স্টাটাস

গুড নাইট বা শুভরাত্রি নিয়ে এসএমএস, মেসেজ ও স্ট্যাটাস

প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমাদের পেজে স্বাগতম। আপনারা অনেকেই হয়তোবা good night বা শুভরাত্রি সম্পর্কে এসএমএস ,মেসেজ ও স্ট্যাটাস খুঁজে থাকেন। বিশেষ করে তাদের জন্যই আমাদের এই পোস্টটি সাজানো হয়েছে। প্রিয়জনকে বা আত্মীয়-স্বজন বা ছোট ভাই বোনকে গুড নাইট বা শুভরাত্রি জানিয়ে থাকি আমরা। এসব প্রিয় আপন জনের মনে ভালোবাসা স্থাপন করা যায় গুডনাইট বা শুভরাত্রি সময় এসএমএস ও মেসেজ পাঠিয়ে দিয়ে। আপনারা বিভিন্ন পোস্টে হয়তো বা বিভিন্ন ধরনের গুডনাইট বা শুভরাত্রি সম্পর্কে পড়েছেন। আমরা চেষ্টা করেছি, আপনাদের জন্য বেস্ট ভাবে গুড নাইট বা শুভরাত্রি সম্পর্কে পোস্টটি সাজানোর।

আপনাদের মাঝে বেস্ট টি তুলে ধরার জন্য চেষ্টা করেছি, জানিনা কতটুকু দিতে পারতেছি। গুড নাইট বা শুভরাত্রি যখন রাত গভীর হয় তখন আপনার মনের মানুষ আপনার নিকট শুভরাত্রি মেসেজ ও এসএমএস বা বার্তা পাবার অপেক্ষার প্রহর গুনতে থাকে। তাই আপনি যখন আপনার মনের মানুষের নিকট মনের কথা এসএমএস ,মেসেজ ও স্ট্যাটাসের মাধ্যমে পাঠিয়ে দেন তখন আপনার সেই মনের প্রিয় মানুষটি আপনার প্রতি খুব খুশি হবে এবং ভালোবাসা বেশি স্থাপন হবে। ভালোবাসার গভীরতা অনেক বেশি স্থাপন করার জন্য আপনাকে মনের মানুষের মনের ভিতরে ভালোবাসা প্রতিষ্ঠা করতে হবে।

গুড নাইট বা শুভরাত্রি এসএমএস

আপনারা অনেকেই হয়তো গুডনাইট বা শুভরাত্রি এসএমএস খুজতেছেন। আপনাদের প্রিয় মানুষকে পাঠানোর জন্য।আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছেন মনের মতো ভালো এসএমএস পাচ্ছেন না। মূলত তাদের জন্যই আমাদের এই পোস্টটি। আমাদের এই পোষ্টটি ভিজিট করলেই আপনি পেয়ে যাবেন। আপনার পছন্দের এস এম এস। যা আপনি প্রিয়জনকে পাঠালে মন ছুয়ে যাবে। নিম্নে প্রদান করা হলো এসএমএসগুলো

***রাত আধার কালো
দিনের রোদের আলো
রাত গভীর হলে
বন্ধু তোমার কথা
পড়লো মনে বেশি বেশি।
“গুড নাইট”

****ও প্রিয় শুনো তোমাকেই বলছি
সারাদিন তোমার সাথে কথা বলে
আমার মন ভরে নাই রাতটুকু ও
শুধু তোমার সাথেই থাকতে চাই ।
“গুড নাইট”

****রাতের তারা মিটমিট জ্বলে
আকাশকে আলো করে তোলে
আর তোমার উপস্থিতি
আমার জীবনকে করে তুলে রঙিন।
“গুড নাইট”

****সূর্য যখন ডুবতে শুরু করে
রাত যখন অন্ধকার হতে শুরু করে
আর তোমার অনুপস্থিতি আমায়
কষ্ট দিতে শুরু করে তাইতো
তোমায় মিষ্টি করে বলতে চাই
” গুড নাইট”

****রাতের আলো ঝিমিয়ে গেছে
ঝিঁঝি পোকাও ঘুমিয়ে পড়েছে
এবার প্রিয় চলো তুমিও ঘুমিয়ে পড়বে
তোমায় আমি জানাতে এসেছি
” গুড নাইট”

