আইপিএলস্পোর্টস

আইপিএল ২০২৩ প্লেয়ার ড্রাফট, কোন প্লেয়ার কোন টিমে খেলবে

ইনফো ভান্ডারের সম্মানিত পাঠকবৃন্দ, আজকের এই নিবন্ধে আমরা আইপিএল ২০২৩ প্লেয়ার ড্রাফট কোন প্লেয়ার কোন টিমে খেলবে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ক্রিকেটের সবচেয়ে বড় এই মেগা টুনামেট প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই ক্রিকেট টুর্ণামেন্টে পৃথিবীর বিভিন্ন প্রান্তের খেলোয়াড়গণ অংশগ্রহণ করে। আইসিসির অন্তর্ভুক্ত হচ্ছে কোন দেশের খেলোয়াড় গন টুনামেন্ট অংশগ্রহণ করে এবং পৃথিবী বিখ্যাত বড় বড় ক্রিকেটার এই টুর্নামেন্ট উপলক্ষে ইন্ডিয়াতে আসে। তাই এই টুর্নামেন্টের যখন মেগা ড্রাফট অনুষ্ঠিত হয় তখন সবাই তাকিয়ে থাকে সেই ড্রাফট তালিকা থেকে কোন খেলোয়ার কোন দলে অন্তর্ভুক্ত হলো। চলুন এক নজরে দেখে নেই আইপিএল ড্রপট শেষে কোন ফ্র্যাঞ্চাইজি কিরকম দল গঠন করল।

আইপিএল 2023 প্লেয়ার নিলাম কবে?

আইপিএল ২০২৩ এর প্লেয়ার ড্রাফট কবে অনুষ্ঠিত হবে এই সম্পর্কিত প্রশ্ন অনেকে অনলাইনে অনুসন্ধান করে থাকেন? ২০২৩ সালের আইপিএল প্লাটফর্ম অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 12 এবং 13 তারিখ। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালে আইপিএলে মোট 10 টি দল অংশগ্রহণ করবে। দশটি দল এই দুই দিনের মধ্যে তাদের দল গঠন করার সর্বাত্মক সুযোগ পাবে।

আইপিএল ২০২৩ সময়সূচী PDF

২০২৩ সালে আইপিএল দলগুলোর তালিকা:

এর আগে আইপিএলের সর্বোচ্চ 8 টি দল অংশগ্রহণ করেছিল। এবার এই প্রথম আইপিএল এ দুটি নতুন দল নিয়ে মোট 10 টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। নতুন দল দুটি হল আহমেদাবাদ এবং লক্ষৌ ।

  • চেন্নাই সুপার কিংস
  • দিল্লি ক্যাপিটালস
  • কলকাতা নাইট রাইডার্স
  • মুম্বাই ইন্ডিয়ানস
  • পাঞ্জাব কিংস
  • রাজস্থান রয়্যালস
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালাের
  • সানরাইজার্স হায়দ্রাবাদ
  • আহমেদাবাদ
  • লক্ষৌ

আইপিএল নিলাম ২০২৩

আইপিএল নিলামে মোট 590 জন ক্রিকেটার অংশগ্রহণ করবে। এরমধ্যে 228 জন ভারতীয় দলের ক্রিকেটার এবং বাকি 355 জন বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ দুই কোটি ভিত্তিমূল্য নিলামে অংশগ্রহণ করবে বিশ্বের নামি দামি খেলোয়াড় গন। সর্বোচ্চ ভিত্তিমূল্য 48 জন ক্রিকেটার মেগা নিলামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।
সর্বমোট 590 জন ক্রিকেটারের মধ্য থেকে দশটি ফ্র্যাঞ্চাইজি তাদের দলগুলো গঠন করার সুযোগ পাবে। এর মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম ব্যতীত সর্বোচ্চ 2 জন খেলোয়াড় কে নিজ দলে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাই আজকের এই নিবন্ধ থেকে আমরা জেনে নিতে পারব কোন খেলোয়ার অলরেডি দল পেয়ে গেছে। আইপিএল নিলাম শেষে দলগুলোর চেহারা দেখে নিতে নিবন্ধের নিচের অনুসরণ করতে পারি।

