শারদীয় শুভেচ্ছা বার্তা, status, ছবি, ব্যানার, শুভেচ্ছা কার্ড,
সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই নিবন্ধ। সনাতন ধর্মাবলীদের কাছে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই এই দুর্গাপূজায় আমরা সকলেই সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে শারদীয়ার দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুচ্ছেদে দুর্গাপূজার স্ট্যাটাস ছবি ব্যানার এবং দুর্গাপূজার কবিতা ও শুভেচ্ছা কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মা এসেছি মা এসেছে। পৃথিবীতে শরৎকালে মায়ের আগমন ঘটে। তাই প্রকৃতি অপরূপ সৌন্দর্যে চারদিকে তুষার শুভ্র কাশফুলে ভরে যায়। মায়ের আগমনে সকলেই নিজেকে সাজিয়ে মাকে শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা জানাই পূজনীয় মাকে। পৃথিবীর সকল অকল্যাণ দূর করে মঙ্গল কামনায় আমরা মাকে বরণ করি। তাই আজকের এই অনুষ্ঠানে শারদীয়ার দুর্গাপূজা উপলক্ষে স্ট্যাটাস ছবি ব্যানার কবিতা এবং শুভেচ্ছা কার্ড নিয়ে আলোচনা করেছি।
দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা। আমরা দুর্গাপূজায় সকলে উৎসবে মেতে উঠি। তাই সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর জন্য আমরা ফেসবুক অনলাইন কিংবা এসএমএসের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানাই। দুর্গাপূজা উপলক্ষে আমরা আমাদের ছোট বড় সকলকে শ্রদ্ধা ভরে এবং মন থেকে শুভেচ্ছা জানাই। তাই আজকের এই অনুষ্ঠিত আলোচনা করা হয়েছে দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা নিয়ে।
এই দুর্গাপুজোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাক, আলোয় ঝলমলে হয়ে উঠুক। শুভ শারদীয়া
মা দুর্গার আগমনে দূর হটুক এই মহামারি…দুর্গাপুজোয় কেটে যাক আপনার পরিবারের সমস্ত বাধাবিঘ্নতা…শারদীয়ার শুভেচ্ছা জানাই
মায়ের চরণ স্পর্শে দূর হবে সকল দুঃখ-কষ্ট, চারিদিক হবে আলোকিত। শুভ দুর্গোৎসব
শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, মা এসেছেন মোদের ঘরে, তাইতো মনে এতো আনন্দ। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই
এলো খুশির শরৎ, একটু হিমেল হাওয়া। পুজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশি অনেক আলো, পুজো কাটুক সবার ভালো। শারদীয়ার শুভেচ্ছা জানাই
নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা। ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদ বেলা। শুভ দুর্গাপূজা
মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে আসুক সাফল্য এবং সমৃদ্ধি। আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকুন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই…
দুর্গাপূজার স্ট্যাটাস
প্রকৃতি যখন অপরূপ সাজে সজ্জিত মাকে আগমন করার জন্য শরৎকালে ঠিক তখনই মায়ের আগমন ঘটে। পৃথিবীর সকল অশুভুকে দমন করে মায়ের আগমন ঘটেছে এই ধরণীতে। দুর্গাপূজায় পঞ্চমী থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত আমরা উৎসবে মেতে উঠি। মহালয়া থেকে শুরু করে দশমিক পর্যন্ত আমরা আমাদের ফেসবুক কিংবা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে স্ট্যাটাস শেয়ার করি। সুন্দর সুন্দর স্ট্যাটাস আজকের এই অনুষ্ঠানটিতে শেয়ার করা হয়েছে এখান থেকে স্ট্যাটাস কেমন করে আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন।
মহালয়ায় সকাল বেলায়, বীরেন বাবু
তোমার জন্য ষষ্ঠী সকাল,
কাঁপছে শহর খুশির ঝড়ে, ভীষণ কাবু।শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো,
আঁধার ভুবন করতে আলো
জাগো তুমি জাগো।
খুশির আলোয় ভরে যেন জগৎ ও সংসার
অসুর নিধন সত্যি করা যায়
প্রমান করো আরও একবার।
হিমের পরশ লাগলো প্রাণে
শারদীয়ার আগমনে,
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে,