গুড নাইট বা শুভরাত্রি নিয়ে মেসেজ

সারাদিন কর্ম ব্যস্তের পর যখন রাতে বিছানায় ঘুমাতে আসে। তখনই মনে পড়ে সেই প্রিয়জনের কথা। আর আশায় থাকে, সে প্রিয়জন কখনো একটি মেসেজ পাঠিয়ে। আমাকে জানিয়ে দিবে শুভরাত্রির কথা। তার অপেক্ষার প্রহর গুনতে গুনতেই মোবাইল ফোনে হঠাৎ করে বেজে ওঠে তার আসা একটি মেসেজ। আর সেই মেসেজটি মনের ভিতর অনুপ্রেরণা যোগায় ভালোবাসার। এমনসব রোমান্টিক মেসেজ দিয়ে আমাদের এই পোস্টটি সাজানো। আশা রাখছি, ভালো লাগবে নিম্নে দেয়া হলো কিছু মেসেজ।

***ভালোবাসা বুঝি এমনই হয় ,রাতের ঘুম কেড়ে নেয়। দিনের কাজকর্মে মন বসে না। আর তোমার কষ্টের কথা শুনলে অস্থিরতা লাগে এই মনে। এখন তুমি ঘুমিয়ে পড়।
” শুভরাত্রি”

****কোন সমস্যা নয় আকাশ কালো বা আলো
কোন সমস্যা নয় বৃষ্টি হোক বা নাই বা হোক
শুধু সমস্যা হাজারো ঝড় আসলেও
তুমি আমার দুই হাত ছাড়বে না
ওয়াদা করো আর আমার সাথে সংসার করার স্বপ্ন দেখ
“শুভরাত্রি”

****রাত জাগা পাখি হয়ে, যার কথা ভাবি মনে মনে। তার অজান্তেই মন তার ছবি আঁকে। সেই ভালোবাসার মানুষকে জানাতে চাই আমি ভালবাসি তোমায়।
“শুভ রাত্রি”

****মনের মানুষকে নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখা। এটা কোন অপরাধ নয়, বরং ভালোবাসার অধিকার। তাইতো রাতগুলো যায় মনের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে ।
“শুভ রাত্রি”

****রাত মানে গভীর নেশায় স্বপ্ন দেখা। মনের মানুষকে নিয়ে বেঁচে থাকার। রাত মানে চোখটি বুঝে স্মৃতি নিয়ে কল্পনা করা , রাত মানে তোমায় বলতে আসা ।
” শুভ রাত্রি”

শুভ রাত্রি বা গুড নাইট নিয়ে স্ট্যাটাস

শুভ রাত্রি বা গুড নাইট এই শব্দটি আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অদ্ভুতভাবে জড়িত রয়েছে। রাত যখন হয় তখন আমরা আমাদের প্রিয় মানুষের কাছ থেকে শুভরাত্রি বা গুড নাইট এর জন্য অপেক্ষা করে থাকি। আমাদের প্রিয় মানুষটি আমাদের শুভ রাত্রি বা গুড নাইট না জানিয়ে কখনোই ঘুমিয়ে পড়ে না। যদিও কখনো ঘুমিয়ে পড়ে আবার ঘুম থেকে উঠে শুভরাত্রি অথবা গুড নাইট এই শব্দটি বলে আবার ঘুমিয়ে যায়। আর এই শুভ রাত্রি বা গুড নাইট এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকেই অনেক স্ট্যাটাস প্রদান করে থাকেন। কারন কি জানেন প্রিয় মানুষের কাছে পৌঁছে যাবে এই তথ্যটি।

প্রিয় মানুষ বুঝতে পারবে তার জন্যই সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়েছে তার আপন মানুষ।সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস প্রদান করলে ছড়িয়ে যায় সবার নিকট। সে ও বুঝতে পারে এই স্ট্যাটাসটা কার উদ্দেশ্যে করে দেয়া হয়েছে। স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে প্রিয় মানুষের মনে চলে যায় গভীর ভালোবাসা অনুভব। ভালোবাসা একজনকে বাঁচতে শেখায় এবং ভালোবাসাটা দিয়ে ধরে রাখতে শেখায় প্রিয় মানুষকে। ভালোবাসা এমনই তো হয় প্রিয় মানুষের অনুপস্থিতিকে মনের ভিতর কষ্টের ঝড় তুলে ওঠে। আর উপস্থিতিতে মনের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে।

সর্বশেষে বলতে চাচ্ছি যে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চেষ্টা করছি, আপনাদের মাঝে তুলে ধরার জন্য শুভরাত্রি বা গুড নাইট এ সম্পর্কে এসএমএস, মেসেজ ও স্ট্যাটাস। আশা করছি, ভাল লাগবে আর আমাদের সঙ্গেই থাকবেন।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button