেখার কোড সহ আরো অনেক রকম প্রয়োজনীয় সিমের কোড এর তালিকা দেখানো হবে।

রবি সিমের প্রয়োজনীয় কোড নম্বর ২০২৪

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি। এই কোম্পানিটির গ্রাহক সংখ্যা প্রায় 5 কোটি 90 লক্ষ। এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো অন্যান্য যেকোন অপারেটরে তুলনায় রবি সবচেয়ে বেশি তার গ্রাহকদের অফার দিয়ে থাকে। নবীর অনেক সংখ্যক নতুন গ্রাহক প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তাই অনেকে রবির প্রয়োজনীয় কোড গুলো সম্পর্কে অবগত নয়। তাই নিবন্ধের এই অংশে আমি রবির প্রয়োজনীয় কোড গুলো যুক্ত করব।

  • রবি সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • রবি সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *222#
  • রবি সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *8444*88#
  • রবি সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *222*3#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *140*14#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *222*11#
  • এমএমএস – MMS দেখতে *222*13#
  • রবি সিমের ইন্টারনেট সেটিংস করতে *140*7#
  • এছাড়াও আছে রবি সিমে মিসডকল এলার্ট চালু করতে ON লিখে 8272 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে OFF লিখে পুনরায় 8272 নাম্বারে সেন্ড করুন।

এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোডের তালিকা

এয়ারটেল বাংলাদেশ রবির সাথে যৌথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুরুতে বাংলাদেশ এটেল ওয়ারিদ নামে পরিচিত ছিল। কিন্তু পরবর্তীতে ওয়ারীদ রবির কাছে তাদের সমস্ত ব্যবসা বিক্রি করে দিয়ে ফেলে। এবং পরবর্তীতে এর নাম হয় এয়ারটেল। মূলত রবির সাথে যুক্ত হওয়ার পর এয়ারটেলের বিরাট সংখ্যক গ্রাহক বৃদ্ধি পায়। তাই এটেলের সেই সকল গ্রাহকদের উদ্দেশ্যে আমি কিছু প্রয়োজনীয় কোড তুলে দিলাম।

  • এয়ারটেল সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *778#
  • এয়ারটেল সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *778*39# অথবা *778*4#
  • এয়ারটেল সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *778*5# অথবা *778*8#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *778*2#
  • এমএমএস – MMS দেখতে *222*13#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস করতে *140*7#
  • এছাড়াও আছে এয়ারটেল সিমে মিসডকল এলার্ট চালু করতে *121*2*4# ডায়াল করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে পুনরায় *121*3*4# ডায়াল করুন।
  • এয়ারটেল কেয়ারে ফোন দেওয়ার কোড হচ্ছে 121
  • এয়ারেটেল সিমে রিকোয়েস্ট কল কোড হলো *121*5#

গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এর গ্রাহক সংখ্যা প্রায় 7 কোটি 68 লক্ষ। মূলত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীনফোনে ভালো নেটওয়ার্কিং ব্যবস্থার কারণে এ জনপ্রিয়তা আকাশচুম্বী। হিসাব থেকে বলা যায় বাংলাদেশের অর্ধেকেরও বেশি ইউজার গ্রামীন ফোন ব্যবহার করে। যেহেতু গ্রামীনফোনে রিচার্জ সংখ্যা প্রত্যন্ত অঞ্চলে অনেক বেশি তাই এই এলাকার মানুষের কাছে এর কোড গুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে গ্রামীণফোন এর প্রয়োজনীয় কোড গুলো সম্পর্কে অনুসন্ধান করে। নিচে আমি গ্রামীণফোনের প্রয়োজনীয় কোড গুলো তুলে দিলাম।

