টেলিটক এমবি দেখার উপায় ও কোড ২০২৪
আপনি কি টেলিটক এমবি দেখার নিয়ম অনলাইনে অনুসন্ধান করছেন? টেলিটক ডাটা ব্যালেন্স চেক কীভাবে করবেন ?এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে এই নিবন্ধটি আপনাকে পড়তে হবে। এই নিবন্ধে আমরা টেলিটক ডাটা ব্যালেন্স চেক সহ যাবতীয় তথ্য তুলে ধরেছি। তাই টেলিটক ডাটা ব্যালেন্স চেক সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়বেন।
অনেকেই টেলিটকের এমবি দেখার উপায় জানেনা। আপনার ব্যবহৃত ডাটা প্যাক থেকে কত এমবি আপনি ব্যবহার করলেন সেটি জানা গুরুত্বপূর্ণ। কারণ আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি ডাটা ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে খুব অসুবিধায় পড়তে হবে। এর জন্য আগেই আপনি টেলিটক ডাটা ব্যালান্স চেক করে নিতে পারেন। আপনি যতই টেলিটকের এমবি চেক করার বিষয় না জেনে থাকেন তাহলে কোন সমস্যা নেই । এই নিবন্ধে আমরা টেলিটক এমবি চেক করা সহ টেলিটকের আরও গুরুত্বপূর্ণ কিছু কোড আপনাদের সামনে শেয়ার করব।
টেলিটকের এমবি চেক করুন *152#
টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর কোম্পানি। এই কোম্পানির মালিকানাধীন একমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। টেলিটক বাংলাদেশের প্রতিটি জেলায় এর নেটওয়ার্কিং ব্যবস্থা চালু করেছে। এর আওতায় বান্দরবানের গহিন জঙ্গলে থেকে শুরু করে সুন্দরবনের গহীনে পর্যন্ত টেলিটক নেটওয়ার্ক ব্যবস্থা বিস্তৃত করেছে। তাই আপনি যে কোন জেলা থেকে টেলিটকের খুব ভালো নেটওয়ার্ক সার্ভিস পেতে পারেন। যদিও টেলিটক সব জায়গায় এখনও ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা চালু করতে পারেনি। এটা আমি বলবো টেলিটকের ব্যর্থতা। তার পরেও যে সমস্ত এলাকায় টেলিটক ভালো নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছে সেগুলোতে খুব সুন্দর ভাবে টেলিটক দিয়ে সব কাজ করা যাচ্ছে।
টেলিটক এমবি দেখার উপায় ও কোড
টেলিটক সবসময় আকর্ষণীয় রেট ডাটা প্যাক দিয়ে থাকে। তাই আপনি যদি টেলিটকের ডাটা প্যাক কিনে অব্যবহৃত ডাটার পরিমাণ না জেনে থাকেন তাহলে আমাদের এই নিবন্ধ থেকে খুব সহজেই টেলিটকের অব্যবহৃত ডাটা প্যাক বা এমবি চেক করে নিতে পারেন। আমরা একে একে টেলিটকের গুরুত্বপূর্ন কোড তুলে ধরেছি।
- টেলিটক সিমের নাম্বার চেক করতে ডায়াল করুন *৫৫১#
- কিভাবে টেলিটক ব্যালেন্স চেক করবেন
- টেলিটক ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *১৫২#
- টেলিটক সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন *১৫২#
- কিভাবে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন
- টেলিটক সিমের ইন্টারনেট এমবি চেক করার জন্য ডায়াল করুন *১৫২#
- টেলিটক সিমের এসএমএস চেক করতে ডায়াল করুন *১৫২#
- টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১১২২#
- টেলিটক সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে মেসেজ করুন: টাইপ করুন Stop All পাঠিয়ে দিন 335 এই নাম্বারে
- ইন্টারনেট চালু করতে মেসেজ করুন: Type Set পাঠিয়ে দিন 738 নাম্বারে
- মিসকল এলার্ট চালু করতে মেসেজ করুন: Type REG পাঠিয়ে দিন 2455 নাম্বারে
- মিসকল এলার্ট বন্ধ করতে মেসেজ করুন: Type REG পাঠিয়ে দিন 245 নাম্বারে
- টেলিটক সিমের caller টিউন চালু করতে মেসেজ করুন:TT-start পাঠিয়ে দিন 5000 নাম্বারে এবং বন্ধ করতে মেসেজ করুন: stop পাঠিয়ে দিন 5000 নাম্বারে
- টেলিটক সিমের FNF যুক্ত করতে- add>number send to 363
- টেলিটক FNF বন্ধ করতে : del>number send to 363
- টেলিটক FNF চেক করতে : see send to 363.
- টেলিটক FNF পরিবর্তন করতে ডায়াল করুন : 1515