প্রিয়শপ (Priyoshop বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার ২০২৩

আপনি যদি প্রিয়শপ বিকাশ ক্যাশব্যাক অফার সম্পর্কে জানতে চান তাহলে এই অফারটা আপনার জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটে প্রিয়শপ বিকাশ অফার লিখে অনুসন্ধান করে থাকেন। তারা অনেকেই সঠিক ফলাফল পায় না। অর্থাৎ তারা প্রিয়শপ বিকাশ অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারে না। তাই আজকে আমি সেইসব ইউজারদের উদ্দেশ্যে এই নিবন্ধটি লিখছি। এই নিবন্ধটি পরলে যেসব, পাঠক বিকাশ PriyoShop.com ক্যাশব্যাক অফার সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সম্পূর্ণ একটি ধারণা পাবেন। এবং খুব সহজে প্রিয়শপ ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে পারবেন। প্রিয়শপ ক্যাশব্যাক অফার সম্পর্কে জানতে চান তাহলে পূরো নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রিয়শপ বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফার
প্রিয়শপ বাংলাদেশের জন্য খুবই ভালো মানের ও নিরাপদ বিশ্বস্ত অনলাইন শপিং সেন্টার। অর্থাৎ আপনি প্রিয়শপ এ খুব সহজেই আপনার প্রিয় জিনিসটি কিনতে পারবেন। এবং প্রিয়শপ আপনার সেই প্রিয় জিনিসটিকে আপনার বাসার দোরগোড়ায় পৌঁছে দেবে। 2013 সালে প্রিয়শপ প্রতিষ্ঠিত হয়। এরপর প্রিয়শপ হবে যেসব পণ্য চালু হয় তার মধ্যে গয়না, জিনিসপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, যেকোনো ধরনের যন্ত্র, স্বাস্থ্যসেবা, সৌন্দর্য বৃদ্ধি করণ পণ্য, এবং যেকোন ধরনের জুয়েলারি দিয়ে প্রিয়শপ চালু করা হয়।
সর্বশেষ ফ্যাশন যুক্ত হয় প্রিয়শপ সাথে। এর আওতায় আপনারা যে কোন ধরনের পোশাক প্রিয়শপ থেকে কিনতে পারেন। প্রিয়শপ এর প্রত্যেকটি জিনিস শুধুমাত্র আপনার জন্যই যা আপনার অত্যন্ত প্রিয় সেগুলোই priyoshop রাখা হয়। আপনার দৈনন্দিন জীবনের যা কিছু দরকার সব একসাথে পাবেন priyoshop ওয়েবসাইটে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে priyoshop আরও একধাপ এগিয়ে যাচ্ছে। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের সাথে তাল রেখে আপনি যেকোন ধরনের কেনাকাটা প্রিয়শপের ওয়েবসাইটে করতে পারবেন। priyoshop সেই পণ্য খুব দ্রুত সময়ে আপনার বাসার দরজায় ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। priyoshop কাস্টমারদের একটি ভাল মানের অনলাইন শপিং করার অভিজ্ঞতা প্রদান করেন।priyoshop সব সময় তার টিমকে সচেতন রাখে। এবং তারা 24 ঘন্টায় সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এবং আপনার অর্ডারকৃত পণ্যটি ঢাকার মধ্যে 24 ঘন্টা এবং ঢাকার বাইরে তিন কার্যদিবসের পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়।
বিকাশ priyoshop পেমেন্ট ক্যাশ ব্যাক অফার
priyoshop সবসময় চায় তার কাস্টমারদের গোপনীয়তা নীতি বজায় রাখার জন্য। এজন্য priyoshop রয়েছে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি। priyoshop এ আপনার দেওয়া তথ্য 100% নিরাপদ থাকবে। প্রিয় সবে আপনি বিভিন্ন গেটওয় থেকে পেমেন্ট করতে পারবেন। যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং। আজকে এই নিবন্ধে এসব বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার সম্পর্কে আলোচনা করব। তা আপনি যদি প্রীয়সপ বিকাশ পেমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
priyoshop বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার
প্রিয়শপ
Priyoshop.com – এর ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পণ্য কিনে পেমেন্ট বিকাশ করার সময় ‘PSBKASH’ কোডটি ব্যবহার করলে গ্রাহকরা প্রতিবার পেতে পারেন ১০%, সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট। ২০ সেপ্টেম্বর পর্যন্ত অফার চলাকালীন ৪ বারে সর্বোচ্চ ২০০০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহক। প্রতিবার ডিসকাউন্ট পেতে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।
অফারের সময়সূচীঃ ১৫ জুন, ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহকেরা পেমেন্ট বিকাশ করলেই ২০% ডিসকাউন্ট পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: ডিসকাউন্টের কোনো লিমিট নেই।
অফারের শর্তাবলী
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ঐ লেনদেনের জন্য ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
- বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।