দিবস

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা ২০২৪| ঈদের শুভেচ্ছা এসএমএস, মেসেজ ২০২৪

আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঈদ। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করি। মহান আল্লাহ তা’আলা আমাদের সকলের ঈদ আনন্দের সাথে কাটুক এই তৌফিক দান করুক। ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি। এরপরেও ঈদের আনন্দ ভাগাভাগি করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি কিছু শুভেচ্ছা বার্তা। আমাদের মাঝে ঈদ উপস্থিত হয়েছে তবে অনেক প্রিয়জন কাছে নেই। এমন প্রিয়জনদের অবশ্যই ঈদের শুভেচ্ছা জানানোর প্রয়োজন রয়েছে। আর এই শুভেচ্ছা আমরা এসএমএসের মাধ্যমে জানাতে পারি তাইতো আমরা কিছু ঈদের শুভেচ্ছা বার্তা এসএমএস ও মেসেজ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।

সম্মানীয় পাঠক বন্ধুগণ এবারের ঈদকে কেন্দ্র করে নতুন কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরব আপনাদের মাঝে যা হয়তো আপনার জন্য বিশেষ প্রয়োজন এই মুহূর্তে। মুসলিম ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব গুলোর মধ্যে অন্যতম সেরা ও বড় উৎসব হচ্ছে ঈদ। এই দিনে ধনী-গরিব ছোট বড় উঁচু নিচু সব কিছু ভুলে গিয়ে সকলেই ঈদের আনন্দে মেতে ওঠে। ঈদ সত্যিই নিয়ে আসে আনন্দ অনুভূতি। প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানোর প্রয়োজন রয়েছে। তাইতো আমরা আমাদের আলোচনাটির মাধ্যমে নতুন কিছু ঈদের শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হয়েছি । নতুন এই শুভেচ্ছা বার্তাগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যুক্ত থাকুন। আশা করছি আলোচনায় থাকা শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লাগবে।

পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা

  • মহান আল্লাহর আশীর্বাদ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসুক। আপনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
  • আপানকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুক।
  • আপনি যেন কোনও দিন কষ্টের সম্মুখীন না হন। আপনার আগামীর পথচলা শান্তিময় হোক।
  • ঈদের পবিত্র দিনে আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি, প্রাণভরা শুভেচ্ছা।
  • সর্বশক্তিমান আল্লাহ আপনার জীবন আনন্দ এবং সমৃদ্ধির সঙ্গে ভরে দিক। ঈদ মোবারক।
  • ভালবাসা এবং উদারতার সঙ্গে উদযাপন করুন পবিত্র ঈদ।
  • এই শুভ উপলক্ষ আপনার জীবন স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধির সঙ্গে মধুর করে তুলুক।
  • এই পবিত্র ঈদে গরিব-দুঃখীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন। তাদের যত্ন নিন। ঈদ মোবারক।
  • সর্বশক্তিমান আপনার এবং আপনার পরিবারের প্রার্থনা কবুল করুক এবং আপনাকে ঈদের পুরস্কার ডান করুক।

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা ২০২৪

অবশ্যই প্রিয় জনকে ঈদের শুভেচ্ছা জানানোর প্রয়োজন রয়েছে। সালামের পাশাপাশি একটি শুভেচ্ছা বার্তা বিশেষ প্রয়োজন। আপনি চাইলে এই শুভেচ্ছা বার্তা সরাসরি পাঠাতে পারেন আবার দূর থেকে এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানোর সুযোগ রয়েছে। ঈদ উপহারের পাশাপাশি অবশ্যই শুভেচ্ছা বার্তা প্রেরণ করবেন এটি আপনার প্রিয়জনকে ঈদের সেরা শুভেচ্ছা বার্তা হয়ে উঠতে পারে। এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আমাদের মাঝে এবারের ঈদের সেরা কিছু শুভেচ্ছা বার্তা প্রদান করতে। আশা করছি আমাদের আলোচনায় থাকার শুভেচ্ছা বার্তাগুলো আপনাদের ভালো লাগবে আমরা নতুন নতুন শুভেচ্ছা বার্তাগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি ।

