ঈদুল আযহার শুভেচ্ছা ২০২৪
আসসালামুআলাইকুম প্রিয়, পাঠক-পাঠিকা কেমন আছেন আশা ,করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা মুসলমানদের জীবনের সবচেয়ে বড় উৎসব বছরে দুইটি পালন করে থাকি। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর শেষ করেছি তার দুই মাস দশ দিন পর আমাদের মাঝে এখন ঈদ-উল-আযহা চলে আসবে। এজন্য আমরা খুব খুশি। ঈদের খুশির আনন্দকে আরও বেশি উপভোগ করার জন্য এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য,আমরা আমাদের আত্মীয় স্বজন ,প্রিয় বন্ধু-বান্ধবদের শুভেচ্ছাবার্তা জানাতে খুব আগ্রহী।
আমরা সবাই চাই আমি যে বার্তা পাঠাবো অর্থাৎ ওই বার্তা যেন আমায় কেউ না পাঠায় একটু ভিন্ন রকমের বার্তা আমি পাঠাতে চাই। এজন্য একটু ভিন্ন বার্তা খোঁজ করতে থাকেন গুগলে। এখন আধুনিক যুগ ঘরে বসেই আমরা নিমিষে গুগল সার্চ দিলে সব কিছু পেয়ে যান। তাই আপনাদের কাছে সুন্দর সুন্দর এক্সক্লুসিব ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা নিয়ে পোস্ট টি সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে।
ইসলাম ধর্মের ঈদ শুভেচ্ছা বার্তা
ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব বছরে দুইটি একটি হচ্ছে ঈদুল ফিতর এবং অপরটি হচ্ছে ঈদুল আযহা। এই দিনটির মাধ্যমে মুসলমানের মধ্যে ভুলে যায় ঝগড়া-বিবাদ মুসলমানরা একে অপরের সাথে ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করে থাকে। ঈদুল আযহা অর্থাৎ কুরবানীর ঈদে গরিব দুঃখীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করে থাকেন। আর অসহায় দরিদ্রদের কে সাহায্য প্রদান করে থাকেন। বড়লোক ও গরিবের কোন ভেদাভেদ থাকে না এই দিনটিতে সবাই মিলে আনন্দ উপভোগ করে থাকে। ঈদের এই খুশিতে আমরা আত্মীয়-স্বজনদের প্রিয় মানুষদেরকে মন খুলে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই। আমরা আপনাদের জন্য ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি। নিম্নে শুভেচ্ছা বার্তা প্রদান করা হলো:
১/। চিঠি দিয়ে নয় ফুল দিয়ে নয় ..!
কার্ড দিয়ে নয় কল দিয়ে নয়..!
মনের গভীর থেকে ভালোবাসা..!
দিয়ে সবাইকে জানাই..!
ঈদের শুভেচ্ছা
২/ আসছে ঈদ লাগছে ভালো.;;;
তাইতো তোমায় বলতে হল.;;;
ঈদ মানে আকাশ ভরা আলো.;;;;
ঈদ মানে সবাই থাকব ভালো.;;;;;;
তাই বলতে এসেছি.;;;;;
ঈদ এর অগ্রিম শুভেচ্ছা
৩/। ঈদ মানে আকাশে নতুন চাঁদ..!
ঈদ মানে নতুন কিছু চাওয়া-পাওয়ার স্বাদ.!
ঈদ মানে মেহেদি রাঙা হাত..!
মানে খুশিতে মেতে ওঠার রাত..!
ঈদের শুভেচ্ছা
৪/ ঈদের এই আনন্দ উৎসবে..!
আল্লাহ তোমায় আনন্দ দিক.!
আল্লাহর আশীর্বাদে জীবনে..!
শান্তি আসুক
“ঈদ শুভেচ্ছা”
৫/ঈদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন..!
তোমার জীবন ভরে উঠুক..!
খুশি ও আনন্দে
“ঈদ শুভেচ্ছা”
৬/ কিছু কথা না বলা রয়ে যায়..!
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়..!
কিছু স্মৃতি নিরবে কেদে যায়..!
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়..!
তা হল ঈদের দিন
” ঈদ শুভেচ্ছা”
৭/ ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ..!
মুছে যাক সব বিষন্নতার দুঃখ..!
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বিনোদনে..!
সেজে ওঠে বন্ধু আমার নতুন সাজে..!
“ঈদ শুভেচ্ছা”
৮/ তুমি কোথায় আছো জানিনা বন্ধু..!
মন থেকে চাই সব সময়..!
তুমি ভালো থাকো..!
আসছে ঈদ তোমার জীবন..!
খুশিতে ভরে থাক..!
” ঈদ শুভেচ্ছা”
৯/ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ..!
ঈদ মানে আপন মানুষকে বারবার স্মরণ করা.
ঈদ মানে আপন মানুষকে ভালো রাখা..!
“ঈদ শুভেচ্ছা”
১০/ মেঘলা আকাশ মেঘলা দিন..!
ঈদের বাকি আর কয়দিন..!
আসবে সবার খুশির দিন.!
নতুন জামা-কাপড় কিনে নিন..!
গরীব দুখির খবর নিন..!
দাওয়াত রইল ঈদের দিন..!
“ঈদ শুভেচ্ছা”
পরিশেষে বলতে চাই যে ,আমরা আপনাদের উদ্দেশ্যে চেষ্টা করেছি নতুন সুন্দর এক্সক্লুসিভ শুভেচ্ছা বার্তা প্রদান করার।কতটুকু পেরেছি জানিনা, আশা করছি আমাদের দেওয়া বার্তাগুলো আপনাদের ভালো লাগবে এ গুলো আপনারা ঈদের দিন আত্মীয়-স্বজন ,প্রিয় বন্ধু বান্ধবের নিকট পাঠাতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে হৃদয়ের হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ আবার কোন এক পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করছি ভালো থাকবেন এ পর্যন্ত।