  • গ্রামীণফোন সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *566#
  • গ্রামীণফোন সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *121*4#
  • গ্রামীণফোন সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *121*1*2#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*1*6#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *121*1*2#
  • এমএমএস – MMS দেখতে *121*1*2#
  • গ্রামীণফোন সিমের ইন্টারনেট সেটিংস করতে *121*1#
  • এছাড়াও আছে গ্রামীণফোন সিমে মিসডকল এলার্ট চালু করতে START MCA লিখে 6222 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে STOP MCA লিখে পুনরায় 6222 নাম্বারে সেন্ড করুন।
  • মিনিটি কিনতে ডায়াল করুন *121*4#
  • এমবি – MB কিনার কোড হচ্ছে *121*3#
  • ডিলিট FNF এর কোড হলো *121*1*5*3#
  • এড FNF এর কোড হলো *121*1*5*1#
  • গ্রামীণ ফোনের রিকোয়েস্ট কলের কোড হচ্ছে *123*নাম্বার#
  • পরিবর্তন FNF কোড হলো *121*1*5*5#
  • ডিলিট Supper FNF কোড হলো *121*1*5*3#
  • জিপি বা গ্রামীণফোণ কাস্টমার কেয়ার নাম্বার হলো 121

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড

বাংলালিংক দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি। এর গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি। কিন্তু বর্তমানে গ্রামীনে গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হলো বাংলাদেশের দ্রুতগতির ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে উপরের দিকে আছে বাংলালিংক সিম। দ্রুতগতির ইন্টারনেট এর কারণে মূলত বাংলালিংকের গ্রাহক সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যেহেতু বাংলালিংক গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই নতুন অনেক রাহো বাংলালিং এর কোড গুলো সম্পর্কে অবগত নয়। সে সকল গ্রাহকদের উদ্দেশ্যে আজকে আমি বাংলালিংক এর প্রয়োজনীয় কোড গুলো তুলে ধরব।

  • বাংলালিংক সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *511#
  • বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *124#
  • বাংলালিংক সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *124#5#
  • বাংলালিংক সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *124#2#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *125#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *124#3#
  • এমএমএস – MMS দেখতে *124#2#
  • বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিংস করতে All লিখে 3343 ডায়াল করুন।
  • এছাড়াও আছে বাংলালিংক সিমে মিসডকল এলার্ট চালু করতে START লিখে 622 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে STOP লিখে পুনরায় 622 নাম্বারে সেন্ড করুন।

টেলিটক সিমের প্রয়োজনীয় কোড

টেলিটক বাংলাদেশের সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি। একমাত্র প্রতিষ্ঠান এটি যেটি বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। তুলনামূলকভাবে অন্যান্য অপারেটর এর তুলনায় গ্রাহক সংখ্যা কম এই অপারেটরের। গ্রাহক সংখ্যা কম হলেও প্রতিনিয়ত টেলিটক সিম বিভিন্ন সরকারি কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাই বাংলাদেশের অনেক ব্যবহারকারী অল্টারনেটিভ নাম্বার হিসেবে একটি টেলিটক নাম্বার রাখার চেষ্টা করে। 2021 সালে বাংলাদেশের ট্রাক্টর যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ঘোষণা দেন যে দ্রুত টেলিটক সিম ফোরজি নেটওয়ার্ক চালু করা হবে। এই ঘোষণার পর বাংলাদেশ টেলিটক ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী প্রতিদিন হাজার হাজার নতুন গ্রাহক টেলিটকের যুক্ত হচ্ছে। এই গ্রাহক গুলোর অধিকাংশই টেলিটক সিমের প্রয়োজনীয় কোড গুলো জানে না। তাই তারা প্রতিনিয়ত বিপাকে পড়ছে। সে সকল গ্রাহকদের জন্য আজকে আমি টেলিটক সিমের প্রয়োজনীয় কোড গুলো তুলে দিলাম।

  • টেলিটক সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে Tar লিখে 222 সেন্ড করুন।
  • টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *152#
  • টেলিটক সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *152#
  • টেলিটক সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *778*5# অথবা *778*8#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *152#
  • এমএমএস – MMS দেখতে *152#
  • টেলিটক সিমের ইন্টারনেট সেটিংস করতে SET লিখে 738 নাম্বারেসেন্ড করুন।
  • এছাড়াও আছে টেলিটক সিমে মিসডকল এলার্ট চালু করতে REG লিখে 2455 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে CAN লিখে পুনরায় 2455 নাম্বারে সেন্ড করুন।
  • টেলিটকে ফ্রী এমবি ব্যালেন্স – Free MB Balance দেখতে *152# ডায়াল করুন।
  • টেলিটক কেয়ার কোড  – TaleTalk care code হচ্ছে 121 ডায়াল করুন।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button