ঈদের খুশির দিনে তোমায় পরে মনে,
তুমি কাছে এলে দু:খ সব যাই ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোণে।।।।।
”ঈদ মোবারক”

রংধনু আসে রংঙের টানে,
সুভাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে,
মন ছুতে চায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে।
অগ্রীম ঈদ মোবারক।।।।।

নিল আকাশ ঈদ এর চাদ,
ঈদের আগে চাদনী রাত,
ঈদ হলো খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙীন।
*ঈদ মোবারক*

ঈদ এর দাওয়াত দিলাম বন্ধু,
আসবে আমার বাড়ি,
অনেক কথা জমা আছে,
বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোনদিন পাবেনা তুমি আমার দেখা

ঈদে থাকি আশাতে
সালামি দিন বিকাশে,
টাকা না থাকলে পকেটে
সালামি দিন রকেটে,
ঈদ এলো জগতে
সালামি দিন নগদে।

ভোর হলো দুর চোখ খুলে দেখরে
রোজা ঈদ শেষ কুরবানির ঈদ চলে এলোরে
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা

ভোর হলো দুর চোখ খুলে দেখরে
রোজা ঈদ শেষ কুরবানির ঈদ চলে এলোরে
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ
দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।

কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক

কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক

হাসান ,হোসেন মিলে কয়
মা ফতেমা দেখবি আয়
উঠেছে আজ গগনে চাঁদ
পবিত্র ঈদ ফজর বাদ।
সকলকে ঈদ মোবারক।

ঈদের শুভেচ্ছা এসএমএস ২০২৪

আপনারা যারা ঈদের শুভেচ্ছা এসএমএসগুলো খুঁজে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা নতুন কিছু এসএমএস পেয়ে যাবেন এখান থেকে। এসএমএস গুলো অবশ্যই ব্যবহার উপযোগী কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে চাইলে এই এসএমএসগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। ঈদে কেন্দ্র করে নতুন এই শুভেচ্ছা এসএমএস গুলো তুলে ধরার উদ্দেশ্যে কাজ করেছি আমরা। নিচে ঈদের শুভেচ্ছা এসএমএস প্রদান করা হচ্ছে একাধিক এই শুভেচ্ছা এসএমএসগুলো থেকে আপনার পছন্দের শুভেচ্ছা এসএমএস নির্বাচন করুন।

  1. আসছে ঈদ চলছে গাড়ি, ঈদের দাওয়াত আমার বাড়ি, হিমে ঈদের দাওয়াত অগ্রিম আসবে কিন্তু ঈদের দিন। ঈদুল ফিতরের শুভেচ্ছা
  2. রং লেগেছে মনে মধুর এই খানে। তোমায় আমি রঙিয়ে দিব ঈদের এই দিনে। ঈদ মোবারক
  3. দেশ-বিদেশে তে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক
  4. সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ। সবাইকে জানাই ঈদ মোবারক
  5. কিছু কথা অব্যাক্ত থেকে যায় যায় আর কিছু অনুভূতি মনের মাঝে রয়ে যায়, কিছু স্মৃতি নিরবে কেঁদে যায় এবং শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়। ঈদ মোবারক
  6. বলছি আমি আমার কথা, ঈদে থাকবে নাকো মনের ব্যথা। আমার জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া, ঈদের প্রতি তাই এত ভালোবাসা।***ঈদ মোবারক***
  7. মনের মিনারে আজ শোনা যায় আনন্দের আহান ঈদুল ফিতর এসেছে আজ শেষ হয়েছে রমজান।*** ঈদ মোবারক***
  8. অতীতের দুঃখগুলা ভুলে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠুক সবার মন, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।***ঈদ মোবারক***
  9. পড়েছে আর চাঁদের নজর তাইতো পেলাম ঈদের খবর। হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেল ঈদের বাতাস সবাইকে ঈদের শুভেচ্ছা।***ঈদ মোবারক***
  10. রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটবো সৃষ্টিতে, খুশি হওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে, সাজবে সবায় নতুন পোশাক ঈদ যেন সারা জীবন রয়ে যাক।***ঈদ মোবারক***

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button