স্টাটাস

প্রেমের ছন্দ, মেসেজ, স্ট্যাটাস, এসএমএস, কিছু কথা

প্রেম হল এমন এক অনুভূতি যা আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারিনা। যখন আমরা কারো প্রেমে পড়ে যাই তখন তার সব কিছুর প্রতি ভালো লাগা হয়ে যায়। তখন তার খারাপ কিছু আমাদের চোখে পড়ে না। তার ভালোলাগা আপনার ও ভালোলাগা হয়ে যায়। প্রেমের যে অনুভূতি সহজে বোঝানো যায় না মানুষকে। প্রেমের বন্ধনে দুটি ব্যক্তি যখন আবদ্ধ হয় তখন সেই ব্যক্তি দুটি জানে একে অপরের জন্য মনের ভিতর কেমন অনুভূতি সৃষ্টি হয়।

প্রেমের অনুভূতি ফলে প্রেমিক-প্রেমিকা বুঝতে পারে একজন অন্যজনকে না দেখার কষ্ট কেমন হয়। একদিন কোন খবর না দিলে মনের ভিতর কেমন অস্থিরতা সৃষ্টি হয়। প্রেম মানে প্রিয় মানুষটির না বলা কথাগুলো চোখের মধ্যে তাকিয়ে অনুভূতিগুলো বুঝে নিতে হয়। চোখ যে কথা বলে দেয় প্রেমিক প্রেমিকার জন্যে মুখ সেই কথা নিরব থেকেও বুঝিয়ে দেয়। এমন সব প্রেমের রোমান্টিক ছন্দ নিয়ে আজকের এই পোস্টটি সাজিয়েছি।

আপনারা অনেকেই প্রেম নিয়ে ছন্দ এটা গুগলের সার্চ করে থাকেন। তাদের জন্য পোস্টটি আশা করছি আমাদের দেওয়া প্রেমের ছন্দ এই পোস্টটি ভালো লাগবে এবং এগুলো থেকে সংগ্রহ করে আপনার প্রিয় মানুষকে জানিয়ে দিন আপনার ভিতরে থাকা অনুভূতিগুলো। চলুন তবে আর দেরি নয় নিচে দেয়া হলো সুন্দর লেখা।

প্রেমের ছন্দ

প্রেম মানেই আবেগঘন মন নিয়ে প্রেমিক-প্রেমিকা একটি সম্পর্কে আবদ্ধ হয়। প্রেমিক-প্রেমিকা অথৈ জলে ভাসতে থাকে। প্রেমিকের মনে প্রেমিকার জন্য ভালোবাসা নিয়ে একটা সুখের জীবন গড়ার জন্য হাজারো স্বপ্ন দেখে দুচোখে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য দুজন ব্যক্তি তাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকে। প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা হাজারো বাধা পেরিয়ে ছুটে চলে যায় দুজন দুজনের কাছে। সব ভয় কে জয় করে একটি সুন্দর সংসার গড়ার জন্য চেষ্টা করে থাকে। এইসব প্রেমের ছন্দ নিয়ে আজ আপনাদের মাঝে এসে হাজির হলাম। নিম্নে দেয়া হলো প্রেমের ছন্দ:

