বিকাশ অ্যাপ রেফার বোনাস ২০২৪
বিকাশ বাংলাদেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং কোম্পানি। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। ব্যাংক হিসেবে ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছিল। গ্রাহকরা *247# ডায়াল করে এবং বিকাশ অ্যাপস ব্যবহার করে নগদ অর্থ জমা, নগদ অর্থ উত্তোলন, টাকা পাঠানো, টাকা যোগ করা, রেমিট্যান্স, মোবাইল রিচার্জ, মূল্য প্রদান, করতে পারে। বিকাশ হিসাব খুলতে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে নির্ধারিত গ্রাহক নিবন্ধন ফরম পূরণ করতে হয়।
বিকাশ আমেরিকান মানি ইন মোশন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের যৌথ উদ্যোগে 2011 সালে প্রতিষ্ঠিত হয়। পরে চীনের বিখ্যাত গ্রুপ আলিবাবা এর সাথে সংযুক্ত হয়ে এর জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পায়। বিকাশ ব্রাক ব্যাংক লিমিটেডের অংশীদার হিসেবে কাজ করে এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে। বিকাশের জনপ্রিয়তা দিন দিন বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, তারপরও বিকাশ থেমে নেই বিকাশ যাচ্ছে বাংলাদেশের শতভাগ মানুষকে বিকাশের আওতায় আনার। এজন্য বিকাশ অ্যাপস নতুন কাস্টমারদের অগ্রাধিকার দিয়ে থাকে। অর্থাৎ আপনি একজন বিকাশ গ্রাহক আপনি যদি আর একজন বিকাশ গ্রাহককে বিকাশে নিয়ে আসতে পারেন তাহলেই আপনি রেফার বোনাস হিসেবে 100 টাকা পেতে পারেন। এই রেফার বোনাস সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়।
বিকাশ অ্যাপ রেফার বোনাস নভেম্বর ২০২৪
বিকাশ অ্যাপ রেফার করলেই দারুণ অফার! আপনার রেফার করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপ ডাউনলোড এবং লগ ইন করে লেনদেন করলেই আপনি পাচ্ছেন ১০০ টাকা বোনাস। এবার যতো খুশি অ্যাপ রেফার করে সবার লাইফকে করুন একদম সিম্পল।
অফারের সময়সীমা:
নভেম্বর ৩০, ২০২৪ পর্যন্ত
অফারের বিস্তারিত:
১। আপনার রেফার করা লিংক থেকে নতুন গ্রাহক বিকাশ অ্যাপ ডাউনলোড এবং লগ ইন করে লেনদেন করলেই আপনি পাবেন ১০০ টাকা বোনাস।
২। বিকাশ অ্যাপ থেকে লিংক শেয়ার করে নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করলেই পাচ্ছেন বোনাস। এজন্য গ্রাহকের বিকাশ অ্যাপ থেকে সম্ভাব্য নতুন গ্রাহককে রেফারেল লিংক পাঠাতে পারবেন (Menu>Refer bKash App)। রেফারকারী ব্যক্তি এসএমএস, সোশ্যাল মিডিয়া, চ্যাট ইত্যাদি মাধ্যমে রেফারেল লিংক শেয়ার করতে পারবেন। এবং এই লিংক থেকে সফল লগ ইন ও লেনদেনের জন্য রেফারকারী বোনাস পাবেন।
৩। প্রতিটি সফল রেফারেলের জন্য ১০০ টাকা বোনাস পাওয়া যাবে।
অফারের শর্তাবলি:
১। অফার চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য রেফারকারী ১০০ টাকা বোনাস পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে রেফার করা লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোডের মাধ্যমে সফল লগ ইন ও লেনদেনের ক্ষেত্রে বোনাস পাওয়া যাবে। এক্ষেত্রে শুধুমাত্র রেফারকারী বোনাস পাবেন।
২। অফার চলাকালীন রেফারেল লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে প্রথমবার লগ ইন করে লেনদেন করতে হবে। তবেই কেবল রেফারেল অ্যাক্টিভেশনের জন্য ১০০ টাকা বোনাস পাওয়া যাবে।
৩। অফার চলাকালীন যতো খুশি অ্যাপ রেফার করা যাবে।
৪। নন-বিকাশ গ্রাহকদের জন্য অফারটি প্রযোজ্য নয়।
৫। প্রতি সফল রেফারেলের ভিত্তিতে নতুন গ্রাহকের অ্যাপ লগ ইন ও লেনদেনের জন্য ২ কর্ম দিবসের মধ্যে বোনাস দেওয়া হবে।
৬। যে ডিভাইসে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করা হয়নি এমন ডিভাইসে বিকাশ অ্যাপ ডাউনলোড করে প্রথমবার লগ ইন করতে হবে।
আমরা এই ওয়েবসাইটে বিকাশ অ্যাপ সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে আলোচনা করি। আপনি যদি বিকাশ অ্যাপ সংক্রান্ত বিভিন্ন অফারের নিয়মিত আপডেট পেতে চান তাহলে এই ওয়েবসাইটটির সাথেই থাকুন ধন্যবাদ।