ফিনান্স

ফুডপান্ডা বিকাশ পেমেন্ট ভাউচার কোড ও ডিসকাউন্ট নভেম্বর ২০২৩

আপনি কি ফুডপান্ডা বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার অনুসন্ধান করছেন? তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। ফুডপান্ডা ফ্লাট ডিসকাউন্ট অফার এর আওতায় আপনি 200 টাকা বা তার বেশি অর্ডার করলেই পাচ্ছেন 40% ডিসকাউন্ট। তো ফুডপান্ডা ফ্লাট ডিসকাউন্ট অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন।

ফুডপান্ডা বিকাশ পেমেন্ট ফাউচার নভেম্বর ২০২৩

ফুডপান্ডা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ই-কমার্স ওয়েবসাইট এখানে তৈরি খাবার বাসায় সরবরাহ করা হয়। ফুডপান্ডা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এটি পৃথিবীর প্রায় 50 টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। 2016 সালে এটি জার্মানিতে যাত্রা শুরু করে। এরপর ক্রমান্বয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ছড়িয়ে পড়ে ফুডপান্ডা। দক্ষিণ এশিয়ার চীন ব্যতীত প্রত্যেকটি দেশের ফুডপান্ডা সার্ভিস পরিচালিত হচ্ছে। ফুডপান্ডা একবার অর্ডার করলে সে অর্ডার আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে। ফুডপান্ডা মূলত তৈরি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হলেও বর্তমানে ফুডপান্ডা বিভিন্ন গ্রোসারি সংযুক্ত হয়েছে। এর মাধ্যমে আপনি যদি ফুডপান্ডায়  গ্রোসারি অর্ডার  করে  আপনার ঘরের দরজা পৌঁছে যাবে।

ফুডপান্ডা পেমেন্ট সিস্টেম ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট দুই ভাবে করা যায়। ফুডপাণ্ডার পেমেন্টের সঙ্গে বিকাশ অ্যাড করলেই পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক। অর্থাৎ আপনি যদি ফুডপান্ডা অর্ডার করে বিকাশে পেমেন্ট করেন তাহলেই ৪০% পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন। এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকের জন্য প্রযোজ্য। যারা পূর্বে কখনো ফুডপান্ডা অর্ডার করে নি। ফুডপান্ডা ব্লাড টিসকন অফারের বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও ফুড পান্ডা অফার নেওয়ার ভাউচার কোড সংযুক্ত রয়েছে। আপনি এই ভাউচার কোড ব্যবহার করে ফুডপাণ্ডার অফারটি নিতে পারবেন।

foodpanda অর্ডারে ১০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট

foodpanda অর্ডারে ১০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট (নতুন গ্রাহকদের জন্য যারা কখনই কোন অর্ডার করেননি)

ভাউচারঃ BKASHNC100
১০০ টাকা ডিসকাউন্ট প্রযোজ্য
অফারটি ১ বার নিতে পারবেন
অফারটি পেতে ন্যূনতম ২০০ টাকার অর্ডার করতে হবে
৭৫ টাকা ডিসকাউন্ট ফুড অর্ডারে ও গ্রোসারি অর্ডারে(সকল গ্রাহকদের জন্য)

ফুড ভাউচারঃ BKASHFOOD

প্রতি অর্ডারে সর্বোচ্চ ৭৫ টাকা ডিসকাউন্ট
২ বার ডিসকাউন্ট নিতে পারবেন
অফার চলাকালীন সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট পাবেন
অফারটি পেতে ন্যূনতম ২৫০ টাকার অর্ডার করতে হবে
গ্রোসারি ভাউচারঃ BKASHMART

প্রতি অর্ডারে সর্বোচ্চ ৭৫ টাকা ডিসকাউন্ট
২ বার ডিসকাউন্ট নিতে পারবেন
অফার চলাকালীন সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট পাবেন
অফারটি পেতে ন্যূনতম ৩০০ টাকার অর্ডার করতে হবে
নতুন গ্রাহকরাও এই অফারের জন্য যোগ্য হবেন

ফুডপান্ডা বিকাশ পেমেন্ট 200 টাকা ক্যাশব্যাক অফার কিভাবে নিবেন?

