শুভেচ্ছা

শালি নিয়ে কিছু কথা, উক্তি, ছন্দ, কবিতা, গান

সম্মানিত ইনফো ভান্ডার পাঠক বৃন্দ, আজকে খুব একটা মজার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শালিকে নিয়ে কিছুকথা উক্তি ছন্দ কবিতা গান এই নিবন্ধে আলোচনা করা হবে। মধুর এবং মাধুর্যময় সম্পর্ক শালিকা এবং দুলাভাই এর মধ্যে। এই সম্পর্কটি অত্যন্ত মাধুর্যময় এবং সম্মানজনক হলে খুব ভালোভাবে উপভোগ করা যায়। তাই আপনি যদি শালিকে নিয়ে মজার কিছু কথা এবং ছন্দ কবিতা পেতে চান তাহলে এ নিবন্ধটি আপনার জন্য।শালী দুলাভাইয়ের সম্পর্ক হয় মধুর অথবা “শালি আধি ঘরওয়ালি” (অর্থাৎ শালি আধা-বউ) এই কথা গুলো বলে যারা শালীদের সাথে হাসি-তামাশা-দুষ্টামী করতে চায় তাদেরকে বলবোঃশালীর সাথে ভদ্র ভাষায় কথা বলুন (যেভাবে আপনার বোনের সাথে কথা বলেন)

  • শালীর পড়ালেখা ঠিকমতো চলছে কিনা, নিয়মিত নামায পড়ে কিনা জিজ্ঞেস করুন।
  • সত্য ও সুন্দর পথে চলার জন্য পরামর্শ দিন। হিজাব ব্যবহার করতে উৎসাহ দিন।
  •  শালীকে দামী দামী কাপড়-গহনা উপহার না দিয়ে বই উপহার দিন।
  • শালীকে নিয়ে কখনো একা মার্কেটে-পার্কে-সিনেমা দেখা উচি নয়।
  •  শালীকে নিয়ে কখনো আজে-বাজে চিন্তা মাথায় রাখাটাও উচিত নয়।
  •  আপনার স্ত্রীর কোন বিপদের সময়ে আপনার শালীকে সাহায্য করার জন্য বাসায় রাখতে পারেন, সেই সময়
  • আপনার শালীর সাথে উত্তম আচরণ করুন।
  • কোন দুর্বলতার সুযোগ নিয়ে আপনার শালীর সাথে খারাপ আচরণ করবেন না।
শালী নিয়ে কবিতা
শালী নিয়ে কবিতা

শালি নিয়ে কিছু কথা

উপরের অংশে আমি শালিকে নিয়ে রঙ্গ-তামাশা ক্ষেত্রে সচেতনতা থাকার কিছু নিয়ম দিয়ে দিয়েছি। এই নিবন্ধে আমি শালিকে নিয়ে কিছু কথা আলোচনা করছি। আপনার একটি কথা মনে রাখতে হবে শালী মানে বোন, বন্ধু যাই বলেন না কেন। কিন্তু এই সম্পর্কের মাঝে কখনো অসভ্যতা কিংবা অশ্লীলতা আনা উচিত নয়। শালীর সাথে সবকিছুই করা যায় কিন্তু কোনো অশালীন আচরণ করা উচিত নয়। শালী এই সম্পর্কটি অত্যন্ত মধুর তাই একে শ্রদ্ধা করা উচিত।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “তোমরা নারীদের নিকট প্রবেশ করা থেকে সাবধান থেকো।” একথা শুনে আনসার গোত্রের এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কিন্তু দেবর সম্পর্কে আপনার মত কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ “দেবর! দেবর তো মৃত্যুর সমতুল্য!” (বুখারীঃ ৫২৩২, মুসলিমঃ ২১৭২)

সুবহানআল্লাহ! আল্লাহর রাসূল এখানে দেবরকে মৃত্যুর সমতুল্য বলেছেন। অথচ আমাদের সমাজ দেবরকে যেনো “দ্বিতীয় বর” হিসেবে বানিয়ে রেখেছে! আস্তাগফিরুল্লাহ!

আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন সমাজ তাকে প্রতিনিয়ত ই হালাল করার চেষ্টায় লেগে রয়েছে।কেও এর প্রতিবাদ করতে গেলে যেন সব তার উপল হামলে পড়ে।

তাই ভাই ও বোনেরা! সাবধান হোন! সমাজের সমস্ত রকমের অশ্লীল ও বেহায়া প্রচলন থেকে বের হয়ে আসুন। এবং কেবলমাত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন।

শালী নিয়ে কবিতা
শালী নিয়ে কবিতা

শালিকে নিয়ে উক্তি

আমার শ্যালিকা এবং আমার বন্ধু হিসাবে আপনি আমাকে কতটা বোঝাতে চান তা বলার জন্য আজকে উপযুক্ত দিন। আমরা এত আলাদা কিন্তু আমরা সবসময় মজা করি! শুভ জন্মদিন. – অজানা

শ্যালিকা, আপনি এমন একজন যার সাথে আমি কথা বলতে পারি, যার সাথে আমি ঝুঁকে থাকতে পারি এবং কেউ যে আমাকে বোঝে। তুমি শুধু আমার ভাইয়ের স্ত্রীর চেয়ে অনেক বেশি, তুমি আমার বন্ধু। – অজানা

আমি খুবই আনন্দিত যে আমার জীবনে তোমার মতো একজন চমৎকার শ্যালিকা আছে। – অজানা

আপনি আমার জৈবিক ভাই নাও হতে পারেন, কিন্তু আপনি এমন একজন বোন যাকে আমি আমার হৃদয়ের কাছে ধারণ করি। – অজানা

বিয়ের দিন আমাদের পরিবারগুলি মিশে যাবে, আপনি আমার ভাই এবং আমার বন্ধুও হবেন। – অজানা

শালি নিয়ে কিছু কথা, উক্তি, ছন্দ, কবিতা, গান
শালি নিয়ে কিছু কথা, উক্তি, ছন্দ, কবিতা, গান
আমার বোন আমার সবচেয়ে বিরক্তিকর ভাই হতে পারে. আমরা সবসময় একসাথে নাও থাকতে পারি, কিন্তু আমি ভালোবাসি। আপনার মতো একজন মানুষকে আমাদের জীবনে আনার জন্য এখন আমি তাকে অনেক বেশি ভালোবাসি। – অজানা

আমি খুব ভাগ্যবান একজন স্মার্ট, সুন্দরী, মজার, এবং সামান্য বয়স্ক শ্যালিকা। – অজানা

ভাগ্যক্রমে আমরা বোন হয়েছিলাম, ভালবাসায় আমরা বন্ধু হয়েছিলাম। – অজানা

খুব স্পেশাল এক ফুফুর কাছে: একজন জামাই হিসাবে আপনি দুর্দান্ত। বন্ধু হিসেবে তুমিই সেরা। আপনাকে আমাদের পরিবারে পাওয়া আমাদের সকলকে সত্যিই ধন্য মনে করে। – অজানা

এমন একজন যিনি সর্বদা সেখানে আছেন যাকে আমি জানি সে যত্ন করবে যার কাঁধে আমি কাঁদতে পারি কে অন্যদের কাছে আমাকে রক্ষা করবে এমনকি আমি ভুল হলেও যিনি সর্বদা আমার পাশে থাকবেন এবং যিনি সর্বদা আমার পিছনে থাকবেন। – অজানা

তারা বলে বন্ধু ভাইবোনের চেয়ে ভালো কিন্তু তোমরা দুজনের চেয়ে ভালো কারণ তোমরা দুজনেই আমার কাছে। – অজানা

আমি খুব খুশি যে আপনি আমার জন্য আপনার ভাইয়ের প্রেমে পড়া এত সহজ করেছেন। আমি আশা করেছিলাম যে ধরনের বোন জামাই হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। – অজানা

