বিকাশ বিল পেমেন্ট ক্যাশব্যাক অফার ২০২৩
আপনি কি বিকাশ থেকে বিল পে করতে আগ্রহী অথবা আপনি কি বিকাশ থেকে বিল পে করার অফার জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠি জায়গায় এসেছেন। আমি এই নিবন্ধে বিকাশের বিভিন্ন বিল পে ক্যাশব্যাক অফার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। বিকাশ এই সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ। বিকাশের প্রতিদ্বন্দ্বী অন্যান্য যেকোন মোবাইল ব্যাংকিং অপারেটরের থেকে বিকাশ সবচেয়ে বেশি বিল পে ক্যাশব্যাক দিয়ে থাকে। চলুন আজকে বিকাশ বিল পে পে ক্যাশব্যাক অফার সম্পর্কে জানা যাক। বিকাশ বিল পে ক্যাশব্যাক অফার জানার আগে একটু বিকাশ সম্পর্কে জেনে নেই।
বিকাশ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার। যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স এবং অনুমোদন প্রাপ্ত হয় ব্র্যাক ব্যাংক লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে পরিচালিত হয়ে আসছে। বিকাশ বাংলাদেশের ব্যাংকিং সুবিধা আওতাধীন এবং বহির্ভূত উভয় শ্রেণীর মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমেন্ট এবং অর্থ হস্তান্তর পরিষেবা প্রদান করে থাকে। যদিও বিকাশ বাংলাদেশের একটি ব্যাংকিং প্রতিষ্ঠান তথাপি বিকাশে মানুষ ব্যাংকিং সুবিধা আওতাধীন সেবাগুলো অত বেশি পরিচালনা করে না। বিকাশ মূলত ব্যাংকিং সুবিধা বহির্ভূত পরিষেবা গুলো নিরাপদ ও সুবিধাজনক এবং সহজ উপায়ে সরবরাহ করে। বিকাশ 2010 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই বিভিন্ন কোম্পানি বিকাশের সাথে যৌথভাবে কাজ করে বিকাশকে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। বিকাশের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক পরিসরে আর্থিক সেবা নিশ্চিত করা। বিশেষ করে স্বল্পআয়ের জনগোষ্ঠীকে সুবিধাজনক সাশ্রয়ী ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক কার্যকলাপ এর সাথে যুক্ত করা। এরই ধারাবাহিকতায় আজকে আমি বিকাশের বিভিন্ন জিনিসপত্র ক্রয় এর ক্যাশব্যাক অফার সম্পর্কে আপনাকে জানাচ্ছি।
ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার সমূহের বিস্তারিত
Lend
অফারের সময়সূচীঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
Jatra
অফারের সময়সূচীঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ১০ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক পেমেন্ট বিকাশ করলেই ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে, *247# ডায়াল করে বা অনলাইন পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
TR Trade
অফারের সময়সূচীঃ ৯ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে, *247# ডায়াল করে বা অনলাইন পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
Country Boy
অফারের সময়সূচীঃ ৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক ২টি নির্দিষ্ট পণ্যের পেমেন্ট বিকাশ করলে ১টি পণ্য ফ্রি পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
Bishwo RANG
অফারের সময়সূচীঃ ৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক নির্দিষ্ট আউটলেট থেকে নির্দিষ্ট পণ্যের কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
Dorjibari
অফারের সময়সূচীঃ ৩০ আগস্ট, ২০২৩ থেকে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক নির্দিষ্ট আউটলেট থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে, *247# ডায়াল করে বা অনলাইন পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- লিমিট: গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকা ও অফার চলাকালীন সর্বমোট ১,০০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।
Kablewala
অফারের সময়সূচীঃ ২৩ আগস্ট, ২০২৩ থেকে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক https://www.kablewala.com.bd/ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে, *247# ডায়াল করে বা অনলাইন পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- লিমিট: গ্রাহক দিনে সর্বোচ্চ ৩ বার ও অফার চলাকালীন সর্বমোট ৫ বার অফারটি নিতে পারবেন।
Freeland
অফারের সময়সূচীঃ ১৫ জুলাই, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক Freeland থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে ১২% ফ্ল্যাট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে, *247# ডায়াল করে বা অনলাইন পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
Pulse Healthcare Services
অফারের সময়সূচীঃ ১৭ জুন, ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহকেরা ৩০০-১৫০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে, অনলাইনে পেমেন্ট করে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- লিমিট: অফারের কোনো লিমিট নেই।
Dhaka Doctor
অফারের সময়সূচীঃ ১৫ জুন, ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহকেরা পেমেন্ট বিকাশ করলেই ২০% ডিসকাউন্ট পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: ডিসকাউন্টের কোনো লিমিট নেই।
Amar Lab
অফারের সময়সূচীঃ ১৫ জুন, ২০২৩ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহকেরা পেমেন্ট বিকাশ করলেই নিচের অফার দুইটি পাবেন-
অফার-১
টেস্টের নাম | রেগুলার প্রাইস | অফার প্রাইস |
কোভিড আরটিপিসিআর টেস্ট | ৩,৭০০ টাকা | ৩,২০০ টাকা |
অফার-২
- ফুল বডি চেকআপ, হেলদি হার্ট, ডায়াবেটিস প্যানেল, এফেক্টিভ কিডনি, প্রি এবং পোস্ট কোভিড টেস্টের পেমেন্ট বিকাশ করলে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।
অফার-৩
- সব ধরনের টেস্টের উপর ১৫% পর্যন্ত ডিসকাউন্ট।
অফারের শর্তাবলী
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: ডিসকাউন্টের কোনো লিমিট নেই।
Walton
অফারের সময়সূচীঃ ১১ জুলাই, ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।
- গ্রাহক ওয়ালটন প্লাজার নির্দিষ্ট আউটলেট থেকে টিভি ব্যতীত অন্য ইলেক্ট্রনিক্স পণ্যের (ফ্রিজ, এসি, হোম অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ, ফ্যান, লাইট, কেবল ইত্যাদি) পেমেন্ট বিকাশ করলে ১০% ডিসকাউন্ট পাবেন।
- গ্রাহক অ্যাপ দিয়ে বা *247# ডায়াল করে পেমেন্ট বিকাশ করে অফার নিতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: ডিসকাউন্টের কোনো লিমিট নেই।
অফারের শর্তাবলী
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ঐ লেনদেনের জন্য ডিসকাউন্ট অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- ছবিতে দেখানো সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
- বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আমরা এই ওয়েবসাইটে বিকাশ সম্পর্কিত বিভিন্ন ক্যাশব্যাক অফার সহ সব ধরনের অফার নিয়ে আলোচনা করি। সবচেয়ে সঠিক এবং সবচেয়ে সবার আগে সেই অফার গুলো পেতে আমাদের এই ওয়েবসাইটে সাথেই থাকুন ধন্যবাদ।