 যেকোনো বিকাশ গ্রাহক foodpanda অ্যাপ-এ ‘add payment method’-এ গিয়ে নিজের বিকাশ একাউন্টটি foodpanda অ্যাপ-এ অ্যাড করতে পারবেন। তারপর foodpanda থেকে যেকোনো প্রয়োজনীয় কেনাকাটা বা ফুড অর্ডার করলেই পেমেন্ট বিকাশ করতে পারবেন

ফুডপান্ডা বিকাশ পেমেন্ট 200 টাকা ক্যাশব্যাক অফারের বিস্তারিতঃ

foodpanda অর্ডারে ১০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট (নতুন গ্রাহকদের জন্য যারা কখনই কোন অর্ডার করেননি)

ভাউচারঃ BKASHNC100
১০০ টাকা ডিসকাউন্ট প্রযোজ্য
অফারটি ১ বার নিতে পারবেন
অফারটি পেতে ন্যূনতম ২০০ টাকার অর্ডার করতে হবে
৪০% ডিসকাউন্ট ফুড অর্ডারে ও ১০% ডিসকাউন্ট গ্রোসারি অর্ডারে(সকল গ্রাহকদের জন্য)

ফুড ভাউচারঃ BKASHFP80

প্রতি অর্ডারে সর্বোচ্চ ৮০ টাকা ডিসকাউন্ট
৩ বার ডিসকাউন্ট নিতে পারবেন
অফার চলাকালীন সর্বোচ্চ ২৪০ টাকা ডিসকাউন্ট পাবেন
অফারটি পেতে ন্যূনতম ২০০ টাকার অর্ডার করতে হবে
গ্রোসারি ভাউচারঃ BKASHFP70

প্রতি অর্ডারে সর্বোচ্চ ৭০ টাকা ডিসকাউন্ট
১ বার ডিসকাউন্ট নিতে পারবেন
অফার চলাকালীন সর্বোচ্চ ৭০ টাকা ডিসকাউন্ট পাবেন
অফারটি পেতে ন্যূনতম ৩০০ টাকার অর্ডার করতে হবে

নতুন গ্রাহকরাও এই অফারের জন্য যোগ্য হবেন ।

Foodpanda অ্যাপ-এ কীভাবে বিকাশ একাউন্টটি অ্যাড করবেন?

foodpanda-তে গিয়ে পছন্দের আইটেমগুলি অর্ডার করার জন্য সিলেক্ট করুন
আপনার cart-এ গিয়ে ‘review payment and address’ অপশনটি সিলেক্ট করুন
Checkout পেজে গিয়ে ‘add payment method’ অপশনে যান এবং ‘bKash’ সিলেক্ট করুন
এবার ‘place order’ অপশনটি সিলেক্ট করুন, আপনাকে আপনার বিকাশ একাউন্টে রিডিরেক্ট করা হবে
শর্ত ও নিয়মাবলীতে সম্মতি দিন ও বিকাশ একাউন্ট নাম্বার, ওটিপি ও বিকাশ-এর পিন নাম্বার দিন
আপনার একাউন্টটি সেভ করা হয়ে যাবে।

কীভাবে পেমেন্ট করবেন ?

foodpanda অ্যাপ-এ বিকাশ একাউন্ট যুক্ত করা হয়ে গেলে আপনাকে নিশ্চিত করতে হবে যে default payment method হিসেবে bKash সিলেক্ট করা রয়েছে
এরপর অর্ডার প্লেস করুন, স্বয়ংক্রিয়ভাবেই পেমেন্ট বিকাশ হয়ে যাবে

ফুডপান্ডা বিকাশ ডিসকাউন্ট শর্তাবলী:

অফারটি foodpanda অ্যাপ এবং foodpanda ওয়েবসাইট থেকে নেওয়া যাবে । পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট বিকাশ করলে ডিসকাউন্টপাওয়া যাবে। ডিসকাউন্ট গ্রাহককে সাথে সাথে দিয়ে দেয়া হবে। যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই এই অফারটি উপভোগ করতে পারবেন। ডিসকাউন্ট পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে ।

গ্রাহক তার নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করার মাধ্যমে ডিসকাউন্ট পাবেন। বিকাশ ও ক্যাম্পেইনে অংশগ্রহণকারী মার্চেন্টরা কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি এবং মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণে পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে । কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ ও ক্যাম্পেইনে অংশগ্রহণকারী মার্চেন্টরা গ্রাহকের ডিসকাউন্ট বাতিলের অধিকার সংরক্ষণ করে।

যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহককে পেমেন্ট সেবা দেয়। মার্চেন্ট যদি গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হয় ।যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, তাহলে গ্রাহককে উক্ত মার্চেন্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে ।

আমরা এই ওয়েবসাইটটি নিত্য নতুন তথ্য সরবরাহ করে থাকি। ফুডপাণ্ডার অন্যান্য অফার জানতে আমাদের এই ওয়েবসাইটটির সাথেই থাকুন। ধন্যবাদ

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button