ফিনান্স

চরকি বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৩

আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন। অথবা আপনি কি পৃথিবীর বিভিন্ন দেশ তথা বাংলাদেশের প্রিমিয়াম কোয়ালিটির সিনেমা ওয়েব সিরিজ দেখতে চান। তাহলে আপনার জন্য একটি সুখবর। বাংলাদেশের একমাত্র ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি নিয়ে এসেছে চরকি! সম্পূর্ণ বাংলায় এবং বাংলাদেশের প্রিমিয়াম কোয়ালিটির কনটেন্ট দেখার সুবর্ণ সুযোগ। আপনি চরকিতে একবার সাবস্ক্রাইব করলে এক বছর নির্বিঘ্নে বাংলাদেশ প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন দেখতে পারবেন।সে ক্ষেত্রে চরকিতে সাবস্ক্রিপশন ফি প্রেমেন্ট করতে হবে। আর চরকি সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করা বাবদ বিকাশ আপনাকে দিচ্ছে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক অফার। তাই আপনি যদি চরকি সাবস্ক্রাইব করতে চান তাহলে আমার এই নিবন্ধ টি আপনার জন্য। এই নিবন্ধটি আপনি পুরো টি মনোযোগ দিয়ে পড়লে জানতে পারবেন কিভাবে চরকিতে 50 পার্সেন্ট কমিশনে সাবস্ক্রাইব করা যায়।

চরকি বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৩

বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ই কমার্স ওয়েবসাইট। বর্তমান ডিজিটাল এই যুগে বিকাশ ছাড়া ডিজিটাল যুগ কল্পনাই করা যায় না। বাংলাদেশ অনেকগুলা ই-কমার্স ওয়েবসাইট চালু আছে। মানে অগুনে বিকাশের ধারেকাছেও অন্যান্য ওয়েবসাইটগুলো আসতে পারেনি।। এর অন্যতম কারণ হচ্ছে বিকাশের বহুমুখী পরিষেবা ব্যবস্থা। বিকাশ পরিষেবায় যেমন টাকা পাঠানো ও গ্রহণ করা যায় অন্যদিকে বিকাশের মাধ্যমে বিভিন্ন অনলাইন অফলাইন কেনাকাটায় বিল পেমেন্ট করা। তেমনি একটি অনলাইন বিল পেমেন্ট হচ্ছে চরকি সাবস্ক্রিপশন ফি। চরকি সাবস্ক্রিপশন ফি বিকাশ করলেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক অফার।

চরকি কী?

চরকি একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম । যেখানে থাকবে বিনোদনের বিশাল ভান্ডার। ফিল্ম, ফান আর ফুর্তির দারুণ সব আয়োজন নিয়ে এসেছে চরকি। এখানে থাকবে অরিজিনাল সিনেমা, সিরিজ, শর্টফিল্ম,জনপ্রিয় টিভি নাটক, সোনালি দিনের বাংলা সিনেমা, সাড়া জাগানো ডকুমেন্টারি, বাংলায় ডাবিং করা বিদেশি ভাষার সিনেমা-সিরিয়াল সহ আরো অনেক কিছু।

চরকিতে কিভাবে কন্টেন দেখতে পারবেন?

চরকিতে কন্টেন দেখতে হলে আপনার সঙ্গে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থাকতে হবে যেমন আইফোন এন্ড্রয়েড ল্যাপটপ যাই হোক না কেন। তারপর www.chorki.com ভিজিট করে অথবা গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে চোরকি অ্যাপটি ইন্সটল করে নিন। ব্যাস! তাহলে আপনি চোরকে দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্য তৈরি। এখন আপনি চরকিতে বিনামূল্য ফ্রি কন্টাক্ট দেখতে পারবেন। কিন্তু চরকিতে প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন দেখার জন্য আপনাকে 6 মাস এক মাস অথবা এক বছরের প্যাকেজ সাবস্ক্রাইব করতে হবে। আমি চোর কে প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরলাম।

১) ৫০ টাকায় ৩০ দিনের স্টার্টার সাবস্ক্রিপশন

২) ২৯৯ টাকায় ৬ মাসের সাবস্ক্রিপশন

৩) ৪৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন

৪) ৭৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন (২ টি ডিভাইসে একসাথে ভিডিও স্ট্রিম করা যাবে)

সাবস্ক্রিপশন কেনার জন্য আপনি বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য প্রচলিত মোবাইল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে পেমেন্ট করা যাবে। এভাবেই চরকি দেখতে পারবে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা দর্শক। এই নিবন্ধে আমরা চরকি বিকাশ পেমেন্ট এ ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক অফার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। চরকি ইন্সটল করার পর আপনি যদি বিকাশ পেমেন্ট করেন তাহলে আপনি বিকাশে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন।

কিভাবে চরকি বিকাশ অফার নিব?

চরকি বিকাশ অফার নিতে হলে আপনাকে বিকাশ অ্যাপে যেতে হবে। বিকাশ অ্যাপ এ যাওয়ার পর অফার অপশনে যান। অফার অপশনে গেলে আপনি চোর কি দেখতে পারবেন। সেখান থেকে আপনি চোর কে সাবস্ক্রাইব করলেই পাচ্ছেন 50 পার্সেন্ট ক্যাশব্যাক।

চরকিতে কী কী ধরনের কনটেন্ট থাকছে?

– ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, অ্যান্থোলজি সিরিজ, তথ্যচিত্র, শর্টফিল্ম—বৈচিত্র্যময় কনটেন্টে ভরা অফুরান এক ঝাঁপি নিয়ে হাজির চরকি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকের জন্য আজ থেকে চরকির সব কনটেন্ট উন্মুক্ত। চলুক জেনে আসা যাক, চরকির ভান্ডারে কী কী রত্ন আছে।

শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল ওয়েব সিরিজ মরীচিকা দিয়ে যাত্রা শুরু করেছে চরকি। একই দিনে মুক্তি পেয়েছে রবিউল আলম রবি পরিচালিত শিবব্রত বর্মনের লেখা গল্প নিয়ে অ্যান্থলজি সিরিজ ‘ঊনলৌকিক’–এর প্রথম পর্ব। এসবই চরকির প্রিমিয়াম কনটেন্ট। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে চরকির প্রথম অরিজিনাল ওয়েবফিল্ম ‘ইউটিউমার’। এটিও প্রিমিয়াম। প্ল্যাটফর্মটি আগেই ঘোষণা দিয়েছিল ১২ মাসে ১২টি সিনেমা মুক্তির দেওয়ার। তাই প্রস্তুত আছে অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ছবি দুটো। এছাড়াও প্রিমিয়াম কনটেন্টের তালিকায় আছে বাংলা ডাবিং ও সাইটাইল দিয়ে কিছু আলোচিত ভিনদেশি সিনেমা। যেমন– তুর্কি চলচ্চিত্র নির্মাতা নূরে বিলগে চেলানের ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, ইরানি ছবি টপোলি, তুর্কিশ সিনেমা মিরাকেল ইন সেল নাম্বার সেভেন।

আমরা এই ওয়েবসাইটে বিকাশ সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি একজন বিকাশের গ্রাহক হয়ে থাকেন তাহলে আমাদের এই ওয়েবসাইটটি আপনি ফলো করতে পারেন। তাহলে আপনি বিকাশের অফার সংক্রান্ত সর্বোচ্চ সজাগ থাকতে পারবেন। এবং বিকাশের অফার আপনি যথাযথ ব্যবহার করতে পারবেন। এতক্ষণ পুরো নিবন্ধ টি পড়ার জন্য ধন্যবাদ।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button