আজকের এই নিবন্ধের আলোচ্য বিষয় কুয়াকাটা এক্সপ্রেস কাউন্টার নম্বর ঠিকানা এবং টিকিটের মূল্য। আপনি যদি ঢাকা বরিশাল খুলনা রোডের একজন যাত্রী হন এবং আপনি যদি বাসে যাতায়াত কথা চিন্তা করেন তাহলে সর্বপ্রথম কুয়াকাটা এক্সপ্রেস আপনার মাথায় আসবে। কারণ কুয়াকাটা এক্সপ্রেস যে আপনি খুব সহজেই এসি এবং ননএসি পরিষেবা পেতে পারেন। সেটি আপনার ভ্রমণের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই আজকের নিবন্ধে ইনফো ভান্ডার ডটকম পাঠকদের জন্য আমি কুয়াকাটা এক্সপ্রেস এর বিস্তারিত তথ্য তুলে ধরব। কুয়াকাটা এক্সপ্রেস এর টিকিট কাউন্টার ঠিকানা এবং টিকিটের মূল্য জানার জন্য নিচের অংশটুকু মনোযোগ দিয়ে পড়বেন।রুট: ঢাকা->কুয়াকাটা, কুয়াকাটা->ঢাকা, কুয়াকাটা->বেনাপোল, বেনাপোল->কুয়াকাটা, কুয়াকাটা->শ্যামনগর, শ্যামনগর->কুয়াকাটা
কুয়াকাটা এক্সপ্রেস কাউন্টার নাম্বার ও ঠিকানা
বাংলাদেশের সাথে পশ্চিমের জেলাগুলোর মধ্যে যাতায়াতকারী বাস পরিবহন এর মধ্যে কুয়াকাটা এক্সপ্রেস অন্যতম। সাধারণত পশ্চিমের জেলা গুলোর সাথে বাস যোগাযোগ অতটা ভালো নয়। এই জায়গায় কুয়াকাটা এক্সপ্রেস সবার কাছে খুবই গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তাই আজকে আমি কুয়াকাটা এক্সপ্রেস এর বিস্তারিত তথ্য এখানে তুলে ধরব। কুয়াকাটা এক্সপ্রেস এর প্রধান কাউন্টার নাম্বার ও ঠিকানা নিচে সংযুক্ত থাকবে। কুয়াকাটা এক্সপ্রেস এর প্রধান কাউন্টার হচ্ছে সাদাবাদ ঢাকায়।
- ঠিকানা: 33, সায়দাবাদ,ঢাকা .
- মোবাইল: 01761-784382, 01682-903813
কুয়াকাতা এক্সপ্রেস টিকিট মূল্য
কুয়াকাটা এক্সপ্রেস রাজধানী ঢাকা থেকে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা এই জেলাগুলোতে যাতায়াত। আমি কুয়াকাটা এক্সপ্রেস এর এসি এবং ননএসি দুই ধরনের টিকিট মূল্য নিবন্ধের এই অংশে যুক্ত করলাম। কুয়াকাটা এক্সপ্রেস রাজধানী ঢাকা থেকে এসি নন এসি দুই ধরনের সার্ভিস প্রদান করে এর জন্য কুয়াকাটা এক্সপ্রেস এর টিকিট মূল্য প্রযোজ্য হয়। নিচে একটি ছকের মাধ্যমে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন।
গন্তব্য | এসি | নন–এসি |
বরিশাল | 600 | 400 |
পটুয়াখালী | – | 450 |
কুয়াকাটা | – | 450 |
কিভাবে কুয়াকাটা এক্সপ্রেস বাসের টিকিট অনলাইনে বুকিং করবেন
যারা কুয়াকাটা এক্সপ্রেসে নিয়মিতভাবে প্রমাণ করে থাকেন তারা খুব সহজেই কুয়াকাটা এক্সপ্রেসের অনলাইন টিকিট বুকিং সম্পর্কে বলতে পারবেন বলে আমার ধারণা । কিন্তু এখনো যারা কুয়াকাটা এক্সপ্রেস এর প্রমাণ করেন নি অথবা অনলাইনে কিভাবে বাসের টিকিট বুকিং দেওয়া যায় সে সম্পর্কে জানে না তাদের জন্য বিষয়টা একটি জটিল মনে হতে পারে। কিন্তু বিষয়টিকে জটিলভাবে ভাবার কোন কারণ নেই। আমি কুয়াকাটা এক্সপ্রেস এর টিকিট বুকিং এর একটি লিংক যুক্ত করছি। লিংকটি হলো shohoz.com এর মাদ্ধমে আপনি খুব সহজে কুয়াকাটা এক্সপ্রেস এর টিকিট বুকিং দিতে পারবেন।