আমি জানি না এটা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ছিল যে আমাকে আশীর্বাদ করুক যে আমি আপনার জামাই বা শুধু আপনার পারফেক্ট একজন হতে পারি, একজন বা অন্য বা উভয়ই, আমি এখনও ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ আপনি আছেন আমার কাছে বোনের চেয়েও বেশি। – অজানা

আমি আমার ভগ্নিপতির উপর একটি বই লিখছি যার নাম হিংসা। – অজানা

আনুগত্য জন্য বছর মাধ্যমে ভাগ সুখী সময়ের জন্য আমার বোন, হাসি এবং অশ্রু ভালবাসা. বিশেষ জিনিসগুলির জন্য শুধুমাত্র আপনি করতে পারেন যাদের আমি আপনাকে ধন্যবাদ জানাই। – অজানা

শালী নিয়ে কবিতা
শালী নিয়ে কবিতা

শালিকে নিয়ে ছন্দ/ কবিতা

বউ সাজা শালী

– তিরোহিত ধানিকা

অনেক হল প্রিয়তমা ঘোমটা খোল এবার
সময় হল তোমায় যে ভালোবাসা দেবার ;
চাঁদ যেমন লুকিয়ে থাকে মেঘমালার আড়ালে
তুমি কেন ঘোমটা টানো আমি দুহাত বাড়ালে ।

বিয়ে হল সেই দুপুরে এখন মধ্য রাত
এতক্ষণে কত কিছুর হত বাজিমাত ;
তোমার হাত আমার হাতে , ঘোমটা এবার খুলবো
আজকের দিনের পেরেশান এবার আমি ভুলবো ।

আরও অনেক দুষ্টু কথা শেষ করার ও পরে
হঠাৎ করে বাইরে থেকে নক পড়ে এ ঘরে ;
দরোজার কাঠ পেরনোর পর চিনতে পারি তাকে
দাদির সাথে আসছে বউ রুমাল দিয়ে নাকে ।

এবার আমি সামনে বসা ঘোমটা পরা রমণীর
ঘোমটা টেনে বের করলাম ;নচ্ছাত সে শির ।
টানা পিঠে দড়াম করে দু ঘা দিলাম তাকে
বউ সাজা আমার সেই দুষ্টু শালিটাকে ।

