দিবস

ঈদ মোবারক ছড়া ২০২৪

আপনি কি ঈদ মোবারক ছড়া খুঁজছেন? পবিত্র ঈদ উদযাপনের জন্য অনেকেই অনেক মাধ্যম বেছে নেয় ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আমরা ঈদ মোবারক ছড়া নিয়ে হাজির হয়েছি যারা মূলত ঈদের ছড়া বা ঈদ মোবারক ছড়া খুঁজছেন। ছোট বাচ্চারা ঈদ উদযাপনের জন্য ঈদের ছড়া কে প্রদান গুরুত্ব দিয়ে থাকে। ছোট সোনামনিদের জন্য পবিত্র ঈদের ছড়া বা ঈদ মোবারক ছড়া তাদের ঈদ উদযাপনকে আরো আনন্দদায়ক করে তোলে।

মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। ঈদের আনন্দকে তারা ভাগাভাগি করে নেয় সকলের সাথে। এই ঈদ আর ঈদের আনন্দ সব বয়সী মানুষের জন্য। বড়দের তুলনায় ছোটরা ঈদকে বেশি উদযাপন করে থাকে। মূলত কম বয়সী ছেলে মেয়েরাই ঈদের জন্য অপেক্ষা করে থাকে আর দিন গুনতে থাকে। ঈদকে উদযাপনের জন্য তারা বিভিন্ন আয়োজনে ব্যস্ত হয়ে যায়। নতুন ড্রেস মেহেদী ঈদের গান এবং ছড়ার মাধ্যমে ঈদ উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়ে।

ঈদ মোবারক ছড়া ২০২৪

সকলের ঈদ আনন্দকে আরো আকর্ষণীয় করতে ছোটদের জন্য আমরা ঈদের ছড়া উল্লেখ করলাম। আপনার আদরের সোনামণিকে এই সমস্ত ছড়া উপহার দিন। এই সূরাগুলো শিখে তারা ঈদ উদযাপন কে আরো রোমান্সকর করে তুলতে পারবে।

  • ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। ঈদ মোবারক।
  • ঈদ এলে হয় কত কেনা কাটা
    নতুন পোশাক পরে ভুবন দেখা
    ধনীদের গায়ে থাকে হাজার টাকা
    গরীবের গায়ে সেই ছেরা ফাটা
    ঈদের খুশিতে তবু নাই ভেদাভেদ
    পারেনা দারিদ্র্য করতে বিচ্ছেদ
  • ছর ঘুরে ঈদুল আযহা
    এলো আল্লাহর মহিমায়
    সবাই আজ এক হব
    ভেদাভেদ থাকবেনা দুনিয়া
    ঈদের চাঁদের আনন্দের ভরা
    আকাশ বাতাস মাতোয়ারা
    ঈদের নামাজ শেষে সবাই
    মিলবে ভাইয়ের গোলে ভাই
  • আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
  • ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
    ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
    ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
    ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
    * ঈদ মোবারাক *
  • চাঁদের আলো উঁকি দিল রাতের আসমানে
    ঈদের খুশির বার্তা এলো আল্লহ পাকের জমিনে
    খোদার রহমত বর্ষিত হলো বিশ্ববাসীর প্রাণে
    ক্রোধ বিদ্বেষ দূর হয়ে যাবে ঈদের মহা মিলনে
    ধনী গরিব আমির ফকিরে থাকবেনা ভেদাভেদ
    এক হয়েযাবে সকল মানুষ থাকবেনা কোনো ক্ষেদ
    ** Eid Mubarak **
  • বরকতময় চাঁদনী এই রাত
    সবার জীবনে অনে হায়াৎ
    এসো সবাই ও মমিন ভাই
    আনন্দে ভরা কাটাই এই রাত
    সবার জন্য আজকে সবাই
    দুহাত তুলে করি মোনাজাত
    ** Eid Mubarak **
  • ঈদের দিনে আসবে বন্ধু
    আমার ছোট্ট ঘরে
    সম্বল যা আছে আমার
    দেব আদর করে
    ঈদ মোবারক

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button