- আপনাকে প্রথমে তাদের ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করতে হবে এবং ভ্রমণের গন্তব্য সম্পর্কে তথ্য চাইলে একটি ওয়েব পেজ পাবেন
- আপনার প্রয়োজনীয় তথ্য সেখানে পূরণ করুন এবং অনুসন্ধান বিকল্পে ক্লিক করুন
- আপনাকে গন্তব্যের জন্য একটি নির্দিষ্ট তারিখে আপনার বাসের সময়সূচী একটি পৃষ্ঠা উপস্থাপন করা হবে
- তারপর আপনি পছন্দমত একটি বাসের সময়সূচী তে ক্লিক করুন এবং আপনার বাসের আসন নির্বাচন করুন
- সর্বশেষে আপনাকে টিকিট নিশ্চিত করতে অর্থ প্রদান করতে হবে তারপর টিকিট সফলভাবে নিশ্চিত হবে. তারপর আপনি টিকেট ডাউনলোড করতে পারবেন
কুয়াকাটা এক্সপ্রেস ঢাকা সকল কাউন্টার নাম্বার ও ঠিকানা
আপনি কি কুয়াকাটা এক্সপ্রেস এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে থাকেন. তবে আপনি বরিশাল কাউন্টার থেকে ঢাকা টু খুলনা খুলনা টু যশোর বিভিন্ন গন্তব্যের টিকেট ক্রয় করতে পারবেন কিন্তু শুধুমাত্র ঢাকা থেকে বরিশালের টিকিট কিনতে পারবেন. সুতরাং আজ আমরা এখানে ঢাকা টু বরিশাল রুটের টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা প্রদান করব যাতে আপনি সহজে টিকিট বুক করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন।
পাল্টা | সংখ্যা |
সায়েদাবাদ কাউন্টার | 01761-784382 |
গাবতলী কাউন্টার | 01761-784383 |
সাভার কাউন্টার | 01761-784384 |
কুয়াকাটা বাসের বরিশাল কাউন্টার নাম্বার ও ঠিকানা
আপনি যদি বরিশাল থেকে খুলনা খুলনা থেকে বরিশাল ভ্রমণ করতে চান তাহলে কুয়াকাটার এক্সপ্রেসের নিম্নোক্ত কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারবেন এবং যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে টিকিট বুক করতে পারবেন।
পাল্টা | সংখ্যা |
কুয়াকাটা | 01761784371 |
মহিপুর | 01761784372 |
কলাপাড়া | 01761784373 |
কুয়াকাটা এক্সপ্রেস খুলনা কাউন্টার নাম্বার ও ঠিকানা
ধরুন আপনি কুয়াকাটা বাস সার্ভিসের মাধ্যমে যশোর থেকে বরিশাল অথবা বরিশাল থেকে যশোরের ভ্রমণ করতে চান কিন্তু কাউন্টার নাম্বারে যোগাযোগ নাম্বার আপনার জানা নেই সেক্ষেত্রে আপনি সময়ের মধ্যে টিকিট বুক করতে পারবেন না. এজন্য আমরা আজ আপনাকে খুলনা কাউন্টারের নাম্বার ও ঠিকানা প্রদান করব যাতে আপনি সহজেই যোগাযোগ করতে পারেন।
পাল্টা | সংখ্যা |
খুলনা কাউন্টার | 017088২০২৩9 |
আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন বাসের কাউন্টার নাম্বার ও টিকিট মূল্য সংযুক্ত করে থাকি। তাই আপনার ভ্রমণ কে আরো নিরাপদ ও আরামদায়ক নির্ভেজাল করার জন্য আমার এই ওয়েবসাইটটির সাথে থাকবেন ধন্যবাদ।