শিশির ভেজা নতুন ভোরে
মা আসছে আলো করে।
– শুভ ষষ্ঠী
মা আসছে ঘরে একটি বছর পরে
প্যান্ডেলেতে বাজলো ঢাক,
লেখা পড়া তোলা থাক।
– শুভ ষষ্ঠী
নীল আকাশের মেঘের ভেলা
পদ্ম ফুলের পাঁপড়ি মেলা ,
ঢাকের তালে কাশের খেলা
আনন্দে কাটুক শারদবেলা।
– শুভ সপ্তমী
এলো খুশির শরৎ
একটু হিমেল হাওয়া,
অনেক খুশি অনেক আলো
পুজো এবার কাটুক ভালো।
– শুভ মহা অষ্টমী
শরৎ মেঘে ভাসলো ভেলা
কাশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়লো কাঠি
পুজো কাটুক ফাটাফাটি।
– শুভ মহা নবমী
মন লাগে না কোনো কাজে,
নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া
মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া।
– শুভ বিজয়া
মা যে আমার চলে গেলো
মা কে আবার আসতে বলো,
সুখ দুঃখ মিলে মিশে
শুভ বিজয়া জানাই শেষে।
ঢাকের কাঠির বিদায় সুরে
উদাস করে মন,
চললেন মা মহামায়া
আজকে বিসর্জন।
– শুভ বিজয়া
উৎসবের আজ শেষবেলা
শুরু হবে সিঁদুর খেলা,
মনের মাঝে রেখে মা কে
জল ছল ছল এই দুচোখে।
শুভ বিজয়া দশমী
বিসর্জন মানে মা আসবে আবার ফিরে
খুশিতে থাকুক সবাই তোমায় ঘিরে,
মনকে শুধু বোঝাই তবে
আসছে বছর আবার হবে।
– শুভ বিজয়া
দুর্গাপূজার ব্যানার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি সংগঠন প্রতিটি মণ্ডপে দূর্গা পূজার ব্যানার তৈরি করা হয়। এ সকল ব্যানার গুলোতে সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে সংগঠনিক ভিত্তিক বা মণ্ডপ ভিত্তিক শুভেচ্ছা জানানো হয়। মহালয়া থেকে শুরু করে প্রতিটি মণ্ডপে সুন্দর সুন্দর নানা ডিজাইনের দুর্গা প্রতিমা নিয়ে ব্যানার তৈরি করা হয়। তাই আজকের এই অনুচ্ছেদে দুর্গাপূজার কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ব্যানার শেয়ার করা হয়েছে। এ সকল ব্যানার আপনি ষষ্ঠী থেকে শুরু করে দশমী অবধি তৈরি করতে পারেন। নিচে দুর্গা পূজার ব্যানার শেয়ার করা হয়েছে।
দুর্গাপূজার কবিতা
দুর্গাপূজায় নাচে গানে আমরা মেতে উঠি। মায়ের পূজায় আমরা ভক্তি ভরে শ্রদ্ধা করে আরতি উলুধ্বনি কিংবা ধনুচি নাচে মাকে বরণ করি। কথাও কোথাও দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্পূর্ণ অনুষ্ঠানটি ঘিরে থাকে দুর্গাপূজা উপলক্ষে। দুর্গাপূজায় অনেকেই সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে মাকে নিয়ে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দশভূজা, মা উমাকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা শেয়ার করা হয়েছে। এ সকল কবিতা আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবা আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন।
দূর্গা পূজার শুভেচ্ছা কার্ড
শারদীয় দুর্গাপূজায় একে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা শুভেচ্ছা কার্ড বিনিময় করতে পারি। প্রতিটি দুর্গা মন্ডপ কিংবা সাংগঠন থেকে শুভেচ্ছা বার্তা জানার জন্য শুভেচ্ছা কার্ড ব্যবহার করা হয়। তাই আজকের এই অনুচ্ছেদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুন্দর সুন্দর কিছু দুর্গাপূজার শুভেচ্ছা কার্ড শেয়ার করা হয়েছে। আপনারা এখান থেকে এই সকল সুন্দর সুন্দর শুভেচ্ছা কার্ড শেয়ার করতে পারেন।
মহালয়ার পরেই আসি পঞ্চমী সপ্তমী অষ্টমী নবমী এবং মায়ের বিসর্জন দশমীতে। এই দিনগুলো হিন্দু ধর্মাবলীদের কাছে মহা উৎসবের। ধর্ম যার যার উৎসব সবার। সকলেই হিন্দু ধর্মীয় শারদীয় দুর্গাপূজায় সকলকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে এই পূজায় অংশগ্রহণ করি। আজকের এই অনুচ্ছেদ থেকে আপনারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা কার্ড শুভেচ্ছা বার্তা ব্যানার কবিতা এবং স্ট্যাটাস সম্পর্কে জেনেছেন। সকলকে আবারও শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত। সকলকে নমস্কার।