স্টাটাস

শীতের সকাল নিয়ে স্ট্যাটাস, উক্তি, কবিতা, ক্যাপশন, কিছু কথা

শীতকাল বাংলাদেশের প্রধান তিনটি ঋতুর মধ্যে একটি। আমার প্রিয় ঋতু শীত। আজকের এই অনুচ্ছেদে আমি শীতের সকালের স্ট্যাটাস, শীতে সকাল নিয়ে উক্তি, শীতের সকাল নিয়ে ক্যাপশন এবং শীতের সকাল নিয়ে কবিতা আলোচনা করব। আপনারা যারা শীতের সকালের কবিতা অনুসন্ধান করছেন তাদেরকে এই অনুচ্ছেদে স্বাগত জানাই। কুয়াশা চাদর নিয়ে আসে শীত। এ সময় চারদিকে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামগঞ্জের প্রত্যেক বাড়িতে শীতের সকালে হারেক রকম পিঠা পায়েসের আয়োজন করা হয়। শহরে বিভিন্ন খোলা জায়গায় পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সব মিলে শীতকাল সকলের মনে এক আনন্দঘন পরিবেশ তৈরি করে আসে।

শীতের সকালের কবিতা

সাধারণত শীতের সকালটির দীর্ঘ হয়ে থাকে। সকালে ঘন কুয়াশা থাকায় সূর্য উঠতে অনেক লেট করে ফেলে। সূর্য দেরিতে উঠে বিধায় মানুষজন দেরিতে বিছানা ছেড়ে কাছে বের হয়। এই সময়টা বিভিন্ন রকম কবিতা মনের ভিতর ভেসে উঠতে পারে। এবং আপনি আপনার প্রিয়জনকে শীতের সকালের বেশ কিছু কবিতা শেয়ার করে দিতে পারবেন। সেজন্য এই অনুচ্ছেদে আমি কিছু শীতের সকালে কবিতা আপনাদের সামনে শেয়ার করব।

—শীতের সকাল—
             – রাশেদুল ইসলাম
আমি দেখেছি আজ শীতের সকাল,
    শুনেছি মোরগের ডাক
আহা কি সুন্দর, কি ঢকাল
   শুনেছি কলরব
 আর দেখেছি পাখি ঝাঁক ঝাঁক!
শীতের সকাল কত সুন্দর হয়,
    সে তো রাতের আঁধারের মত নয়!
   সবখানে ছরিয়ে পরেছে আলো,
   চারদিকে মলিন ওসনা কোথায় নেই কালো।
শিশির বিন্দু তে ভিজা ঘাস,
    ঘরা ছেরে করে পাক পাক
       কয়েক টা হাঁস —-
  নিম ডালে কা কা করে “
     নিরবে বসে দাঁর কাক!
আহা এমন সকাল দেখে যায় পরাণ ভরে।
রোদ্দুর চুঁইয়ে
               – প্রতাপ মণ্ডল
ভালোবাসা মোড়া থাক–
নরম রোদে, শীতের চাদরে ;
ভালোবাসা মোড়া থাক–
কিছু খুনসুটি আর আদরে।
ভালোবাসা সয় না অবহেলা
ভালোবাসা খানিকটা সাঁঝবেলা!
তুলসীমঞ্চে প্রদীপ জ্বলবে–
     শ্রদ্ধায়  মাথা  নত  হবে।
ভালোবাসা খানিকটা মাঝরাত
সোহাগ-আদর আর–
মনজুড়ে অঝোরে জলপ্রপাত !
ভালোবাসা খানিকটা নরম ভোর
শিউলি ফুটবে, গন্ধ বেলাবে
তারপর, রোদ্দুর চুঁইয়ে সকাল।
এবার ভালোবাসা খানিকটা ব্যস্ত থাক
ঘামে  জবজবে  মুখ–
শাড়ির আঁচল জুড়ে কিছু সুখ,
ভালোবাসা দু’জনের মনে
ভালোবাসা  দু’টো  জীবনে
ভালোবাসা  প্রবল. বর্ষায়
ভালোবাসা  ভরা  ভাদরে
ভালোবাসা মোড়া থাক–
নরম রোদে, শীতের চাদরে….
“এক কাপ চা”
         – সঙ্গীতা ঘোষ
শীতের হিমেল হাওয়ায় আমি তোমাকে চাই।
ঠোঁটে লেগে থাকা উষ্ণ পরশ হয়ে,
খবরের কাগজ হাতে নিয়ে,
কিংবা ঐ বেঞ্চে ঠেলাঠেলি করে বসে অনুভবী মন শুধু তোমাকে চায়।
সকাল বিকালের রোজ নামচার আলোচনায়,
রবিবারের আড্ডায়,
অথবা চিন্তার ঘনঘন শ্বাসে মন শুধু তোমাকে চায়।
অফিসের ব্যাস্থতায় ক্লান্ত শরীর, মানসিক যন্ত্রনায়, খরা তাপ, প্রচন্ড শীত অথবা প্রবল বর্ষনে পিয়াসী মন শুধু তোমাকে চায়।
আমার অন্তরঙ্গের সাথী হয়ে,
দুধে লিকার পরিপূর্ণ এক কাপ চা হয়ে,
আমার সতেজতা আর ভালোবাসা হয়ে,
থেকো তুমি।।

