আজকের ডিল (Ajkerdeal) বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৩
আপনি কি আজকেরডিল বিকাশ ক্যাশব্যাক অফার সম্পর্কে অনুসন্ধান করছেন? প্রতিদিন ইন্টারনেটে হাজার হাজার মানুষ আজকেরডিল বিকাশ ক্যাশ ব্যাক অফার সম্পর্কে অনুসন্ধান করে থাকেন। তাই আমরা সে সকল পাঠকদের উদ্দেশ্যে এই নিবন্ধটি লিখছি। আমরা আশা করি সবচেয়ে সেরা এবং সঠিক তথ্যই একজন পাঠকের সন্তুষ্টির জায়গা। সেই কথা বিবেচনা করেই আজকেরডিল বিকাশ ক্যাশব্যাক অফার সম্পর্কে আমরা আপনাদের জানানোর জন্য বসে পড়লাম। তাই পুরো বিষয়টি ভালো করে বোঝার জন্য মনোযোগ দিয়ে পড়ে নেবেন।
আজকের ডিল বিকাশ ক্যাশব্যাক অফার ২০২৩
আজকের ডিল বাংলাদেশ বৃহত্তম অনলাইন শপিং মার্কেট প্লেস। 2011 সালে সেপ্টেম্বর মাসে এই মার্কেটপ্লেস চালু হয়। দীর্ঘ 10 বছরে আজকেরডিল বাংলাদেশী মানুষের কাছে কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান পরিণত হয়েছে। এটি অনলাইনে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত অনলাইন শপিং ওয়েবসাইট। আজকের দিনে প্রায় পনেরো হাজারের বেশি আইটেম এবং 500 স্বতন্ত্র শ্রেণীতে ভাগ করা আছে।
আজকের ডিলে জামাকাপড় পুরুষদের এবং মহিলাদের কেনাকাটার চাহিদার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে যাতে তারা যা ইচ্ছা তা কিনতে পারে। আজকের ডিলে মহিলাদের জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, প্লাজু, স্টকিং স্কার্ট,-টপস ইত্যাদি পশ্চিমা পোশাক এবং পুরুষদের জন্য পাঞ্জাবি, পোলো শার্ট, টি-শার্ট, প্যান্ট, টুলস, এবং জিন্স এতে রয়েছে। এছাড়াও আজকের ডিলে আপনি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি অর্ডার করতে পারবেন। আজকের ডিলে অর্ডার করলে আপনাকে হোম ডেলিভারি পৌঁছে দেবে। সে ক্ষেত্রে আপনি যদি বিকাশ দিয়ে আজকেরডিলে অর্ডার প্রেমেন্ট করেন তাহলে 10% ক্যাশব্যাক সাথে ফ্রি ডেলিভারি পাচ্ছেন। তাই আজকের এই নিবন্ধে আমি আজকেরডিল বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার নিয়ে আলোচনা করব। এই অফারের বিস্তারিত জানার জন্য পুরো আর্টিকেলটি একটু মনোযোগ দিয়ে পড়বেন।
আজকের ডিল বিকাশ 10% ক্যাশব্যাক অফার
বিকাশ বাংলাদেশের বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট গুলোর একটি। বিকাশে প্রায় পাঁচ কোটিরও অধিক গ্রাহক প্রতিদিন কোন না কোন কেনাকাটার জন্য আজকের ডিলে অর্ডার করে থাকে। বিকাশ সেই সকল গ্রাহকদের জন্য এবার নিয়েছে বিকাশ পেমেন্ট ক্যাশ ব্যাক অফার। বিকাশ পেমেন্ট ক্যাশব্যাক অফারের আওতায় আজকেরডিল থেকে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় আপনি পারছেন দশ পার্সেন্ট ক্যাশব্যাক অফার। অর্থাৎ আপনি যদি 500 টাকা প্রেমেন্ট করেন তাহলে আপনি 50 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। বিকাশ একাউন্টের পরবর্তী দুই কার্য দিবসে যোগ হবে। এছাড়াও বিকাশ পেমেন্ট আপনি পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। এই অফারের বিস্তারিত জেনে নেব।
আজকের ডিল বিকাশ 5% ক্যাশব্যাক অফার
আজকের ডিল বিকাশ অফারের শর্তাবলী
– ক্যাশব্যাক পেতে আপনার একাউন্টের ইনকামিং লেনদেন অ্যাক্টিভ থাকতে হবে। একাউন্টের স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে আপনি এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাওয়া থেকে বঞ্চিত হবেন।
– অ্যাক্টিভ বিকাশ একাউন্ট এবং পর্যাপ্ত ব্যালেন্স নিয়ে নির্দিষ্ট ব্র্যান্ডের নির্ধারিত শাখাসমূহ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ক্যাশব্যাক পাবেন।
– গ্রাহক একাউন্টে অবিলম্বে ক্যাশব্যাক দেয়া হবে।
– কাস্টমার একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোন অজানা কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে তিন বার অন্তর অন্তর পুনরায় ক্যাশব্যাকের অর্থ প্রদানের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোন চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত থাকবেন না।
– যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ঐ লেনদেনের জন্য ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
– ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
– যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
– বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
– কোন নির্দিষ্ট ট্রানজ্যাকশন এবং/অথবা গ্রাহক ট্রানজ্যাকশন কার্যক্রম যদি এরূপ কোন যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাশব্যাক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের পে আউট বাতিলের অধিকার সংরক্ষণ করে।