টিপস

ফেসবুক ফটো ক্যাপশন বাংলা

আজকে আমি ফেসবুকে ফটো ক্যাপশন দেওয়ার কিছু সুন্দর সুন্দর কথা এই নিবন্ধে তুলে ধরব। আপনি যদি ফেসবুকের ফটো ক্যাপশন দেওয়ার বাংলা কিছু সুন্দর সুন্দর উক্তি অনলাইনে অনুসন্ধান করে থাকেন তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। বর্তমান বিশ্বের বেশির ভাগ মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুক ছাড়া আমাদের একটি দিনও কাটেনা। অনেকেই বিভিন্ন প্রয়োজনে ফেসবুকে ফটো দিতে বা ফটো শেয়ার করতে পছন্দ করে। ভালো খারাপ সব সময়ই আমরা ফেসবুকে ফটো দিয়ে সময় টিকে উপভোগ করি। কিন্তু শুধু ফেসবুকে ফটো দিলেই হয় না সাথে একটি ছোট ক্যাপশন আমরা ব্যবহার করি। সেরকমই কিছু মনোমতো ক্যাপশন আমি আমার এই নিবন্ধে তুলে ধরলাম। আপনারা এখান থেকে ক্যাপশনগুলো ব্যবহার করে আপনাদের ফেসবুকে আপলোড করতে পারেন আপনার পছন্দের ছবির সাথে।

কভার ফটো ক্যাপশন

ফেসবুকের হিসাব অনুযায়ী আমরা সকলেই প্রোফাইলে একটি কভার ফটো দিতে পারি। তাই আমরা কভার ফটোর সাথে একটি ক্যাপশন ব্যবহার করতে পারি। কেউ যদি আপনার প্রোফাইলে আসে তাহলে সর্বপ্রথম আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা দেখে। এজন্য ফেসবুকে কভার ফটোর সাথে একটি ক্যাপশন ব্যবহার করা অত্যন্ত জরুরি। নিচে কিছু কভার ফটো ক্যাপশন তুলে ধরলাম।

জীবনকে যদি তুমি ভালোবাসো
তাহলে সময়কে অপচয় করোনা,
কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি

এই শহড় আমাকে চিনতে পারে নি
আমি চিনিনি শহড়ের মানুষগুলোকে

আমি প্রয়োজনে সীমাবদ্ধ
কারো প্রিয় হয়ে উঠার সামর্থ আমার নেই

প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই
আমাদের জন্য নতুন শিক্ষা

সেরা ফটো ক্যাপশন

কমবেশি সবাই ফেসবুকে ছবি আপলোড করার সময় ক্যাপশন ব্যবহার করি। ক’জনের ক্যাপশন মত বা সকলের মন স্পর্শ করার মত হয় বলেন। যদি সেই ক্যাপশনটি মন মত না হয় তাহলে সেই পোষ্টের গ্রহণযোগ্যতা কমে যায়। তাই আমি নিবন্ধের এই অংশে সেরা কিছু ফটো ক্যাপশন তুলে ধরলাম। যেগুলো দিলে সকলেরই মন ছুয়ে যাবে।

কিছু অনুভূতি লিখেও প্রকাশ করা যায় না
একাকিত্বের অন্ত্রালে থেকে যায় নীরবতা

মনের কথাগুলো আল্লাহ ছাড়া কেউ শুনেও না বুঝেও না
তাই একা থাকি একা থাকতেই ভালোবাসি

রাতের নিস্তব্ধতা আমাকে একটিই শিক্ষা দেয়
দিনশেষে পরিবারে মানুষ ছাড়া কেউই আপন নয়

ফেসবুক ফটো ক্যাপশন

জীবনের প্রতিটি ক্ষেত্রেই বর্তমান ফেসবুকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতেই ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান পৃথিবীর মানুষের কাছে। সেই ফেসবুকে আমরা সচরাচর বিভিন্ন ছবি শেয়ার বা আপলোড করি। তাই মানুষ প্রতিটি ছবির সাথে একটি করে ক্যাপশন দিতে পছন্দ করে। এরকমই কিছু ফটো ক্যাপশন আমি নিচে তুলে ধরলাম।

একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না

বলো আমায় কখনো ছেড়ে যাবে না বলা মানুষগুলাই
জীবন থেকে সবার আগে হারিয়ে যায়

তোমার দেওয়া আঘাতে নিশ্চুপ হওয়া ছাড়া আমার আর কিছু করার থাকবে না
কারণ বড্ড বেশি ভালোবাসি তোমায়

