উবার বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৪
আপনি কি Uber নিয়মিত রাইট শেয়ার করেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন বিকাশ দিচ্ছে Uber বিল পেমেন্ট এ 30 পার্সেন্ট ক্যাশব্যাক। তাই আপনি যদি Uber বিল পেমেন্ট এর 30 পার্সেন্ট ক্যাশব্যাক পেতে চান তাহলে আমার এই নিবন্ধটি আপনার জন্যই। এ নিবন্ধটি তে আমরা কিভাবে Uber 30 শতাংশ বিকাশ পেমেন্ট এ ক্যাশব্যাক পাবেন সে সম্পর্কে আলোচনা করব। সেই সাথে এও আলোচনা করবো কি কি শর্ত আপনারা পালন করলে Uber 30% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন মূল পোস্টের চলে যাই।
Uber এ রাইডের পেমেন্ট বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৪
বিকাশ বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট। বাংলাদেশের প্রায় 70 শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে বিকাশ। বিকাশের এ জনপ্রিয়তার মূল কারণ বিকাশের বহুমুখী পরিষেবা। বিকাশের বহুমুখী পরিষেবার কারণে বিকাশ বাংলাদেশের মানুষের প্রতিদিনের কাজকর্মের নিত্যপ্রয়োজনীয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে গ্রামের মানুষের ব্যাংকিং বিষয়ে ভাবাই যেত না। সেই গ্রামের মানুষকে ব্যাংকিং সেক্টরে যুদ্ধ করার অন্যতম কারিগর হলো বিকাশ। গ্রাম হোক কিংবা শহর সবখানেই বিকাশের অবাধ পদচারণ দেখা যায়। বিকাশের বহুমুখী পরিষদের অন্যতম একটি হচ্ছে বিল পেমেন্ট পরিষেবা। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের অনেক বড় বড় শহরে Uber রাইড শেয়ারিং চালু আছে। আমরা Uber যাতায়াত করে অনেক সময় বিকাশে বিল পেমেন্ট করে থাকি। বিকাশের বিরাটসংখ্যক গ্রাহক নিয়মিত Uber বিল bkash পেমেন্ট করে থাকে। বিকাশ সেই সকল গ্রাহকের কথা মাথায় রেখে Uber বিল পেমেন্ট ক্যাশব্যাক অফার চালু করেছে।
Uber বিল পেমেন্ট বিকাশ ক্যাশব্যাক অফার
Uber বিল পেমেন্ট বিকাশ ক্যাশব্যাক অফার হচ্ছে আপনি যদি Uber রাইট শেয়ারিং করেন এবং বিল যদি বিকাশে প্রেমেন্ট করেন তাহলে বিকাশ আপনার পেমেন্ট করা বিলের উপর 30% ক্যাশব্যাক অফার প্রদান করবে। উবার বিকাশ বিল পেমেন্ট ক্যাশব্যাক অফার পেতে হলে আপনাকে অবশ্যই একটি বিকাশ অ্যাপ ব্যবহার করে বিল পেমেন্ট করতে হবে। সে ক্ষেত্রে আপনার Uber মার্চেন্ট একাউন্টে বিল পেমেন্ট করতে হবে। প্রতি প্রেমেন্ট এ 50 টাকা এবং দিনে সর্বোচ্চ 100 টাকা বিল পেমেন্ট ক্যাশব্যাক অফার পেতে পারেন। এবং একজন গ্রাহক সর্বোচ্চ 500 টাকা বিল পেমেন্ট ক্যাশ ব্যাক পেতে পারেন। চলুন বিকাশের ওয়েবসাইট থেকে অফারটি দেখে নেওয়া যাক।
অফারের সময়সীমাঃ
অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ।
ডিসকাউন্ট অফারঃ
- ২টি মোটো ও কার রাইডে ৩০% ডিসকাউন্ট
- প্রতি রাইডে ৫০ টাকা এবং ২টি রাইডে সর্বমোট ১০০ টাকা ডিসকাউন্ট প্রযোজ্য
Uber বিল পেমেন্ট অফারের বিস্তারিতঃ
- গ্রাহককে Uber অ্যাপ এ বিকাশ পেমেন্ট অপশন হিসেবে অ্যাড করতে হবে
- Uber অ্যাপ এ পেমেন্ট অপশন হিসেবে বিকাশ অ্যাড করা থাকলে অফারটি কার্যকর হবে
- Uber থেকে সাথে সাথে গ্রাহক অ্যাকাউন্টে ডিসকাউন্ট দেওয়া হবে
- যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই এই অফারটি উপভোগ করতে পারবেন
- ডিসকাউন্ট পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে
- গ্রাহক তার নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করার মাধ্যমে ডিসকাউন্ট পাবেন
- বিকাশ ও Uber কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
- যদি Uber সার্ভিস নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহককে পেমেন্ট সেবা দেয়। এক্ষেত্রে গ্রাহক কোনো সমস্যার সম্মুখীন হলে উবারের সাথে যোগাযোগ করতে পারেন
- জুনের নতুন গ্রাহকগণ পূর্ববর্তী গ্রাহকদের অফারটি গ্রহণ করতে পারবেন না, তবে তারা জুলাই মাসে এই অফারটি (পূর্ববর্তী গ্রাহকদের অফার) নিতে পারবেন।
Uber বিল পেমেন্ট অফারের শর্তাবলী
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ঐ লেনদেনের জন্য ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
- বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আমরা এই ওয়েবসাইটে বিকাশ বিল পেমেন্ট এর বিভিন্ন ক্যাশব্যাক অফার নিয়ে আলোচনা করি। আপনি যদি একজন বিকাশ গ্রাহক হোন তাহলে আমার এই ওয়েবসাইটটির সাথে থাকুন। তাহলে আপনি বিকাশের বিভিন্ন আকর্ষণীয় অফারের নিয়মিত আপডেট পাবেন । এতক্ষণ ধৈর্য ধরে আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।