প্রেমিক প্রেমিকার জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ ১৪৩১
প্রেমিক প্রেমিকার জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ ১৪৩১: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমাদের আজকের প্রতিবেদনটির মাধ্যমে সে সমস্ত ব্যক্তিগণ উপকৃত হবেন যারা কিনা প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িত রয়েছেন । সুতরাং আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে চান তাহলে শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই আলোচনা থেকে। এর কারণ আমাদের আলোচনার বিষয় প্রেমিক-প্রেমিকার জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা।
পহেলা বৈশাখ উপস্থিত হয়েছে আমাদের মাঝে। বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে এই দিনটি। বহুদিন থেকে আগ্রহের সাথে পহেলা বৈশাখ উৎসবে মেতে উঠেন সমস্ত বাঙালি। বৈশাখ কে কেন্দ্র করে মেলা বসে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর বন্দরে। পহেলা বৈশাখের বিভিন্ন রীতিনীতি বহুকালের বহু বছরের পুরনো। পুরনো এই রীতিনীতি কে ধরে রাখতে এখনো বৈশাখ উদযাপন করে থাকেন বাঙালিরা।
পহেলা বৈশাখে কেন্দ্র করে একে অপরকে শুভেচ্ছা প্রদান করে থাকেন এটি স্বাভাবিক এর কারণ এটি বাংলা নববর্ষ পুরাতন কে বিদায় জানিয়ে নতুন কে বরণ করে নেওয়ার বিষয়টি সকলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আলোচনার এ পর্যায়ে আবারো আপনাদের সকলকে জানাচ্ছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচনাটির মাধ্যমে প্রেমিক প্রেমিকার পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তাগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনিও।
প্রেমিক প্রেমিকার জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা
ভালোবাসার মানুষটিকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর প্রয়োজন রয়েছে। তাই তো অনেক প্রেমিক-প্রেমিকাগন উপস্থিত হচ্ছেন পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করার উদ্দেশ্যে। পহেলা বৈশাখে কেন্দ্র করে এমন শুভেচ্ছা বার্তা গুলো বিশেষ প্রয়োজনীয় হয়ে উঠেছে অনেকের কাছে। আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে প্রেমিক প্রেমিকার জন্য পহেলা বৈশাখের বিশেষ গুরুত্বপূর্ণ সুন্দর ও সেরা মানের শুভেচ্ছা বার্তাগুলো প্রদান করে সহযোগিতা করব। আমাদের আলোচনায় থাকা এই শুভেচ্ছা বার্তাগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বৈশাখের শুভেচ্ছা জানাতে পারবেন। এই ধরনের ডিভোর্সগুলোকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানোর বিষয়টি বর্তমান সময়ে সকলের কাছে জনপ্রিয়। বিশেষ এই দিনগুলো উপলক্ষে অবশ্যই ভালোবাসার মানুষটিকে শুভেচ্ছা প্রদানের প্রয়োজন রয়েছে। তাইতো আমরা এমন বিষয়ের উপর শুভেচ্ছা বার্তা প্রদান করে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে এই ওয়েবসাইটটি পরিচালনা করি। আমাদের আলোচনার এ পর্যায়ে প্রেমিক-প্রেমিকার পহেলা বৈশাখের শুভেচ্ছা তুলে ধরা হচ্ছে:
চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! “শুভ নববর্ষ”
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। *শুভ পহেলা বৈশাখ-
নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।…
নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান, নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ
তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি, তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে।।তারা তিনজন হলো – সুখ, শান্তি, সমৃদ্ধি!! অগ্রিম শুভ নববর্ষ!
নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত ক্ষমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এলো ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈশান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ
পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নববর্ষ
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ । পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই (“শুভ_নববর্ষ_
বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ…..