আইপিএল নিলাম আপডেট ২০২৩

  • ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানের জন্য শেষ মুহূর্ত চেষ্টা করেও পারল না কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমিয়েছেন তিনি
  • কলকাতা নাইট রাইডার্স থেকে এবার বিরাট কোহলির বেঙ্গালুরুতে পাড়ি জমাচ্ছেন উইকেটকিপার দিনেশ কার্তিক। তাঁর দাম সাড়ে ৫ কোটি
  • ৬ কোটি ৭৫ লাখে সানরাইজার্স হায়দরাবাদ থেকে পাঞ্জাব কিংসে পাড়ি জমিয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
  • ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে তাতে খরচ হয়েছে ১৫ কোটি ২৫ লাখ। এই আকাশছোঁয়া মূল্যে ঘরে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান
  • ৬ কোটি ৭৫ লাখে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ব্যাটসম্যান অম্বাতি রাইড়ুকে। রাইড়ু আগেও চেন্নাইতেই খেলতেন
  • অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে সাড়ে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস
  • ৮ কোটি ২৫ লাখে লোকেশ রাহুলের লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে গিয়েছেন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া
  • ৮ কোটি ৭৫ লাখের বিনিময়ে সানরাইজার্স হায়দরবাদে পাড়ি জমিয়েছেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর
  • ১০ কোটি ৭৫ লাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভেড়াল লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। বিরতির পর হাসারাঙ্গার জন্য আর নতুন করে দাম হাঁকায়নি পাঞ্জাব কিংস
  • গত মৌসুমে পাঞ্জাব কিংসে খেলা ব্যাটসম্যান দীপক হুদাকে এবার কিনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দাম ৫ কোটি ৭৫ লাখ
  • গতবারের সর্বোচ্চ উইকেটশিকারি, ভারতীয় পেসার হার্শাল প্যাটেলের জন্য ১০ কোটি ৭৫ লাখ খরচ করেছে তাঁর সাবেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
  • ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়কের জন্য নিলাম টেবিল গ্রুম হয়েছিল বেশ। এই পেস বোলিং অলরাউন্ডারকে শেষমেশ ৮ কোটি ৭৫ লাখে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
  • নিজের এত দাম উঠবে, হয়ত ভাবেননি নিতিশ রানা। ৮ কোটি রুপিতে এই ব্যাটসম্যানকে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স
  • ৪ কোটি ৪০ লাখে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস
  • দুই কোটি রুপিতে টপ অর্ডার ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, গত মৌসুমে উথাপ্পা যে দলে খেলেছেন।
  • গুজরাট টাইটানস ২ কোটি রুপির বিনিময়ে কিনেছে ইংলিশ ওপেনার জেসন রয়কে।
  • ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে নিয়ে বেশ ভালোই কাড়াকাড়ি লেগে গিয়েছিল নিলামের টেবিলে। শেষমেশ ৮ কোটি ৫০ লাখে রাজস্থান রয়্যালসে পাড়ি জমিয়েছেন এই মারকাটারি ব্যাটসম্যান।
  • প্রথমেই নিলাম হচ্ছে মনীশ পাণ্ডেকে নিয়ে, গত মৌসুমে যিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৪ কোটি ৬০ লাখ রুপির বিনিময়ে তাঁকে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
  • ৪ কোটি ৪০ লাখে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস।
  • নিজের এত দাম উঠবে, হয়ত ভাবেননি নিতিশ রানা। ৮ কোটি রুপিতে এই ব্যাটসম্যানকে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
  • দেবদূত পাডিকাল ওপেনারকে ৭ কোটি ৭৫ লাখে কিনেছে আরেক রয়্যালস – রাজস্থান।

১ম রাউন্ড শেষে বিক্রি হলেন যারা

খেলোয়াড়দলদাম (রুপিতে)
শিখর ধাওয়ানপাঞ্জাব কিংস৮ কোটি ২৫ লাখ
রবিচন্দ্রন অশ্বিনরাজস্থান রয়্যালস৫ কোটি
প্যাট কামিন্সকলকাতা নাইট রাইডার্স৭ কোটি ২৫ লাখ
কাগিসো রাবাদাপাঞ্জাব কিংস৯ কোটি ২৫ লাখ
ট্রেন্ট বোল্টরাজস্থান রয়্যালস৮ কোটি
শ্রেয়াস আইয়ারকলকাতা নাইট রাইডার্স১২ কোটি ২৫ লাখ
মোহাম্মদ শামিগুজরাট টাইটানস৬ কোটি ২৫ লাখ
ফ্যাফ ডু প্লেসিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৭ কোটি
কুইন্টন ডি ককলক্ষ্ণৌ সুপার জায়ান্টস৬ কোটি ৭৫ লাখ
ডেভিড ওয়ার্নারদিল্লি ক্যাপিটালস৬ কোটি

আইপিএল ২০২৩ সকল দলের স্কোয়াড 

মেগা নিলামে এ বার ৫৯০ ক্রিকেটারের ভাগ্য চূড়ান্ত হবে। তার মধ্যে রয়েছে ৩৭০ জন ভারতীয়। বাকি ২২০ জন বিদেশি। মোট ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস ২কোটি টাকা। তার মধ্যে রয়েছেন ১৭ জন ভারতীয় ক্রিকেটার। ১০ মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছে ৪ ভারতীয়। মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়ার আর শিখর ধাওয়ানকে রাখা হয়েছে মার্কি ক্রিকেটারের তালিকায়। বাকি ৬ ক্রিকেটার ফাফ ডুপ্লেসি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, কাগিসো রাবাদা আর ট্রেন্ট বোল্ট। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল একজন করে মার্কি ক্রিকেটার নিতে পারবে।

মুম্বাই ইন্ডিয়ান্স দলের স্কোয়াড ২০২৩

  • রোহিত শর্মা
  • জাসপ্রিত বুমরাহ

চেন্নাই সুপার কিংস দলের স্কোয়াড ২০২৩

  • রবীন্দ্র জাদেজা
  • এমএস ধোনি
  • রুতুরাজ গায়কওয়াড়
  • মঈন আলি

দিল্লি ক্যাপিটালস দলের স্কোয়াড ২০২৩

  • ঋষভ পান্ত
  • পৃথ্বী শ
  • অক্ষর প্যাটেল
  • অ্যানরিচ নর্টজে

সানরাইজার হায়দ্রাবাদ দলের স্কোয়াড ২০২৩

  • কেন উইলিয়ামসন

কলকাতা নাইট রাইডার্স দলের স্কোয়াড ২০২৩

  • সুনীল নারিন
  • আন্দ্রে রাসেল
  • বরুণ চক্রবর্তী
  • ভেঙ্কটেশ আইয়ার

রাজস্থান রয়েলস দলের স্কোয়াড ২০২৩

  • সঞ্জু স্যামসন

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের স্কোয়াড ২০২৩

  • বিরাট কোহলি
  • গ্লেন ম্যাক্সওয়েল

কিংস ইলেভেন পাঞ্জাব দলের স্কোয়াড ২০২৩

কোন প্লেয়ার রাখেনি সব প্লেয়ার ছেড়ে দিয়েছে

লাখনৌ দলের স্কোয়াড ২০২৩

  • নতুন দল

আহমেদাবাদ দলের স্কোয়াড ২০২৩

  • নতুন দল

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button