ফেসবুক ফটো ক্যাপশন বাংলা

আমরা বাঙ্গালী বাংলা আমাদের মাতৃভাষা। আমরা আমাদের মনের ভাব সবচেয়ে সুন্দর ভাবে বাংলা ভাষায় ফুটিয়ে তুলতে পারি। তাই ফেসবুকে ফটো দেওয়ার সময় আমরা যে ক্যাপশন ব্যবহার করিস এটি সাধারণত বাংলা হওয়া অত্যন্ত জরুরী। এজন্য ফেসবুকে অনেকেই বাংলা ক্যাপশন ব্যবহার করার জন্য ক্যাপশন অনলাইন অনুসন্ধান করেন। সেরকমই কিছু ফটো ক্যাপশন এখানে আমি তুলে ধরলাম ।

কখনো কি ভেবে দেখেছো, তোমায় ছাড়া আমার একাকী মুহূর্ত কিভাবে কাটাই!

কিছু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিলেই বোঝা যায় সে কতোটা আপন !

তুমি থাকো তোমার ব্যাস্ততা নিয়ে
আর, আমি থাকি আমার একাকিত্ব নিয়ে

রোমান্টিক ছবির ক্যাপশন

আমাদের মন যখন ভালো থাকে প্রিয়জনকে যখন কাছে পাই তখন আমাদের মনে একটা রোমান্টিক ভাব চলে আসে। ঠিক তখনই যদি আমি রোমান্টিক কোন ছবি ফেসবুকে আপলোড করতে চাই তাহলে তার শুরুতে অবশ্যই একটি রোমান্টিক ক্যাপশন থাকা জরুরি। সেরকমই কিছু রোমান্টিক ক্যাপশন আমি এই নিবন্ধে তুলে ধরলাম।

তুমি না হয় তোমার মতোই থাকো
আমি থাকি আমার হারানোর ব্যাথা নিয়ে

তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাশায়
আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়

জীবন হলো মোম্বাতির মতো , আমরা যতই আটকে রাখি না ক্যানো,
সময় হলে ঠিকি নিভে যাবে

ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা

প্রত্যেক ব্যক্তি চায় তার ফেসবুক প্রোফাইল সবচাইতে ভালো ছবি দিতে। এবং তার সাথে ভালোমানের বাংলা ক্যাপশন সংযুক্ত করতে। তাই আমরা ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাপশন (facebook profile photo caption bangla) দিয়েছি। এগুলো আপনাদের ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করতে সাহায্য করবে।

চাওয়ার অধিকার সবার থাকে
কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না

মানুষের কাছে যতই ভালো সাজো না ক্যানো
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে প্রশ্ন করো
তুমি কতটুকু ভালো! উত্তর খুজে পাবে

তুমি খারাপ না
খারাপ তো তোমার সাদা রঙের ভেতর
লুকিয়ে থাকা অন্তরটা

আগে তোমাকে নিয়ে লিখতে ভালো লাগতো
কিন্তু এখন আমার বিবেক বলে
বিবেকহীন মানুষদের নিয়ে ভাবাটাও একটা অপরাধ

অ্যাটিটিউড ক্যাপশন

প্রত্যেক মানুষের অ্যাটিটিউড আলাদা। তাই যারা নিজেদের অ্যাটিটিউড সম্পর্কে ক্যাপশন লিখতে চান।তাদের জন্য এখানে ভালো মানের কিছু অ্যাটিটিউড ক্যাপশন দেয়া হয়েছে। এগুলো অবশ্যই সবাই পছন্দ করবে।

গভীরে গিয়ে শুধু শুধু কষত পেয়ে লাভ নেই
হ্যাঁ, আমাকে আমার আম্মু ছাড়া কেউই ভালোবাশে না

আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলোকে তৈরি করি
এবং তারপর অভ্যাসগুলো আমাদের তৈরি করে

হার মেনে নেয়ার নাম জীবন না
লড়াই করে বেচে থাকার নাম’ই জীবন

সত্য মিথ্যা মিশ্রণেই তৈরি হয় মিথ্যা বিশ্বাস
সম্পর্ক কিংবা অভিনয় এর ভালোবাশা

প্রেমের চেয়ে বেশি পোড়ায় অপ্রেম আর অভিনয়

ক্যাপশন সমগ্র

কোন একদিন যদি হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে যায় তোমার পাশে’ তবে কি ভালোবাসি বলবে? নাকি পাগল বলে তাড়িয়ে দেবে’

ভালোবাসা মাপার যদি কোন মাপকাঠি থাকতো’ তাহলে বাবা মায়ের পরে তোমারই স্থানটা যে কতটা জোরালো ভাবে আছে সেটা তুমি বুঝতে পারতে’

সত্য প্রেমে রাগারাগি বেশি হয়’ কারণ তারা একজন আরেকজনকে ভীষণভাবে পাশে পেতে চায়! আর মিথ্যা প্রেমে হয় তার বিপরীত”

আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি।
–শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button