দিবস

অগ্রিম ঈদের দাওয়াত এর মেসেজ ছন্দ স্ট্যাটাস

আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমাদের পেজে স্বাগতম। আমাদের মাঝে চলে আসছে ঈদ। আরে ঈদকে নিয়ে আমাদের অনেক বেশি আয়োজন। তাই আজ আমরা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এমন একটি পোস্ট যে পোস্টটি আপনাদের প্রয়োজন আর আপনারা অনেকেই হয়তো অনলাইনে খুজতেছেন।

পোস্টটি হচ্ছে অগ্রিম ঈদের দাওয়াতের মসেজ, ছন্দ এবং স্ট্যাটাস। আমরা আশা করব ,আমাদের দেওয়া পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের প্রিয় মানুষটির কাছে এবং আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দিতে পারবেন অগ্রিম ঈদের মেসেজ, ছন্দ এবং স্ট্যাটাস। যা কিনা আপনার প্রিয় মানুষের মন ছুঁয়ে যাবে।

ঈদ মানেই তো খুশি আর এই খুশিটাকে সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া আমাদের মানুষ হিসেবে কর্তব্য। আমরা মানুষ আমাদের ভিতরে ভালোবাসা দায়িত্ব কর্তব্য টা অনেক বেশি তার উপরে ভিত্তি করেই আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং খোঁজখবর রাখি। তবে চলুন আর দেরি নয় দেখা যাক অগ্রিম ঈদের মেসেজ, ছন্দ, স্ট্যাটাস নিয়ে পোস্টটি দেওয়া হয়েছে উপভোগ করতে থাকি। আমাদের সঙ্গেই থাকুন।

অগ্রিম ঈদের দাওয়াত এর মেসেজ

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সকল দুঃখকে দূর করে হাসির খুশির সমারেহ। আমাদের মাঝে ঈদ আসে উৎসবের বার্তা নিয়ে। মুসলিমদের মাঝে বছরে দুইটি উৎসব পালন করা হয়ে থাকে। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং অন্যটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর ঈদুল আযহা চলে আসে আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে। ঈদের খুশিকে সকলের মাঝে ভাগাভাগি করে নেবার জন্য আমরা আমাদের প্রিয়জনকে অগ্রিম ঈদের দাওয়াতের মেসেজ দিতে পারি।

বর্তমান যুগ ডিজিটাল যুগ এখনকার যুগে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছি। আমরা আমাদের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে থাকি। এজন্য একটি খবর যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছানো হয় সেই খবরটি আমাদের কাছে দ্রুততম চলে আসে। মেসেজের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষ এবং আত্মীয়-স্বজনকে জানিয়ে দিতে পারি অগ্রিম ঈদে আসার জন্য দাওয়াত। আর আমরা আশা করব, অবশ্যই আমাদের প্রিয় মানুষ এবং আমাদের আত্মীয়-স্বজন এই মেসেজটি পেয়ে আমাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে চলে আসবেন।

অগ্রিম ঈদের দাওয়াত নিয়ে ছন্দ

আমরা মুসলিমরা অপেক্ষা করতে থাকি, কবে আমাদের মাঝে ঈদ চলে আসবে। অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আমাদের মাঝে আর মাত্র দুইটা দিন বাকি আছে এরপর চলে আসবে আমাদের মাঝে খুশির আনন্দের সুখের দিন ঈদ। আর সেই ঈদটাকে উপভোগ করাতে আমরা চলে আসছি আপনাদের মাঝে। আপনি আপনাদের প্রিয় মানুষ কে এবং আত্মীয়-স্বজনকে ছন্দের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন অগ্রিম ঈদের দাওয়াত। নিম্নে দেওয়া হলো অগ্রিম ঈদের দাওয়াত সম্পর্কে ছন্দ

