বিকাশ বৈশাখী ক্যাশব্যাক অফার ২০২৪
পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব, বাঙালি দের বাঙালিত্বের অস্তিত্বের উৎসব। তাই এই উৎসবকে ঘিরে সকলের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় তার বহিঃপ্রকাশ ঘটে পহেলা বৈশাখের দিন মানুষের আনন্দ ও ভ্রাতৃত্ব দেখে। এই আনন্দের দিনে কেনাকাটা না করলেই কোন ভাবেই চলে না। আপনি যদি ছেলে হন আপনার জন্য অবশ্যই পায়জামা-পাঞ্জাবি লাগে, আর মেয়ে হলে তো কথাই নেই শাড়ি ব্লাউজ গয়নাগাটি আরো অনেক কিছু। আর এইসব ক্রয় করা অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। কিন্তু টাকাপয়সা তো কোন বিষয় হতে পারে না কেনাকাটা করতেই হয়। তাই বৈশাখী রং কে আরো বেশি পরিমাণে রাঙিয় দেওয়ার জন্য বিকাশ নিয়ে এসেছে বৈশাখী কেনাকাটার জন্য বিশাল ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। আপনি যদি বৈশাখী ডিসকাউন্ট অফ ক্যাশ ব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই নিবন্ধটি আপনার জন্যই।
বিকাশ বৈশাখী অফার ২০২৪
বিকাশ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ই-কমার্স ওয়েবসাইট। বিকাশের প্রায় পাঁচ কোটিরও বেশি সংখ্যক গ্রাহক। বিকাশ সেই সকল গ্রাহকদের বৈশাখী অফার না দিয়ে থাকতে পারে না। তাই বিকাশ নিয়ে এসেছে বাংলাদেশের 80 টিরও নামিদামি ব্রান্ডের জিনিসপত্র কেনার উপর 20% পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক অফার । এই অফার গুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কেনাকাটার বিল বিকাশে পেমেন্ট করতে হবে। আর বিকাশে প্রেমেন্ট করলেই নিশ্চিত ক্যাশবাক পাচ্ছেন।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে বিকাশ বৈশাখী অফার কোন কোন ব্রান্ডের উপর দিচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছিনা অংশে। দেশীয় ফ্যাশন হাউস আড়ং, দেশী দশ, নিপুণ, কে-ক্র্যাফট, অন্যমেলা, আবর্তন, বাংলার মেলা, বিশ্বরঙ, দর্জিবাড়ি, অঞ্জনস, রঙ, সাদাকালো, বিবিয়ানা এবং নগরদোলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিকাশ গ্রাহকরা কেনাকাটায় ১০ থেকে ২০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।বিকাশ মোবাইল ব্যাংকিংয়েও চলছে নানান ক্যাশব্যাক অফার।
বিকাশ বৈশাখী অফার চলার সময় আপনি দেশজুড়ে 350 টির বেশি ব্রান্ডের 2400 দোকানে বিকাশ অ্যাপ থেকে প্রেম করলেই পাচ্ছেন 20 পার্সেন্ট ক্যাশব্যাক। এই ব্রান্ডগুলোর কয়েকটি আমি পূর্বেই উল্লেখ করেছি। অন্যান্য অন্যান্য গুলো সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলো। বিকাশ ক্যাশব্যাক অফার নেওয়ার জন্য। উল্লেখিত প্রাণগুলো দোকানে অথবা অনলাইনে পেমেন্ট বিকাশ করলেই কাজ ব্যাক অফার পাওয়া যাবে। আমি নিচে ক্যাশব্যাক অফারের শর্তগুলো তুলে ধরেছি।
বিকাশ বৈশাখী অফারের বিস্তারিত
- গ্রাহক নির্দিষ্ট আউটলেট থেকে নির্দিষ্ট পণ্যের কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
অফারের শর্তাবলী
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ঐ লেনদেনের জন্য ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
- বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আমরা এই ওয়েবসাইটে বিকাশ সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে সব সময় আলোচনা করে থাকি। আপনি যদি বিকাশের অফার গুলো নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটটির সঙ্গে থাকুন। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ওয়েবসাইটে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।