শালী নিয়ে কবিতা
শালী নিয়ে কবিতা
(((কবিতা নং:-০৭)))
.
♥শালিকা দুলাভাই এর কাহিনীকাব্য♥
●●●●●●●●●●●●●●●●●●●●●●●
•••••••••••••••••••••••••••••••••••••••••
হ্যালো,
দুলাভাই!!
আছেন কেমন?
কি করছিলেন এখন?
আমার কথাই ভাবছেন বুঝি,
জাগন্ত নয়ন।
●●
তুমি হলে মোর দুষ্টু হাসির মিষ্টি শালি, তোমার কথাই ভাবি সারাখন
নয়ন দুটো মেলি।
●●
এত কেন আমায় ভাবেন!
আমার বোন যে আপনার ঘরে,
সেটা কি বা জানেন?
●●
এমন নিঝুম রাতে
মন চায় যে তোমার সাথে
কথার মাঝে হাড়িয়ে যাই
দুরে বহু দুরে…..
●●
আমায় নিয়ে ঠাট্টা করছেন!!
তবে ফোন রাখি।
●●
আরে না-না ঠাট্টা নয়
সত্যি বলছি।
রাগ করেনা লক্ষি সোনা
একলা ঘরে আর কেঁদনা
বাজার থেকে এনে দেব
আলতা চুড়ি গহনা।
●●
ভাইয়া,-
আপনে কি একটু ছাদে গিয়ে,
আকাশ পানে তাকাবেন?
●●
কেন!!
আবার আকাশ পানে কেন?
●●
ঐ যে আকাশে পূর্ণ চাঁদ
জ্বল-জ্বল করে জ্বলছে তারা।
●●
দেখলে মনে হয়,-
বিধাতা আজ অপরুপ রুপময় করে
সাজিয়েছেন এ ধরা।
●●
নিঝুম রাতে ঐ দেখা যায়
অপরুপ দুটি তারা,
বলনা,
বলনা দুলাভাই!
ওরা কারা?
●●
ওরা তো নয় দুটি তারা
ওরা হল নিঝুম রাতে,
প্রেমের পাগল পারা।
●●
জানো?
ওরা আজ চির মুক্ত
ওরা যে স্বাধীন।
●●
আজ হারাবে দুজন বাধা ভুলে সব
মন নাচে তা ধীন-ধীন।
শালি নিয়ে কিছু কথা, উক্তি, ছন্দ, কবিতা, গান
শালি নিয়ে কিছু কথা, উক্তি, ছন্দ, কবিতা, গান
●●
দুলাভাই!
●●
হুম
●●
আপনারে আজ বাহু ডোরেতে
কেন যে এমন চাইছে।
আসলে ইয়ে মানে,
আপনার প্রেমে বক্ষ তটে
ভালোবাসার ঝ্বড় বইছে।
●●
বলো কি তবে শালিকা!!!
তবে কি তোমার বোনের এ-ঘর
জ্বলে-পুড়ে হবে খাঁ!
●●
আমি বুঝিনা এত দুলাভাই,
মোর এ-দেহ মন প্রাণ
কখন যে সপেছি আপনারে,
নিজের-ই জানা নাই।
●●
ওগো মোর প্রিয় শালী,-
কিন্তু জানো,
মোদের প্রেমের জয় হলে যে,
সমাজে হবেনা ঠাই।
●●
আমি ওসব কিছুই বুঝিনা,
শুধু যে মনে
আপনারে পেতে চাই।
●●
রাত হল যে অনেক ভারি
সকাল হতে আর বেশি নয়
অল্পখনেক দেরি।
এখন তবে রাখি-গো শালীকা;
তোমার বোন যে ঘরে রয়েছে একা,
জাগলে পড়ে ওর চোখেতে
পড়তে পারি দেখা।
বিদায় নিচ্ছি খোদা হাফেজ
রাখি এবার ফোন,
শালিকা তোমার অমন রুপটি
দেখে জুরাবো মন,
আমার বাড়ি আসবে তবে
রাখছি বোলে এখন।।

শালী – দুলাভাইয়ের মজার জোকস

  • Ak লোক তার শালীকে নিয়ে একটা নিরিবিলি জায়গা দিয়ে যাচ্ছে।
    শালীঃ দুলাভাই! Apni আমাকে এই নিরবিলি জায়গায় একা পেয়ে আমার সাথে সুযোগের সৎ ব্যবহার তো করবেন না?

    দুলাভাই(Dulavai)ঃ তুমি দেখছো না আমার এক হাতে ছাগল আর লাঠি। আর অন্য হাতে মুরগী, দড়ি এবং বালতি ধরে রাখছি। আমি কিভাবে তোমার সাথে সুযোগের সৎ ব্যবহার করবো?

    শালীঃ কেন করতে পারবেন না? যদি আপনি লাঠি মাটিতে গেঁথে দড়ি দিয়ে ছাগল্টাকে বাঁধেন আর বালতিটাকে উল্টা করে রেখে তার ভিতরে মুরগীটাকে রাখেন তাহলে তো আপনি আমার সাথে সব কিছুই করতে পারেন। আমার কিন্তু এই কথা ভাবতেই খুব ভয় লাগছে……

  • শালি দুলাভাইয়ের মাঝে খুব মধুর আলাপ হচ্ছে, এমন সময় শালি দুলাভাইকে প্রশ্ন করে

    শালিঃ বলতে পারবেন কি, এমন একটা বিপদের নাম ??? যা থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ !!!!
    দুলাভাইঃ হেহেহেহাহাহা, শাড়ীতে আগুন লাগলে। যা খুললেইও বিপদ না খুল্লেও বিপদ।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button