সদ্য সমাপ্ত হয়েছে আইপিএল নিলাম, আইপিএল নিলাম শেষে দলগুলো কিরকম হলো সে বিষয়ে আমরা আলোচনা করছি। আজকের এই নিবন্ধে আমরা মুম্বাই ইন্ডিয়ান্স দলের স্কোয়াড সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স বেশ কিছু খেলোয়াড় কে আগে থেকেই ধরে রেখেছিল। যে সকল খেলোয়াড় কে ধরে রেখেছিল তাদের ছাড়া আইপিএল আরো 21 জন খেলোয়াড় কে কিনেছে। এই নিয়ে মোট মুম্বাই ইন্ডিয়ান্স দলে 25 জন খেলোয়ার আছে।
আইপিএল দলের মালিক নিতা আম্বানি। নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স দল কিরকম হলো সেটা অনেকেই অনলাইনে অনুসন্ধান করছেন। তাই নিতা আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্স দলের স্কোয়াড আজকের নিবন্ধে তুলে ধরা হবে।
মুম্বাই ইন্ডিয়ান্স মোট 4 জন খেলোয়াড় কে ধরে রেখেছিল। সেই চার জন খেলোয়াড় হলো রোহিত শর্মা কারণ ফ্লাট জাসপ্রিত ভোমরা সূর্য কুমার যাদব। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স আরো 21 জন খেলোয়াড় কে নিয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্স দলের স্কোয়াড ২০২৩
মুম্বাই ইন্ডিয়ান্স ২০২৩ আইপিএল এর জন্য বেশ শক্ত দল গঠন করল। সদ্যসমাপ্ত আইপিএল নিলাম থেকে কেনা 21 জন খেলোয়াড় মিলে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 25 সদস্যের দল গঠন করেছে। নীতা আম্বানির এই দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তৈরি করেছে। এখন আমরা মুম্বাই ইন্ডিয়ান্স দলের স্কোয়াড দেখে নিবো।
ব্যাটার: ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি টাকা), রাহুল বুদ্ধি (২০ লক্ষ টাকা), রোহিত শর্মা (১৬ কোটি টাকা), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা), আনমোলপ্রীত সিংহ (২০ লক্ষ টাকা)
বোলার: মায়াঙ্ক মারকাণ্ডে (৬৫ লক্ষ টাকা), জয়দেব উনাদকাট (১.৩ কোটি টাকা), টাইমাল মিলস (১.৫ কোটি টাকা), এম অশ্বিন (১.৬ কোটি টাকা), যশপ্রীত বুমরা (১২ কোটি টাকা), বেসিল থাম্পি (৩০ লক্ষ টাকা), রিলে মেরিডিথ (১ কোটি টাকা)
অলরাউন্ডার: সঞ্জয় যাদব (৫০ লক্ষ টাকা), রামনদীপ সিংহ (২০ লক্ষ টাকা), অর্জুন তেন্ডুলকর (৩০ লক্ষ টাকা), তিলক বর্মা (১.৭ কোটি টাকা), হৃতিক শোকিন (২০ লক্ষ টাকা), আর্শাদ খান (২০ লক্ষ টাকা), কায়রন পোলার্ড (৬ কোটি টাকা), জোফ্রা আর্চার (৮ কোটি টাকা), ফ্যাবিয়েন অ্যালেন (৭৫ লক্ষ টাকা), ড্যানিয়েল স্যামস (২.৬ কোটি টাকা), টিম ডেভিড (৮,২৫ কোটি টাকা)
উইকেটকিপার: আরিয়াল জুয়াল (২০ লক্ষ টাকা), ঈশান কিষান (১৫.২৫ কোটি টাকা)
মুম্বাই ইন্ডিয়ান্স দলের লোগো ২০২৩
আইপিএলে প্রতিটা দলের আলাদা আলাদা লোগো থাকে। সেই লোক দিয়ে মূলত দলগুলোকে চেনা যায়। লোগো দিয়েই সংক্ষেপে সেই দলের ধারণা পাওয়া যায়। আইপিএল ২০২৩ এর মুম্বাই ইন্ডিয়ান্স দলের লোগো তুলে দিলাম।