  • তুমি দূরে গেলে হারিয়ে
    যাব আমি কেন তুমি বুঝনা
    ভালোবাসি আমি যে
    তোমায় অনেক খানি।
  • ভালোবাসা এমনই যে তোমায়
    একদিন না দেখলে মনে হয়
    হাজার বছর দেখা হয়নি তোমায়
    সময় জাগিয়ে দেয় মনের ভিতরে বারবার।
  • একটাই চাওয়া তোমাকে
    আপন করে কাছে পাওয়ার
    একটা আশা জীবনে
    তোমাকে নিয়ে ঘর বাধা।
  • দিন ফুরিয়ে যাবে
    রাত ফুরিয়ে যাবে
    মোমবাতির আগুন ফুরিয়ে যাবে
    ঝরে যাবে বকুলফুল
    শুধু ফুরিয়ে যাবে না
    তোমার জন্য আমার
    ভিতর ভালোবাসার টান।
  • তুমি যে আমার প্রাণ
    আমি যে তোমার জান
    হৃদয়ে থাকা কলিজা
    যে কলিজার টানে তোমায়
    ছেড়ে দুরে যেতে পারি না।
  • ও প্রিয় গাছের পাতা সবুজ
    গাছের ফুলটি লাল
    তোমার আমার ভালবাসা
    থাকবে চিরকাল আই লাভ ইউ।
  • আকাশেতে এক ঝাঁক পাখি
    আমরা দুজন একসাথে থাকি
    তাইতো বলতে নাহি বাকি
    আই লাভ ইউ।
  • আকাশেতে যখন ঘন মেঘ
    তোমার জন্য আমার মনে
    ভালোবাসার অভিমান
    মেঘ সরে যখন বৃষ্টি হয়
    তখন তোমার জন্য আমার
    মনে হাজারো ভালোবাসা সৃষ্টি হয়
    এজন্য বলতে তোমায় প্রিয়
    আই লাভ ইউ।
  • রাতের আকাশে অনেক তারা
    তোমায় ছাড়া লাগে একলা
    ভাবি শুধু তোমায়
    তুমি আছো আমায়
    ছাড়া একলা একলা।
  • স্কুল লাইফে তোমায় দেখা
    কলেজ লাইফে এসে তোমায় ভালো লাগে
    তারপর থেকে শুরু হলো প্রেম
    সে প্রেমের টানে থাকবো না দূরে
    আসবো ছুটি বারে বারে তোমার তরে।
  • এক টুকরো মেঘ সরিয়ে যখন বৃষ্টি হয়
    তেমন তুমি দূরে গেলে আমার কষ্ট হয়
    তাইতো প্রিয় যেওনাতো দূরে
    থাকো আমায় জুড়ে
    আমি যে শুধুই তোমারি
    আই লাভ ইউ।
  • তোমাকে যখন প্রথম দেখা
    তখন থেকেই হৃদয় আমার
    কম্পনের সৃষ্টি হওয়া
    সেই কম্পন থেকে আজ আমি
    তোমায় ভালবাসে ফেলেছি প্রিয়।
  • তোমার কন্ঠ ধ্বনি যখন
    আমার কানে এসে পৌঁছায়
    মনে হয় আমি তোমায়
    হাজার বছর ধরে চিনি
    আজ সেই তুমি
    আমার না বলা অনুভূতি
    ভালবাসায় পরিনত হলো।
    ও প্রিয় বড্ড ভালোবাসি তোমায়।
  • তোমার চোখের চাউনিতে
    আমি প্রেমের দৃষ্টি দেখেছি
    সেই দৃষ্টির ভিতর লুকিয়ে
    আছে আমার জন্য তোমার ভালোবাসা।
  • স্কুল লাইফ থেকে তোমাকে দেখি
    কলেজ লাইফে এসে প্রেম
    তোমার জন্য আমার হৃদয়ে
    লিখে রেখেছি তোমারি নাম
  • যেদিন তোমায় দেখেছি সেদিন
    থেকে তোমার প্রেমের মায়ায় পড়েছি
    আর সেই মায়া ত্যাগ করে যাওয়া
    কি সম্ভব পারবো না আমি
    তোমায় ছাড়া থাকতে।

পরিশেষে বলতে চাই যে,আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রেমের ছন্দ গুলো দিতে জানিনা কতটুকু দিতে পেরেছি এখানে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজেরা এগুলো সংগ্রহ করে আপনাদের প্রিয় মানুষটির কাছে পাঠিয়ে দিতে পারবেন এবং অন্যকেও সংগ্রহ করতে বলতে পারবেন। অন্য কোনদিন অন্য কোন পোস্ট নিয়ে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সাথে থাকার জন্য।

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button