  • এক দুই তিন
    আর মাত্র ঈদের
    বাকি দুই দিন আসবে
    তুমি আমার বাসায়
    রাখবো তোমায় ভালোবাসায়।
    অগ্রিম ঈদ মোবারক
  • ও বন্ধু তোমার জন্য আমি
    নিয়ে আছি ভালোবাসায় বসে
    দরজার দুয়ারে আসবে
    তুমি ঈদের দিন আমার
    বাসায় হেসে হেসে।
    অগ্রিম ঈদ মোবারক
  • ঈদের এই খুশি
    আমি চাই তোমার সাথে কাটাতে
    তোমায় নিয়ে আমার সুখ
    আনন্দ সবটাই হোক ঈদের দিনে।
    অগ্রিম ঈদ মোবারক
  • খুশির বার্তা এসেছে
    ঈদ এসেছে আছে
    যত মান অভিমান
    সব দূর করে তুমি
    এসো বন্ধু চলে আমারই কাছে
  • ঈদেরই খুশি সবারই
    সঙ্গে ভাগাভাগি করার জন্য আজ
    তোমারই কাছে আমার ফিরে আসা আমি
    চাইবো তুমি ঈদের দিন
    আমারই কাছে আসবে,
    থাকবে সারাটা দিন আমারই হয়ে।
    অগ্রিম ঈদ মোবারক

অগ্রিম ঈদের দাওয়াত নিয়ে স্ট্যাটাস

ঈদ শব্দটি যখনই কানে শুনি তখনই মনের ভেতর কেমন যেন আলাদা খুশির অনুভূতি জেগে ওঠে। আর সেই খুশি মনের মানুষের সাথে থেকে যদি উপভোগ করা হয় তবে তো খুশির পরিমান আরো বেড়ে যায়। যার ফলে মনে আসে এক প্রশান্তির ভাব। মনকে নিয়েই মানুষের জীবনে বেঁচে থাকা। মনে শান্তি না থাকলে মানুষ জীবনে বেঁচে থাকে না বেঁচে থাকে জীবন্ত লাশ হয়ে।

আমরা আমাদের আত্মীয়-স্বজন এবং মনের মানুষকে ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে পোস্ট শেয়ার করে অগ্রিম ঈদের দাওয়াত দিতে পারি। তাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের মনে উক্তি এবং বাণী। তবে চলুন আর দেরি নয় সঙ্গেই থাকুন নিম্নে দেওয়া হলো অগ্রিম ঈদের দাওয়াত নিয়ে স্ট্যাটাস।

  • অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ নিয়ে আসুক সবার জীবনে সুখ এবং শান্তি। দূর করে দিক ছোট বড় সবার মনে হিংসা বিদ্বেষ।
  • আমি তো তোমারই, ঈদের দিন আমার খবর নিবে। নধুবা তোমার সঙ্গে থাকবে আমার আড়ি। খবর নিতে হলে আসবে তুমি আমার বাড়ি। অগ্রিম ঈদ মোবারক
  • ঈদের দিন মিষ্টি সেমাই পায়েস হবে আমার বাড়ি। খাবে তুমি পেটপুরে ।মিষ্টি করে ভালোবাসা দিবে আমায় তাড়াতাড়ি। অগ্রিম ঈদ মোবারক
  • তুমি বন্ধু আমার এজন্য খবরটা নেওয়া আমারই দরকার। নতুবা তুমি তো আমার থেকে পালিয়ে যেতে পারো। কিন্তু আশায় ছিলাম খবরটা তুমি আগে আমার নিবে। অগ্রিম ঈদ মোবারক
  • ওই আকাশে নতুন ঈদের চাঁদ উঠেছে তুমি বন্ধু আমার পাশে এসেছো। কিন্তু ভালবাসি এই কথাটা এখনই বলনি। তবুও তোমায় জানাই অগ্রিম ঈদ মোবারক
  • আমি আশায় থাকবো বন্ধু তুমি ঈদের দিন আসবে। আমার বাসায় এসে বলবে, ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমি তোমায়, যার অপেক্ষায় বসে ছিলাম অনেকটা দিন। অগ্রিম ঈদ মোবারক
  • আসছে ঈদ চলছে গাড়ি ঈদের দাওয়াত আমার বাড়ি। আসবে তুমি খুশি নিয়ে ঈদের দিন আমার বাড়ি। অগ্রিম ঈদ মোবারক
  • ঈদ মানে আকাশে নতুন চাঁদ ঈদ। মানে মেহেদি রাঙা দুই হাত। ঈদ মানে অনেক কিছু পাবার আশা। ঈদ মানে তোমার দাওয়াত আমার বাসায়। অগ্রিম ঈদ মোবারক

সর্বশেষে বলতে চাচ্ছি যে, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা চেষ্টা করেছি, আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অগ্রিম ঈদের দাওয়াত নিয়ে মেসেজ, ছন্দ এবং স্ট্যাটাস আশা করছি এগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের প্রিয় মানুষকে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।
Back to top button