বিকাশ মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার নভেম্বর ২০২৪
বিকাশ বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। বিকাশের নানা বিধ সুযোগ সুবিধার মধ্যে মোবাইল রিচার্জ একটি অন্যতম সুবিধা। বিকাশের মাধ্যমে বর্তমান বাংলাদেশের চালুকৃত সব কয়টি মোবাইল অপারেটরের রিচার্জ করা যায়। বিকাশ এই ব্যাপকসংখ্যক মোবাইল রিচার্জ কারী গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। আজকে আমি এই নিবন্ধে বিকাশ মোবাইল রিচার্জের ক্যাশব্যাক অফারের বিস্তারিত আলোচনা করব। আপনি চাইলে আপনার বিকাশ থেকে নিজের মোবাইল বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিয়ে ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। তো ক্যাশব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জানতে আমার আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বিকাশ মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার নভেম্বর ২০২৪
আমাদের বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ রাখতে হয় । আর যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বর্তমানে মোবাইল ফোনে কথা বলে যোগাযোগ রক্ষা করা। তো মোবাইল ফোনে কথা বলে যোগাযোগ রক্ষার জন্য আমাদের নিয়মিত মোবাইল রিচার্জ করা প্রয়োজন। ভাবুন তো খুব দরকারে আপনি একজনের সাথে কথা বলতেছেন! এই সময় যদি আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে বিষয়টি কেমন হবে? বিষয়টি খুবই খারাপ হলেও আমরা অনেকেই এর সমাধান বের করে ফেলেছি। বিভিন্ন মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করা। যেহেতু আমাদের দেশের মানুষ মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে নিজ মোবাইলে টাকা রিচার্জ করে তাই এই ব্যাপক সংখ্যক কাস্টমারদের খুশি রাখার জন্য বিকাশ মোবাইল রিচার্জ অফার নিয়ে এসেছে। আমি নিচে বিকাশ মোবাইল রিচার্জ অফার গুলো ধারাবাহিক ভাবে উপস্থাপন করলাম ।
৩০% ক্যাশব্যাক ৬০ টাকা রিচার্জে (অ্যাপ থেকে)
বিকাশ অ্যাপ লগইন অফার
বিকাশ বিভিন্ন সময় মোবাইল রিচার্জ ক্যাশব্যাক বিভিন্ন রকম ক্যাম্পেইন চালু করে। তার মধ্যে রয়েছে বিকাশ এপস থেকে প্রথমবার 25 টাকা মোবাইল রিচার্জ করলে 50 টাকায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া বিকাশের গ্রাহকদের ।
অফারের বিস্তারিতঃ
- একজন গ্রাহক প্রথমবারের মতো অ্যাপ দিয়ে ২৫ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলে অফারটি পাবেন।
- অফারটি শুধুমাত্র যে গ্রাহক কখনোই অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ বিকাশ করেননি তিনি পাবেন।
- কোনো গ্রাহক পূর্বে অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ বিকাশ করে থাকলে অফারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
- অফার চলাকালীন একজন গ্রাহক অফারটি একবারই পাবেন।
- উপযুক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেন পরবর্তী কার্যদিবসের মধ্যে। একটি নির্দিষ্ট সপ্তাহের বৃহস্পতিবার অ্যাপ থেকে একাউন্ট খুলে থাকলে, উপযুক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেন পরের সপ্তাহের রবিবারের (পরের সপ্তাহের প্রথম কার্যদিবস) মধ্যে।
- অফারটি চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।
বিকাশ অ্যাপে ১১ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক!
