ট্রেন

করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা ২০২৪

আপনি কি করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান। আপনি যদি করতোয়া এক্সপ্রেস সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটটিতে এসে থাকেন, তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা করতোয়া এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি এই ট্রেন টিতে ভ্রমণ করতে চান অথবা এটি সম্পর্কে জ্ঞান লাভ করতে চান তাহলে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। আশা করি এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সুতরাং, এখান থেকে জেনে নিন করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিস্তারিত সকল তথ্য। পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। ছুটির দিন, বিরতি স্টেশন সময়সূচী। টিকিটও ভাড়ার তালিকা। এছাড়াও এখান থেকে জানতে পারবেন। ট্রেনটি তাদের যাত্রীদের কি ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন।

করতোয়া এক্সপ্রেস

টেনটি সম্পর্কে প্রথমেই কিছু কথা জানিয়ে দেই, করতোয়া এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কৃত পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এটি সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা করে থাকে। অর্থাৎ আপনি যদি এই পথে ভ্রমণ করতে চান তাহলে বেছে নিতে পারেন এই ট্রেনটি। আপনি জানলে অবাক হবেন এই ট্রেনটি দীর্ঘদিন থেকে আমাদের মাঝে পরিষেবা দিয়ে আসছে। এই ট্রেন টি প্রথম পরিষেবা দিয়ে থাকেন 17 ই জানুয়ারি 1986। এটির বর্তমান পরিচালক পশ্চিমবঙ্গ রেলওয়ে।

করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৪

করতোয়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী অনুসন্ধানকারীরা এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন, কখন এই ট্রেনটি ছাড়া হয় কোন স্টেশন থেকে। এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায়। ভ্রমণকারীদের জন্য এই বিষয়ে জানা খুবই জরুরী। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা। ট্রেনটির সময়সূচি ছক আকারে প্রকাশ করছি। আপনি খুব সহজেই সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারবেন।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সান্তাহার টু বুড়িমারীনাই০৯ঃ১৫১৫ঃ৩৫
বুড়িমারী টু সান্তাহারনাই১৬ঃ০০২২ঃ২০

করতোয়া এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন

বাংলাদেশের প্রায় সকল ট্রেনের সপ্তাহিক ছুটি রয়েছে তবে এই করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কোন ছুটি নেই। সুতরাং আপনি এই ট্রেন সপ্তাহের 7 দিনই চলাচল করতে পারবেন। তাই যেকোনো দিন আপনি যাত্রার জন্য বেছে নিতে পারেন এ ট্রেন।

করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী

করতোয়া এক্সপ্রেস ট্রেনটি এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময়। বেশকিছু স্টেশনে বিরতি রাখেন। সেই বিরতি স্টেশন গুলোর নাম এবং সময়সূচী সম্পর্কে জানতে পারবেন এখান থেকে। এই বিষয়ে জ্ঞান থাকলে আপনার জার্নি অলস হবে না। তাই এই বিষয়ে জেনে রাখা গুরুত্বপূর্ণ।

বিরতি স্টেশন নামসান্তাহার থেকে (৭১৩)বুড়িমারী থেকে (৭১৪)
বগুড়া০৯:৫৫২১ঃ২১
সোনাতলা১০ঃ৩০২০ঃ৪৫
মহিমাগঞ্জ১০ঃ৪০২০ঃ৩৫
বোনারপাড়া১১ঃ০৫২০ঃ২৩
গাইবান্ধা১১ঃ৩০১৯ঃ৫৭
বামনডাঙ্গা১২ঃ২২১৯ঃ২৫
পীরগাছা১২ঃ৪০১৯ঃ০৬
কাউনিয়া১২ঃ৫৭১৮ঃ৪৭
লালমনিরহাট১৩ঃ২৫১৮ঃ০০
আদিতমারী১৩ঃ৪৮১৭ঃ৩৮
কাকিনা১৪ঃ০৭১৭ঃ২০
তুষভান্ডার১৪ঃ১৫১৭ঃ১৩
হাতিবান্ধা১৪ঃ৪২১৬ঃ৪৬
বারকাঁথা১৪ঃ৫৬১৬ঃ৩৪
পাটগ্রাম১৫ঃ১৮১৬ঃ১২

করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য

ভ্রমণের পূর্বে ভ্রমণ খরচ সম্পর্কে ধারণা রাখতে চায় অনেকে। এর জন্য প্রথমেই আপনাকে ভাড়ার মূল্য সম্পর্কে জানতে হবে। কারণেই আমরা এখানে করতোয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে আলোচনা করব। এখান থেকে জানতে পারবেন করতোয়া এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা। আশাকরি এখান থেকে নেওয়া তথ্যের মাধ্যমে আপনি উপকৃত হবেন। নিচে ভাড়ার তালিকা টি দোয়া রইল ছক আকারে।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন১৪ টাকা
শোভন চেয়ার১৭ টাকা

 

Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button