শীতে সকালের মেসেজ

সকালে ঘুম থেকে উঠে শীতের সকালে প্রিয়জনের কথা খুব মনে পড়ে। তাই বিছানায় শুয়ে শুয়ে দুজন কে শীতের সকালের একটি উষ্ণ মেসেজ পাঠাতে একদম ভুল করবেন না। আমি আপনাদের জন্য এই অনুচ্ছেদের সবচেয়ে সেরা মানুষ সকলের মেসেজ তৈরি করে রেখেছি। আমার এই অনুচ্ছেদ হতে আপনি শীতের সকালের মেসেজগুলো আপনার প্রিয় বন্ধু এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

**ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন,
তোমাকে জানাই গুড মর্নিং।**

**আকাশের জন্য নীলিমা,
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো
শুভ কামনা-
—শুভ সকাল।**

**আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।**

**প্রতিদিন সকালে তোমার কাছে..
দুটো পথ খোলা আছে…
ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে
অথবা
জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো !
তোমার মর্জি কোন পথে যাবে !
–সুপ্রভাত –**

**নীল আকাশের মেঘের ভেলায়,
দিঘির জলে ফুলের মেলায়।
সবুজ ঘাসের শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা তোমায় জানাই।।
—সুপ্রভাত।**

**নিশি যখন ভোর হবে,
সুখ তাঁরা গুলো নিভে যাবে।
আসবে একটা নতুন দিন,
দিন টা হোক অমলিন।
শুভ হোক তোমার প্রতিদিন।
—শুভ সকাল।**

শীতের সকালের স্ট্যাটাস

শীতের সকলকে আরো রাঙিয়ে তোলার জন্য আপনি আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করা কথা ভেবে থাকলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। আমরা শীতের সকাল নিয়ে বেশ কিছু স্ট্যাটাস এই অনুচ্ছেদে শেয়ার করেছি যা আপনাদের অনেক পছন্দ হবে বলে আমরা মনে করি। সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুকে একসাথে শীতের সকালের উষ্ণ অভ্যর্থনা জানাতে এই স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন।আমাদের এই অনুচ্ছেদে সরকারের প্রতি স্ট্যাটাস গুলো আপনাদের পছন্দ হলেই আমরা আমাদের সার্থকতা খুঁজে পাবো।

শীতের সকাল কুয়াশা ঢাকা
তোমার আমার হবে দেখা,
আসতে হবে আমার বাড়ি
খেতে হবে পিঠা ফুলি !!””

শীতের কাল শুকিয়েছে পাতা,
তুমি রোদ হয়ে এনো উষ্ণতা

বীজ বপনের সময়ে শিখুন,
ফসল কাটার সময়ে শিখান,
আর শীতে উপভোগ করুন।

শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়,
মন বলে সবাই আছ তো ভাল?
ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের,
শীতের সকালের শুভেচছা…শুভ সকাল।

আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পরবে এটা হতে পারে না..
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না. এটাই হল ভালবাসা. ‘শুভ শীতের রাত্রি

শীতের সকালের উক্তি

শীতে সকাল সকলের মনে একটি নতুন প্রাণবন্ত অনুভূতি সৃষ্টি করে। চারদিকে কুয়াশার চাদর পরিয়ে যেন শীতের আগমন ঘটে আর এই শীতের সব বয়সের মানুষেরই যেন আনন্দ এবং নানা রকমের উৎসবে মেতে থাকে। শীতে পিঠাপুলের আয়োজন বাড়িতে বাড়িতে ভাপা পিঠার উৎসব এ যেন এক আলাদা পরিবেশ চারদিকে শুধু ভেসে ওঠে পিঠাপুলির গন্ধ। শীতকালে নানা ধরনের উৎসব এবং আয়োজন করা হয়। আমরা আজকের এই অনুচ্ছেদের নিচে উল্লেখ করেছি শীতের সকালের কিছু উক্তি নিয়ে।

শীত মানেই ক্ষয়ে যাওয়া নয়
বসন্তের পরিমার্জিত সংস্করণ

সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধুমায়িত
কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা… শুভ সকাল

কুয়াশা ঢাকা শীতের সকাল
শিশির ভেজা ঘাস
মাটির সাদা গন্ধ
প্রাণ ভরে নাও শ্বাস।

আমরা এতক্ষণ শীতের সকাল নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই অনুচ্ছেদের সরবরাহ তথ্য গুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ওয়েবসাইটটি হল দিয়ে রাখুন।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button