বিজয়ের মাসে অ্যাপ থেকে ১১ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যেকোনো বিকাশ গ্রাহক অ্যাপ থেকে নিজের কিংবা প্রিয়জনের নাম্বারে ১১ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই পাচ্ছেন ১৬ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অফারের সময়সীমা: ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত।
অফারের বিস্তারিত: যেকোনো গ্রাহক বিকাশ অ্যাপ থেকে ১১ টাকা মোবাইল রিচার্জ করলে ১৬ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
অফারের লিমিট: অফার চলাকালীন একজন একবারই ক্যাশব্যাক পাবেন।
লেনদেন চ্যানেল: অ্যাপ থেকে মোবাইল রিচার্জ বিকাশ করতে হবে।
বিকাশ অ্যাপে টাকা রিচার্জে ক্যাশব্যাক অফার
চলছে মোবাইল রিচার্জ ধামাকা অফার!
নিজের ও প্রিয়জনের নাম্বারে রিচার্জ বিকাশ করলেই প্রতিবারই দারুণ অফারের সাথে পাচ্ছেন ক্যাশব্যাক। তাই, বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে রিচার্জ বিকাশ করুন এখনই। অফারটি চলবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।
গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে-
• ৭৪ টাকা রিচার্জে ৪ জিবি, মেয়াদ ৩ দিন, সাথে ৫ টাকা বিকাশ ক্যাশব্যাক
• ২০৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড, মেয়াদ ৬০ দিন, সাথে ১৫ টাকা বিকাশ ক্যাশব্যাক
রবি প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে-
• ৭৬ টাকা রিচার্জে ৬ জিবি, মেয়াদ ৩ দিন
• ১০৪ টাকা রিচার্জে ১৭০ মিনিট + ২৫০ এমবি, মেয়াদ ৭ দিন, সাথে ১০ টাকা বিকাশ ক্যাশব্যাক
এয়ারটেল প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে-
• ৭৮ টাকা রিচার্জে ১৩০ মিনিট + ২৫০ এমবি, মেয়াদ ৭ দিন, সাথে ৮ টাকা বিকাশ ক্যাশব্যাক
• ১১৮ টাকা রিচার্জে ১৯০ মিনিট, মেয়াদ ১০ দিন + ৫৪ পয়সা/মিনিট, মেয়াদ ২০ দিন + ৫০০ এমবি, মেয়াদ ৩০ দিন
বাংলালিংক প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে-
• ৮৯ টাকা রিচার্জে ৮ জিবি, মেয়াদ ৩ দিন, সাথে ৭ টাকা বিকাশ ক্যাশব্যাক
• ৩২৮ টাকা রিচার্জে ৫৪৫ মিনিট + ১ জিবি, মেয়াদ ৩০ দিন, সাথে ৫৩ টাকা বিকাশ ক্যাশব্যাক
শর্তাবলীঃ
- বোনাস প্রাপ্তির জন্য গ্রাহকের বিকাশ একাউন্ট এবং ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট জনিত সমস্যার জন্য ক্যাশব্যাক প্রদানে বাধাপ্রাপ্তি ঘটলে গ্রাহক বোনাস পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
- একটি নির্দিষ্ট সপ্তাহের বৃহস্পতিবার রিচার্জ করে থাকলে, উপযুক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেন পরের সপ্তাহের রবিবারের (পরের সপ্তাহের প্রথম কার্যদিবস) মধ্যে।
- গ্রাহক কাস্টমার একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোন অজানা কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফার শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে তিনবার নিয়মিত বিরতিতে পুনরায় ক্যাশব্যাক এর অর্থ প্রদানের চেষ্টা করবে। সেই চেষ্টাও যদি ব্যর্থ হয়, তাহলে গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত থাকবেন না।
- শুধুমাত্র অ্যাপ দিয়ে প্রথমবারের মতো রিচার্জ করলে উপযুক্ত গ্রাহক ক্যাশব্যাক পাবেন পরবর্তী কার্যদিবসের মধ্যে।
- বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের সময় বাড়ানো / কমানো অথবা ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি পরিবর্তন / সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
এতক্ষণ পুরো নিবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ। আমরা এই ওয়েবসাইটে বিকাশ সংক্রান্ত বিভিন্ন অফার নিয়ে আলোচনা করে থাকি। আপনি বিকাশ অন্যান্য অফার জানতে আমাদের এই ওয়েবসাইটের সাথে থাকুন।